ফায়ারফক্স ৬.০ এ আইডিএম এর সমস্যার সমাধান

গত মঙ্গলবার ১৬ই অগাস্ট তারিখে রিলিজ হওয়ার পুর্বনির্ধারিত তারিখের আগেই ছাড়া হয় ফায়ারফক্স এর নতুন সংস্করণ ৬। মজিলা যত দ্রুত ফায়ারফক্স এর সংস্করণগুলো রিলিজ করছে তাতে ফায়ারফক্স ৭, ৮, ৯ এর রিলিজ পেতে আগামী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংক্ষেপে বলি এই নতুন ভার্সনে কী কী পরিবর্তন আনা হয়েছে -

  • গ্রাফিকালি নতুন কোন পরিবর্তন না থাকলেও এতে ব্যবহারকারীর নিরাপত্তার ওপর আরো জোর দেওয়া হয়েছে। কুকি, পাসওয়ার্ড, হিস্টোরি ইত্যাদি এর ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।
  • ডু নট ট্র্যাক বা ওয়েব সাইটগুলোকে ব্যবহারকারীর অবস্থান ইত্যাদি তথ্য সংগ্রহ বন্ধ করার সুবিধাটি এখানেও চালু আছে, এবং এর মান উন্নত করা হয়েছে।
  • ফায়ারফক্স ৬ এ অ্যাড্রেসবারে ইউআরএল দেখানোর সময় মূল ডোমেইন হাইলাইট করা থাকবে। অর্থাৎ ব্যবহারকারীদের ফিশিং এর হাত থেকে বাচাতে মূল ঠিকানা গাঢ় রঙ্গে দেখানো হবে।
  • ফায়ারফক্স ৬ এর স্টার্টআপ টাইম অর্থাৎ চালু হতে যে সময় লাগবে তা কমানো হয়েছে। লিনাক্স প্লাটফর্মে কার্যকরিতা আরো বেড়েছে বলে মজিলা কর্পোরেশনের বিশ্বাস।
  • নতুন কিছু ওয়েব ল্যাঙ্গুয়েজ সহ ডেভলপারদের জন্য ফায়ারফক্স ৬ এ যুক্ত করা হয়েছে স্ক্র্যাচপ্যাড যা একটি বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট কনসোল হিসেবে কাজ করবে। এছাড়া আরো কিছু টুল যুক্ত করে নেওয়ার সুবিধাও থাকছে।

এবার বলি নতুন ভার্সনে আমরা বাঙ্গালিদের অসুবিধার কথা। আমরা কি পরিমান ডাউনলোড প্রিয় তা অ্যালেক্সায় বাংলাদেশের টপ চার্টে ১৬-এ মিডিয়াফায়ার আর ১৯-এ ফাইলসনিক এর অবস্থান দেখেই বোঝা যায়। বরাবরের মতই ফায়ারফক্সের নতুন ভার্সন অ্যাডঅনগুলোর কম্প্যাটিবলিটি ভেরিফাই না করে চালাতে দিবেনা। কাজেই এতে আইডিএম এক্সটেনশান বা ডাউনলোড হেল্পার অ্যাডঅনটি কাজ করবেনা। তবে চিন্তা নেই। এর জন্য আইডিএম আপডেট করা, কি/সাইলেন্ট ইন্সটলার খোঁজার দরকার নেই। আপনাদের জন্য খুঁজে এনেছি "আইডিএম সিসি" অ্যাডঅনটির নতুন ভার্সন যা দিয়ে ফায়ারফক্স ৬ এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনটিগ্রেট করতে পারবেন। নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন এটি।

এবার ফায়ারফক্স থেকে Ctrl + O চেপে XPI ফাইলটি দেখিয়ে ইন্সটল করে নিন।ব্রাউজার রিস্টার্ট করে দেখুন আইডিএম-এর কনটেক্সট মেনু চলে এসেছে,

যারা এখনো ফায়ারফক্স ৬ ডাউনলোড করেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।

যারা লিনাক্স ব্যবহার করেন অথবা ফায়ারফক্স এর সাথে অন্য ডাউনলোড ম্যানেজার ইনটিগ্রেট করে নিতে চান তারা ফ্ল্যাশগট অ্যাডঅনটি ডাউনলোড করে নিন।

