পৃথিবীর সবথেকে রহস্যময় স্থান গুলো যেগুলো হয়তো আগে জানতেন না।

হাই টেকটিউন্স কমিউনিটি,

ফিরে আসলাম আজো। কেমন আছেন সবাই ?

লেখা টার টাইটেল দেখে হয়তো অনেকেই ভেবে বসে আছেন কি আছে লেখাতে। বারমুডা ট্রায়াংগেল ভাবছেন ? বা এমন কিছু ?

না আজ কিছু এমন যায়গার সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো আপনার ইচ্ছা আর সামর্থ্য থাকলে নিজের চোখেও দেখে আসতে পারেন। বারমুডা ত্রিভুজ ক্ষেত্রের মত হারিয়ে যাবার ভয় নাই।

১। রক্তের জলপ্রপাত , এন্টার্টিকা।

natural oddities

অনেক লোক বা বিজ্ঞানী ই এটি চোখে দেখেন নি। বা এর কোন ছবিও না, তবে এটি বর্তমান । একদল গবেষক এ্যান্টার্টিকা মহাদেশে গিয়ে এটি দেখতে পান, এবং ছবি টি তোলেন। তাদের ধারনা ছিলো কোন অনুজীব এর ফলে এমন টা ঘটে, যদিও শূণ্যের অনেক নিচে হিম শীতল আবহাওয়াতে টিকে থাকা অনেক টা অসম্ভব একটা ব্যাপার । বর্তমান ধারনা সেখান কার মাটিতে থাকা অনেক পরিমান আয়রণ ও সালফার এর কারনে পানির রঙ লাল। এটা কিন্তু সুধুই ধারনা, সেই পানি কেন জমে লাল রঙের আইস ক্রিমের মত হলো না সেটার ও কোন উত্তর নাই।

২। ম্যাগনেট পাহাড়, নিউ ব্রান্সউইক

natural oddities

পাহাড় এর মত উচু থেকে একটা বল বা গাড়ি যাই ছেরে দেয়া হোক, তা নিচের দিকেই নেমে যাবার কথা । উলটো টা হলে মাথায় চিন্তা হবা টা স্বাভাবিক। প্রথম যে কথা টা মাথায় আসবে তা হলো পাহাড়ে মনে হয় চুম্বক আছে, কি বলেন ? ১৯৩০ সাল পর্যন্ত এর আকর্ষন বেশ জোরালো ছিলো, রহস্যময় কারনে তা কমে যায় এর পর।  প্রচলিত আছে ঘোড়ার গাড়িও টেনে নিতো উপর দিকে এই পাহাড়। এটি অবশ্য একটা পপুলার টুরিস্ট স্পট এখন।

৩। Surtsey , আইসল্যান্ড

natural oddities

কেউ যদি আপনাকে জিগেস করেন নতুন কি আছে যা আগে ছিলো না, নিশ্চিন্তে এটিকে দেখিয়ে দেন,  কেননা এটি আসলেই নতুন। ১৯৬৩ সালের আগে এখানে কিছুই ছিলো না, এমন কি পানির নিচে ডুবো পাহাড় ও না। এর পর একটি ভুমিকম্পের পর রহস্যজনক ভাবেই মাথা তুলে দারায় এটি। হতেই পারে কি বলেন ?

সমস্যা হলো মাঝখানের লেক টির পানি মিষ্টি বা পান করা যায় এমন, লবনাক্ত না। ব্যাপার টা আবিষ্কার করা হয় এ অঞ্চলে কোন বৃষ্টিপাত হবার আগেই। বুঝুন ঠেলা।

৪। Relampago del Catatumbo, Ologa, Venezuela

natural oddities

বাপরে, নাম তো উচ্চারন ই করতে পারলাম না। ব্যাপার টা বুঝিয়ে বলি, বজ্রপাত সবাই ই চিনি, যাদের প্রেমিকা ভয় পান, তারা মনে একটু বেশী চিনি। আমাদের দেশে বছরে কতদিন আর এর দেখা পাই বলুন, দেখতে হলে তো যেতে হবে ভেনিজুয়েলা তে। এখানে বছরে ২০০ দিনের ও বেশী সময় বজ্রপাত হয়। তাও মাত্রা শুনবেন ? কখনো কখনো মিনিটে ২৫ বার এর ও বেশী। ঠাডা পড়া বুঝেন ? উহু, বজ্রপাত হইবায় লোক টি মারা গেলো বললে বুঝবেন, প্রতি স্কয়্যার কিলোমিটারে প্রতিবছর গড়ে ২৫০ বার বজ্রপাত, চিন্তা করেন একবার। আমাকে হলিউড স্টার হতে দিলেও আমি যাবো না এখানে।  কিন্তু এত যায়গা থাকতে এখানেই কেনো ? সরি, কারন কেউ জানে না, সো বলতে পারলাম না।

লেখাটি এর আগে ফাজলামী ডট কম এ প্রকাশিত, আর ফেসবুকেও লিখি আমি।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেশ ভালো তথ্য সমৃদ্ধ পোস্ট করেছেন। বেশ ভালো লাগলো পড়ে।

Level 2

Nice Post @শাহরিয়ার শিমুল ভাই…….

সুন্দর ৷

Level 2

খুব ভাল

Level 0

অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভাই আপনার ফাজলামি.কম তো আসলেই তাই ফাজলামি,ভালো কোন collection ই তো নাই, কন্টেন্ট ই তো নাই্‌, ইবুক সেকসন তো প্রায় পুরাই খালি,Movie তো দেখলাম ই না…

    @Saiful: হোস্টিং থেকে মাত্র ব্লগারে নিয়ে গেলাম ভাই। তার উপর একটা নিউজ পেপার চালাই, সময় ই হয়ে উঠে না, আপডেট করবো ভাই, মন্তব্যের জন্য ধন্যোবাদ ভাই

Level 0

darun post

Nice!

অপুর্ব লিখেছেন ভাই। একদিন যাব ইনশাল্লাহ্‌

শাহরিয়ার শিমুল ভাই আপনি তো ফাটিয়ে দিতাছেন!!! এতো সুন্দর ছবি আপনি কোথায় পান ভাই। যেখানেই পান না কেন আরও না দেখা ছবি আপনার মাধ্যমে দেখতে চাই, কি বলেন? খুব সুন্দর হয়েছে ভাইজান। সুস্থ থাকুন।

বেস ভাল লাগল

এমন তথ্যবহুল আরও লেখা চাই।

ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

Level 2

অনেক ধন্যবাদ।
নিউ ব্রান্সউইক জায়গাটা কোথায়?

আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার টিউনে সারা দেবার জন্য।

Dhonnobad. Khub valo laglo.

Level 0

Very Nice

Level 0

চালুইউউউ ;;;;;;;আপনি থাকছান sir