SXIPPER – মজিলা ফায়ারফক্সের আরেকটি জোসস্ এ্যাডঅন

টিউনার বন্ধুদের নিশ্চই মনে আছে যে কিছুদিন আগে একটি পাসওয়ার্ড ম্যানেজার ‘পাসপ্যাক' নিয়ে লিখেছিলাম। যেটা আপনাদের অনেকই হয়ত ব্যবহার করে দেখেছেন। এটা তো ছিল একটা ডেস্কটপ বেজড টুল। কিন্তু ভাবুন তো যদি এই একই কাজ আপনি মজিলা ফায়ারফক্সের কোন এক্সটেনশন দিয়ে করতে পারতেন।

ঝামেলা অনেকটা কমে যেত। তাই নয় কি? হ্যা বন্ধুরা আবার আমি আপনাদের কাছে উপস্থাপন করব মজিলা ফায়ারফক্সের ই আরেকটি নতুন এ্যাডঅন।

Sxipper হচ্ছে মজিলার আরেকটি নতুন এ্যাডঅন যা আপনাকে আপনার অনলাইন ইউজারনেম এবং পাসওয়ার্ড গুলোকে আরো সহজে ম্যানেজ করার সুযোগ করে দেবে।

এর একটি ভালো দিক হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং ইউজারনেম ম্যানেজিং ক্যাপাসিটি আনলিমিটেড পর্যন্ত এক্সটেন্ট করা হয়েছে। আপনাকে যা করতে হবে শুধু আপনাকে আপনার নির্দিষ্ট স্থানে রাইট ক্লিক এর মাধ্যমে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ডগুলোকে বেছে নিতে হবে।

1.png

ব্যাস VERY SIMPLE

21.png

SXIPPER

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাই হচ্ছে ওপেন সোর্সের সৌন্দর্য। নিজের মত করে ব্যবহার করার হাজারো অপশন। ধন্যবাদ সোহান ভাই।

পাসপ্যাকটাও বেশ ভাল।

হুম শফিউল ভাই …. কেইস টা ট্রেস করতে পেরেছেন।

password exporter o try korte paren, I think it’s the best

GREAT

বাংলাদেশ ডিজিটাল আইটি সলিশন টিম প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :01858-312544.