আর কী? এবার মনের সুখে ডাউনলোড করুন আপনাদের প্রিয় আইডিএম দিয়ে, আর মেতে উঠুন ফায়ারফক্স এর সাথে। সবাইকে ধন্যবাদ।

কৃতজ্ঞতা:

  1. মজিলা ব্লগ
  2. ফায়ারফক্স এর ফেসবুক পেজ

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ শেয়ার করার জন্য। firefox 6 ,০ আগের সব verson থেকে ২০ ভাগ বেশি SPEED পাওয়া যাবে। আমি গটকাল এটা ইন্সটল করে নিয়েছি। আপনার টিউনের মধে সবচেয়ে বেশি ভাল লেগেছে লাস্টের ছবিটা।

Level 0

সবসময়ের মত সুন্দর টিউন..

অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন…………………অন্তরের অন্তস্থল হতে আপনার জন্য শুভ কামনা রইল।

Level 0

Portable firefox download হচ্ছে না। দয়া করে সাহায্য করুন।

    যে লিঙ্ক দেওয়া আছে তাতে ক্লিক করলে সোর্সফোর্জের সাইট এ নিয়ে যাবে। সেখানে অটো ডাউনলোড শুরু না হলে "সিলেক্ট নিউ মিরর" এ ক্লিক করুন ও কাছাকাছি একটা মিরর নিয়ে ডাউনলোড দিন। একটু সময় লাগতে পারে লিঙ্ক আসতে। ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ,অনেক অনেক ধন্যবাদ………………………………………..

ফায়ারফক্স ৬ এখনো ডাউনলোডাই নাই।তবে করলে এই সমস্যায় পড়তাম নির্ঘাত।আগেভাগে সমাধান দেয়ার জন্য ধইন্যা।আর ফেবুতে তো একাউন্ট নাই মনে হয় আপনার?মেইল চেক করেন।

    আছে একখান। দেখি ওইডার পাসওয়ার্ড খুজি। মেইলের রিপ্লাই দিচ্ছি ওয়েট। কমেন্টানোর জন্যি থেঙ্কু

ধইন্যবাদ

আসসালামুআলাইকুম। ধন্যবাদ শাওন ভাই।

Level 0

Many Many Thanks………

شكرا أخوي ! برنامجك رائع جدا…………..
الله يجزاك ألف ألف خير

    আপনাকেও ধন্যবাদ 🙂 যদিও কোনটাই আমার বানানো না 😀 সব মজিলা আর আইডিএম প্রোগ্রামারদের কাজ।

Level 0

আই ডি এম এর সমস্যা সমাধানের পথ দেখানোর জন্য ধন্যবাদ

কাজ হইছে। আপনাকে ধন্যবাদ।

Level 0

vai hardware smogro jonno wait kortasi. Monitor, speaker, power supply, printer re ki dhoren nai?indur r chabir board re nahoi bad dilam.but oraoto manush thukku hardware

ধন্যবাদ শেয়ার করার জন্য………………………

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

আমি গত ১৬ তারিখ ই আমি ফায়ারফক্স এর নতুন সংস্করণ ৬ এর আপডেট করে নিয়েছিলাম। আসলেই অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে ৬ এ। আর এটাকে আগের গুলোর চেয়ে অনেক স্পিডিও মনে হচ্ছে। আরও নতুন কিছু ফিচারও আপনার টিউন থেকে জানলাম। ধন্যবাদ শাওন ভাই শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

    হু সুমন ভাই, তবে একটা জিনিস দেখলাম, কোন লিঙ্কে মাউসওভার করলে আগে লিঙ্কটা নিচে কোণায় দেখাত। এই ভার্সনে দেখাচ্ছেনা 🙁

      আমিও তো ভার্সন ৬ এ আপডেট করেছি, বাট আমি স্টিল নিচের কোণায় লিঙ্ক দেখতে পাচ্ছি…

      উমম আপডেট করেছেন নাকি নতুন ভার্সন ইন্সটল করেছেন? আমি পোর্টেবল ইউজ করি তাই হয়ত বাগ আছে। দেখা যাক কি হয় @ ডিজে ভাই

ধন্যবাদ ভাই, দারুন একটা জিনিস শেয়ার করেছেন। ফায়ারফক্স আপডেট করার পর থেকেই অপেক্ষায় ছিলাম এই পোস্টের। 🙂

ধন্যবাদ শাওন ভাই আইডিএমএর লেটেস্ট কম্প্যাটিবল এক্সটেনশনটা শেয়ার করার জনে…

    ধইন্যা পাতা কই? 😀 টেকটিউনসে ধইন্যা পাতার ইমো রাখা উচিত। মেহেদী ভাই গো শুইন্যা যান, আমাগো ধইন্যা পাতার ইমো লাগবো 😀 😀

Level 0

vai banar ta soraien na.somoy hoile dien.oppekhai thakbo. Tobu nirash koiren na.

