একাধিক মাইক্রোসফট অফিস ডকুমেন্ট খুলুন ট্যাব এর সাহায্যে

অনেকদিন পরে এলাম আপনাদের সামনে। আশাকরি ভাল আছেন সবাই। আজ নিয়ে এলাম Microsoft Office এর জন্য সুন্দর একটি থার্ড পার্টি এপ্লিকেশন।

মাইক্রোসফট অফিস এ যদি একাধিক ফাইল খোলা হয় তাহলে ফাইলগুলো টাস্কবারে আলাদাভাবে খোলে। ফলে টাস্কবারে অনেক জায়গা প্রয়োজন হয়। তাছাড়া এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্ট এ যেতেও ঝামেলা হয়। এগুলো যদি একই উইন্ডোতে আলাদা আলাদা ট্যাবে খোলা যায় তাহলে কেমন হয়! অফিস ট্যাব নামের এই থার্ডপার্টি এ্যপ্লিকেশনটি দিয়ে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য প্রথমে এই লিঙ্ক থেকে মাত্র 3 মেগাবাইটের সফটওয়্যারটি ইন্সটল করে এ্যক্টিভ করে নিন। এবার মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোন কোন প্রগ্রাম একাধিক ডকুমেন্ট খুলুন। এবার উপভোগ করুন। আপনি চাইলে Tools মেনু থেকে Show TabBar এ ক্লিক করে ট্যাব প্রদর্শন বন্ধ বা চালু করতে পারেন। এছাড়া TabOptions এ ট্যাবের রং ধরণ ইত্যাদি পরিবর্তন করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন।

লেখাটি প্রথম এখানে প্রকাশিত

Level 0

আমি mahbubhq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা ভাল টিউন

আমি ব্যবহার করি।

Level 0

free version ta dear jonno thnx, ami 6.50 use kortam, trial period shesh hoe jawoar karone prottekbar alarm dito, ekhon shei jhamela theke mukti pelam, thnx bro

ভাই ডাউনলোড করলম, কিন্তু ইন্সট্ল তো হয়না। ধন্যবাদ।

    Level 0

    @Mridha Rashidul Islam: ফাইলটির উপর ইঁদুরের ডান ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। হয়ে যাবে আশাকরি।

Level 0

মন্তব্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য । ছোট্ট একটি সমস্যা…….!!!!!! আমি অফিস ২০১০ ব্যাবহার করি। অফিস ২০০৩ তে হেডার-ফুটার হিসেবে ফাইলটি কোন লোকেশনে আছে সেটি ইনসার্ট করা যেতো। কিন্তু অফিস ২০১০ এর হেডার ফুটার এ ফাইলের লোকেশন ইনসার্ট করার কোন অপশন পাচ্ছিনা। দয়া করে সাহায্য করুন কেউ!!!!!!!!