আমার দেখা ও ব্যবহার করা সেরা মাল্টিমিডিয়া প্লেয়ার।

আস-সালামু-আলাইকুম।

অনেক দিন পর লিখতে বসলাম।ভালো কোনো সফটওয়্যার পাচ্ছিলাম না টিউন করার মত।তাই পুরানো আর জনপ্রিও সফটওয়্যার নিয়ে টিউন করতে ইচ্ছে হলো।

আমি বিগত ৩বছর ধরে একটা মাল্টিমিডিয়া প্লেয়ার ব্যবহার করছি।সেটা আমার দেখা সেরা ও আমার কাছেও সেরা প্লেয়ার।আপনাদের কাছে কেমন সেটা আমি জানিনা।কিন্তু এই প্লেয়ার দিয়ে চলেনে এমন ফাইল খুব কম ই আছে।

প্লেয়ার টির নাম GOM PLAYER.এটা একটা কোডেক প্লেয়ার।তাই মোটামুটি সব মাল্টিমিডিয়া ফাইল এতে চল্বে।না চললেও চিন্তার কোনো কারন নাই।কারন আমি সব গুলা কোডেক ডাউনলোড করে .RAR ফাইল এ ঢুকিয়ে দিয়েছি।আপনাকে শুধুমাত্র ছোট একটি কষ্ট করতে হবে।তা হল .RAR ফাইল কে এক্সট্রাক্ট করে Gom Players সহ অন্যান্য Codec ইন্সটল করে নিন।

ছবি তে লক্ষ করুন।Launce Multiple Player এ টিক দিলে আপনি এক সাথে অনেক গুলো প্লেয়ার চালাতে পারবেন।

Get more skin এ ক্লিক করে আপনি এর Skin পরিবর্তন করতে পারবেন।

ছবি তে প্লেয়ার এর Control Panel দেখুন।ভিডিও তে আপনি আপনার ইচ্ছেমত উজ্জলতা,কালার নিওয়ন্ত্রন করতে পারবনে যেটা অন্যান্য প্লেয়ার এ খুব কম ই দেখা জায়।এছারা Screen Capture থেকে আপনি আপনার পছন্দ অনুযাই Still Picture তুলতে পারবেন।

Control Panel এর Audio থেকে আপনার পছন্দ অনুযায়ি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন।

Preference option এর উপরের শেষ টি তে ক্লিক করে প্লে লিস্ট এ ইচ্ছে মত Audio,Video যোগ করে চালাতে পারবেন।

এর সাথে যে Codec গুলো দিয়েছ সেগুলো হলো

  • BDMPEG1SETUP_3.exe
  • coreaacSetup.exe
  • mpg123dsf1045.exe
  • TSCC.exe

এছারা যদি কখনো কোনো ফাইল না চলে তবে Find Codec এ ক্লিক করে নামিয়ে নিতে পারবেন।

Link 1

Link 2

সবাই কে ধন্যবাদ।এছারা যদি কারো কোনো সমস্যা অথবা জিজ্ঞাসা থাকে তবে আমাকে জানান।

হযরত মুহাম্মাদ (সঃ) এর নাম শুনলে প্রথম বার দুরুদ পড়া ওয়াজীব। দুরুদ টি হলো :::

"""  সাল্লাললাহু  আলাইহি ওয়া সাল্লাম """"

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ মিডিয়া প্লেয়ারটি শেয়ার করার জন্য,
প্লেয়ারটি সত্যি অনেক ভাল আমি নিজেও ব্যাবহার করেছি।

    Level 0

    এজন্যই তো আপনাদের শেয়ার করলাম।ধন্যবাদ।

আমার কাছে vlc প্লেয়ার আসাধারন লাগে vlc থাকলে আর কোন প্লেয়ার এর দরকার হয় না

    Level 0

    হুম…………আমি Gom Player ব্যবহার করি কারন এতে কী-বোর্ড এর এরো কী চেপে Rewind N Forward করা যায় এবং সাউন্ড কন্ট্রোল করা যায়।এন্টার কী চেপে ফুল স্ক্রিন করা যায়।অন্যান্য প্লেয়ার এ কী-বোর্ড দিয়ে এত সহযে কাজ করা যায়না যেটা Gom Player এ করা যায়।

    Level 0

    মুকুট ভাই আপনি জেগুল বললেন এগুলো তো KM Player এ ও করা যায় ।

    Level 0

    তাই?হতে পারে।আমি অবশ্য KM Player বেশি ব্যবহার করিনি।

KM Player এর উপর আর কিছু থাকতে পারেনা। সমস্ত প্লেয়ার ইউজ করার পর-ই মন্তব্যটা করলাম। দুনিয়ার আর কোন প্লেয়ার এর এত লাউড ভলিউম নাই।

