বাংলায় সরল বিজ্ঞান: পর্ব-১ [ধারাবাহিক বিজ্ঞানের জানা-অজানা]

সবাইকে স্বাগতম। শুরুতেই কিছু কথা। বিজ্ঞানের জিজ্ঞাসার কোনো শেষ নেই। এমন অনেক প্রশ্ন যা মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে তা-ই নিয়ে আমি ধারাবাহিক টিউন চালিয়ে যেতে চাই। আমি বিজ্ঞানের ছাত্র নই। কিন্তু বিজ্ঞানের প্রতি আমার ভালবাসা থেকেই কাজটি করব। সবার সহযোগিতা পেলে টিউন চালিয়ে যেতে আমি উৎসাহ পাব ইনশাআল্লাহ।

এখানে আমি বিজ্ঞানের জটিল কোনো সূত্রের ব্যাখ্যা দেব না। দেব না দুর্বোধ্য কোনো সমীকরণ বা চার্ট। শুধু সরলভাবে উপস্থাপন করে যাব যা বুঝি তার চুম্বক অংশটুকু। ত‍া হতে পারে সংক্ষিপ্ত বা নাতিদীর্ঘ।

 

@ সব রক্ত সব রোগীকে দেওয়া যায় না কেন?

রক্ত চার রকমের। এ, বি, এবি, এবং ও গ্রুপের। এদের মধ্যে Rh ফ্যাক্টর পজেটিভ ও নেগেটিভ হয়। কোনো রোগীকে রক্ত দিতে হলে রক্তের গ্রুপ নির্ণয় করে রক্ত দেওয়া হয়। কারণ রক্তের মধ্যে থাকে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি নামক উপাদান। সকল রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি এক হয় না। তাই রক্ত দিলে জমাট বেঁধে রোগী মারা যেতে পারে। এ জন্য সব রক্ত সবাইকে দেওয়া যায় না। একমাত্র ও পজেটিভ গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন না থাকায় সব রক্তে মিশতে পারে।

 

@ লজ্জাবতী পাতা স্পর্শ করলে পাতা নুয়ে পড়ে কেন?

লজ্জাবতী লতার পাতার গোড়ার স্ফীত অংশে থাকে পালডিনাস। স্পর্শ করলেই পালডিনাস থেকে পাতা বেরিয়ে অন্য কোষে ছড়িয়ে পড়ে, তাই পাতা নুয়ে পড়ে।

 

@ লোহার তৈরি বিরাট জাহাজ পানিতে ভাসে কেন?

লোহার তৈরি জাহাজের তলদেশ ফাঁপা এবং প্রশস্ত। সে জন্য পানিতে নামালে জাহাজটি অনেক আয়তনের পানি অপসারিত করে। ফলে জাহাজের অপসারিত পানির ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। জাহাজের যে অংশটুকু ডুবালে তার দ্বারা অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় সেটুকু ডুবে। জাহাজের অবশিষ্ট অংশ পানিতে ভাসে। সুতরাং জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন জাহাজের ওজনের চেয়ে অনেক বেশি হওয়ায় জাহাজ পানিতে ভাসে।

 

@ পাউরুটিতে ফুটো থাকে কেন?

গ্যাসের বুদবুদের জন্য এমন ফুটোর সৃষ্টি হয়। পাউরুটি তৈরি করার সময় ময়দা আর পানি মিশিয়ে মণ্ড তৈরি করে এর সাথে সামান্য ইস্ট মেশানো হয়। ইস্ট এক ধরনের ছত্রাক। এরা তাপে ও ভিজা অবস্থায় দ্রুত বেড়ে যায়। বেড়ে ওঠার সময় এর মধ্য থেকে বুদবুদ বের হয়ে পাউরুটিতে গর্ত সৃষ্টি করে।

 

@ গরমের দিনে কুকুর জিভ বের করে হাঁফায় কেন?

কুকুরের শরীরে ঘাম হয় না, তাই গ্রীষ্মকালে কুকুরের জিভ থেকে পানি বাষ্পীভূত হওয়ায় জিভ থেকেই তারা প্রয়োজনীয় তাপ নেয়। তাতে জিভে আরাম হয়। এ কারণেই গরমের দিনে কুকুর জিভ বের করে হাঁফায়।

 

@ মরুভূমিতে মরীচিকা দেখা যায় কেন?

 

মরীচিকা এক ধরনের চোখের বিভ্রম। এটা সৃষ্টি হয় অভাবিত আবহাওয়ার পরিস্থিতির জন্য। মরুভূমির বুকে আচমকা জলাশয় রয়েছে বলে অনেক সময় ভুল হয়। এর কারণ প্রচণ্ড সূর্যের তাপে বালি গরম হয়ে পড়ায় উপরের বায়ুস্তর হালকা হয়ে যায়। এর ফলে আলো এমনভাবে বেঁকে যায় যে, আকাশের প্রতিবিম্ব মাটিতে পড়লে জলাশয় বলে ভুল হয়। এ ব্যাপারটি ঘটে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।

 

আজ এ পর্যন্তই।  সবাই ভাল থাকবেন। আবার কথা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।

 

 

Level 0

আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সহযোগিতা করলাম। দারুন হচ্ছে, চালিয়ে যান।

vaia jotil hoic. . amra asa krbo apne aita onek dur porjonto neya jaben. . Thanks. .

ভাল ভাল ভাল ভাল ভাল ভাল ভাল ভাল

“কুকুরের শরীরে ঘাম হয় না, তাই গ্রীষ্মকালে কুকুরের জিভ থেকে পানি বাষ্পীভূত হওয়ায় জিভ থেকেই তারা প্রয়োজনীয় তাপ নেয়??? তাতে জিভে আরাম হয়। এ কারণেই গরমের দিনে কুকুর জিভ বের করে হাঁফায়।” তাহলে কি গ্রীষ্মকালে কুকুরদের ঠান্ডা লাগে? আমার মনে হল এটি typo আশা করি শুধরে নিবেন। ধন্যবাদ 🙂

    @সানি৯৯৯৯: ভাই, আমি এটাই জানি। আপনার কাছে অন্য কোনো কার্যকারণ থাকলে এখানে দয়া করে শেয়ার করুন। সবার উপকার হয় তাহলে।

দারুন লিখেছেন। এইরকম করে ছোট এবং সহজে যদি জ্ঞান সবার মাঝে বিতরন করা যায় তবে অনেকেরই অনেক কুসংস্কার মন থেকে বেরিয়ে যাবে।

সুন্দর টিউন হয়েছে মামুন ভাই।

aro chi

Thank you