কঠিন ভাবে নয় :: সহজ করে শিখুন !!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

একই জিনিস একজন কঠিন ভাবে শেখে আর একজন সহজেই আয়ত্ত্ব করে নেয়। অনেকের কাছে অনেক বিষয় খটকা লাগার কারণে আর শেখা হয়ে ওঠে না। বাচ্চাদের বেশিরভাগ অষুধ মিষ্টি। কারণ তেতো সাধ সোনামনির মুখে রোচে না। আমি ব্যাক্তিগত ভাবে সহজের পক্ষপাতি। আর একটা মানুষের সাফল্য ও জ্ঞাণ গরিমার মাপকাঠি হতে পারে তিনি কঠিনটাকে কতো বেশী সহজ করে হজম করতে পারে তার উপর। আমি আমার ব্যাক্তি জীবনে, কর্ম জীবনে ও আমার সেলফ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে সবসময় কঠিনটাকে সহজ করার চেষ্টা করেছি। সহজ ভাবে বোঝার চেষ্টা করেছি। কতোখানী পেড়েছি কে জানে।

আমার এই টিউনটি আমি উৎসর্গ করছি আমার ছোট বেলার টিউটরদের যাদের মাধ্যমে আমি এই শিক্ষা গুলো পেয়েছিলাম।

 

"বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে।"

 

এই বাক্যটি মনে রাখতে পারলে জীবনেও কোন দিন মোগল সম্রাটদের নাম ও কার পুত্র কে তা কোন দিনও ভুলবেন না।

তাহলে পর পর পাঁচ বার এই বাক্যটি পড়ুন ও মনে রাখার চেষ্টা করুন।

 

বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে।

বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে।

বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে।

বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে।

বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে।

বাবার = বাবর (সম্রাট বাবর)

হইলো = হুমায়ুন (সম্রাট হুমায়ূন)

আবার = আকবর (সম্রাট আকবর)

 

জ্বর = জাহাঙ্গীর (সম্রাট জাহাঙ্গীর যার আর এক নাম ছিলো শাহজাদা সেলিম আর বিয়ে করেছিলেন নুরজাহানকে)

 

 

সারিলো = শাহজাহান (সম্রাট শাহজাহান)

ঔষধে = আওরঙ্গজেব (সম্রাট আওরঙ্গজেব)

 

এখানেই টিউনটি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি টিউটি অনেক বেশী ছোট হয়ে যাচ্ছে। তাই ইংরেজী Article এ কোন কোন জিনিস গুলোর পূর্বে The বসে তা নিয়ে ক্লাস সিক্স পড়া অবস্থায় একটি কবিতার মাধ্যমে মনে রাখার চেষ্টা করে করেছিলাম। সেই কবিতাটি দিয়ে দিলাম-

নদী, সাগর, দ্বীপপুঞ্জ,

জাহজাদী গিরিপুঞ্জ।।

জাতি, ধর্ম, ধর্ম গ্রন্থ,

কোট, সিনেট ও সংবাদপত্র।।

দিন, তারিখ ও মাসের নাম.....

এই গুলোর  পূর্বে The বসবে।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

FINE TUNE.

🙂

    @Ochena Balok: শুধু হাসি কেন? কিছু বলুন। আজ আমার মন বাচ্চাদের মতো হয়ে গেছে।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: সবসময় চেস্টা করবেন মঙ্কে বাচ্চাদের মত রাখতে,পৃথিবীর কাছে হয়ত দাম পাবেন না কিন্তু নিজের কাছে নিশ্চিত থাকবেন আপনি সাদা মনের মানুষ।আর চেস্টা করবেন হাসি খুশি থাকতে।খুব বেশি কিছু আজকে কেন যেন বলতে ইচ্ছে হচ্ছে না,শ্রান্ত লাগছে আবার ছোট হয়েও আপনাকে একগাদা উপদেশ দিয়ে দিলাম।খারাপ লাগলে দুঃখিত

Level 0

JotilL hoise Vaijan

জটিল টিউন । মুঘল সম্রাটদের নামেরটা আমার এক শিক্ষক বলে দিয়েছিল । আপনার দেয়া আর্টিকেলেরটা মুখস্থ করতেছি । ধন্যবাদ ।

    @জ্ঞান-অন্বেষী: বাহ্ আপনার শিক্ষককে আমার শ্রদ্ধা প্রদর্শণ করছি। ঠিক যেমন সক্রেটিস এর ছাত্র প্লেটো এর ছাত্র এরিস্টেটল এর ছাত্র মহাবীর আলেকজান্ডার কিন্তু আলেকজান্ডার মাত্র ৩৩ বছর বাঁচলো কেনো?
    হুমায়ূন আহমেদ এর একটি বইতে পড়েছি মহাবীর আলেকজান্ডারের নাকি ইঁলিশ মাছে এলার্জি ছিলো। ধন্যবাদ আপনার সেই শিক্ষককে।

ভালো হচ্ছে আসিফ ভাই।

Level 0

‘বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে’ জানতাম ।কিন্তু কবিতাটা জানলাম।

Level 0

Sobai oi akoi kobita’r kothai boley?????????? Keno ar kono kobitanai?

asif vaia ki itihas khub posondo koronaki:p vlolaglo tomr tune…r ami o sohoj jinis e posondo kori basi r always kothinta k sohoj korar try kori bt ai kothin k sohoj korar chastai kokhono kokhono somoy sathe thake na somoy k jodi atke rakha jeto 🙁