    VLC player এ ৪০০% এবং klite mega pack এ ১০০% + ১০ dB ভলিউম রিগেইন, + আপনার টাস্কবারের ভলিউম কন্ট্রোলার, 🙂 ভাই আর কত লাউড করতে চান? কানের বারোটা বাজবো 😀 । KM Player খুব ভাল আমিও ইউজ করি, কিন্তু এতে চ্যাপ্টার লিঙ্কিং ও রিয়েল টাইম সাবটাইটেল রেন্ডারিং খানিকটা দুর্বল, KM Player এও একই সমস্যা। আনিমে দেখার হবি আছে তাই প্রায় সব প্লেয়ার ইউজ করেছি। তাই একটিকেই সবার সেরা বলা অনুচিত, কোনটা একদিকে ভাল তো কোনটা অন্যদিকে ভাল।
    ধন্যবাদ 🙂

    sound চাইলে miro ইউজ করেন

    Level 0

    লাউড সাউন্ড দিয়ে কি হবে? সব ফাইল চলে এমন প্লেয়ার হলেই তো হয়।

    @Mukut ভাই, সব ফাইল চলে, এমন প্লেয়ার এখন অনেক আছে। তারা অনেকগুলোই ভাল কোয়ালিটির। তবে সাউন্ড অবশ্যই একটা ফ্যাক্ট। এটা নিশ্চয় অস্বীকার করবেন না। অন্তত ধুম ধাড়াক্কা টাইপের মুভি দেখার জন্য!

    @সানি৯৯৯ আমি VLC player এও ট্রাই করছি। কিন্তু সাউন্ড KM এর মত পাইনি। আর আপনি যে ৪০০% এর কথা বলছেন, তা Apply করার পর সাউন্ড কোয়ালিটি আর সাধারণ থাকে না। মনে হয়, স্পীকার ফাইটা চিরা গ্যাছে!

    @শাহেদ খান Thank you for sharing a new player name. I didn't know the name of this player before. Now I'm gonna try according to ur recommendation.

আমার প্রিয় প্লেয়ার টি হচ্ছে ভিএলসি

    Level 0

    ধন্যবাদ,

>>> Windows-এর সাথে Free পাওয়া Windows Media Player-কে Klite Codec Pack-এর সাহায্যে সবরকম Video File চালানোর উপযোগী করে নিয়েছি…

>>> তবে Movie দেখার জন্য আমার সবচেয়ে পছন্দের দুটি Player হচ্ছে Cyberlink Power DVD এবং Splash Pro…

তবে GOM Player-ও অনেক ভালো…

Tune-টি ভালো হয়েছে…

    Level 0

    DVD ফাইল দেখার জন্য Power DVD এর বিকল্প নাই।

splash pro

Level 0

প্লেয়ারটা সম্পর্কে সাধারন ধারনা ছিল। কিন্তু আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম । অসংখ্য ধন্যবাদ ।।

    Level 0

    ধন্যবাদ।আমি মোটামুটি সব প্লেয়ার ব্যবহার করেছি।কিন্তু এর মত মজা অন্য কোনো টা তে পাইনি

Ami KM player r Gom player, khali ei 2 ta use kori. Best 2 player, i have ever seen. Thanks

Level New

ধন্যবাদ মাতুক ভাই শেয়ার করার জন্য। Gom player, VLC media player, RealPlayer,আমার প্রিয় মিডিয়া Playe, আমি সব সময় এগুলো ব্যবহার করি।

    Level 0

    ও ভাই………আমার এত সুন্দর নামের তো বারোটা বাজিয়ে দিলেন।মুকুট
    ধন্যবাদ।

Level 0

salam,bhaia ami ank din agee ekta player er kotha sunesilam..anekei use kore..jeta asole virtual dvd player er moto kaj kore……seta kothai pabo,keu ki janen?……r ta na hole subtitle soho movie copy kore rakha jai ebong pore dekha jai erokom kichu ki ache????

    Level 0

    বুঝছি,আপনি জেট অডিও এর কথা বলতেছেন।

Level 0

mediafire thake movie namyle ai player a chole na….ex Abcd.mkv

    Level 0

    না চললে Find Codec এ ক্লিক করে Codec ডাউনলোড করে ইন্সটল করে নিন।আর আমি তো সব কোডেক একসাথে দিয়ে দিয়েছি।

Try MPCSTAR. বেস্ট মাল্টিমিডিয়া প্লেয়ার I've ever seen.

    Level 0

    কি কি চলে এটাতে

মুকুট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। টিউনটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভাল থাকবেন।

    Level 0

    ধন্যবাদ

My best player is km player and splayer.

    Level 0

    াপনার ময়ামতের জন্য ধন্যবাদ।

try করে দেখা লাগে ,
ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য ।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও

আমি KM player ব্যবহার করি, এর সাউন্ড ও গ্রাফিক্স দুইটাই চমৎকার। তাই VLC player এর চেয়ে আমার কাছে এটাই বেশি ভাল লাগে। GOM player দুই একবার ব্যবহার করে দেখেছি, মোটামুটি ভালই। তবে এরকম প্লেয়ার এখন অনেক আছে, যেগুলো প্রায় সব ফরম্যাট এর ফাইলই চালাতে পারে। যেমনঃ Media Player Classic, MPCSTAR ইত্যাদি।

টিউনের জন্যে ধন্যবাদ।
১ম থেকেই ব্যবহার করছি। অসাধারণ একটি মিউজিক প্লেয়ার।

Level 0

মোবাইলে কিভাবে ভিডিও গান অনবরত চালানো যায় ? অডিও তো একটার পর একটা চলে। আমার মোবাইলের মডেল ৫২৩৩।
ধন্যবাদ।

    Level 0

    আমি মোবাইল বিষয়ে এত অভিজ্ঞ নই।আমার জানামতে মোটামুটি সব মোবাইলেই অনবরত ভিডিও চালানো যায়না।

Level New

I like VLC

Level 0

onek age thekei use kori,khub valo player