শেষের ছবিটা অনেক মজার…………। চেইন টিউনগুলো যথাসম্ভব লিখে যান ……।

    সবাই লাস্টের ছবিটা লাইক করতাসে 🙁 আমি আইকন থেইক্কা ছবি বাইর কইরা ডাউনলোড বাটন বানাইলাম, মিডিয়াফায়ারে আপলোড করলাম হেইডা কেউ দেখলোনা 🙁 লাস্টের ছবিখান অবশ্য মজিলা বানাইসে 😀

মিনহাজুল ভাই আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন।কিভাবে আমি আমার সাইট টা বানিয়েছিলাম।আমি প্রথমে কিভাবে ব্লগ বানাতে হবে তার বেসিক ধারনাটুকু নিশাচর নাইম ভাই এর ধারাবাহিক টিউন থেকে শিখেছি।

তারপর template এর জন্য আমি গিয়েছি এই ঠিকানায় http://besttheme.net/

তারপর আমি গ্যাজেট সহ অন্যান্য যা কিছু আছে সব শিখেছি এই থিকানা থেকে http://www.spiceupyourblog.com/

আপনি লাস্ট এর এড্রেস এ একদিন ভালভাবে ঘুরাঘুরি করেন,দেখবেন আমার মত ব্লগ বানানো পান্তা ভাতের মত সহজ হয়ে যাবে।

সাকিব ভাই অনেক ধন্যবাদ। আমি নাঈম ভাইয়ের সিরিজগুলা দেখেছি। অনেক কিছু আছে। ম্যালা উপকার করলেন 🙂

আচ্ছা শাওন ভাই আপনি তো রুয়েট এ পড়েন। আচ্ছা গোলাম কিবরিয়া তারেক নামে কাউকে চিনেন।may be আপনার এক বছরের সিনিয়র।

কম্পিউটার সায়েন্স এ পড়ে।আমরা একই কলেজ এ পড়েছি।

তার ফেসবুক id হচ্ছে http://www.facebook.com/computergurubd

    হুম। দেখলাম। ৫টা মিউচুয়াল ফ্রেন্ড। তবে সামনাসামনি দেখিনি। কেবল তো এক সেমিস্টার গেল। রুয়েট খুললে খুজমুনি 🙂

Vai prothomai banglay na likhar jonno sorry…apnake onek onek dhonnobad…agiaee jan..amra apnar sathe asi…

সুন্দর টিউন..

Level 0

sundor tune but firefox 6 update korle je add on -e google toolbar nissa na, please samadhan deben keu ?

    যেহেতু নতুন ভার্সন সেই কারণে গুগল টুলবার আপডেট করলে তখন ইন্সটল হতে পারে। আর মজিলার অ্যাডঅন সেন্টার থেকে "Install Anyway" করে দেখতে পারেন। তবে গুগল যেহেতু ভার্সন ৪ পর্যন্ত টুলবার রেখেছে তাই কিছুদিন অপেক্ষা করা ভালো। ধন্যবাদ

      আসসালামুআলাইকুম। SnagIt খুব দরকারী জিনিস। সাবিহার টিউনে পেলাম। ভালোই কাজে আসবে। মিনহাজ ভাই সময় থাকলে বায়োস আপডেট এর পর্বতে অন্য মাদারবোর্ড নিয়ে টিউন করুন ভাই অনুরোধ আপনাকে।

জিয়া ভাই ইনটেল ছাড়া অন্য সব মাদারবোর্ড এর বায়োস একই নিয়ম – ম্যানুফ্যাকচারের সাইট থেকে একটা এক্সিকিউটেবল ফাইল নামানো, ইন্সটল আর রিস্টার্ট। তাই কি লিখবো বলেন 🙁

অনেক ধন্যবাদ। ঊপকারি টিউন।

ধন্যবাদ। কাজের টিউন।