আসেন অন্যরকমভাবে ইংরেজি শিখি Barron’s TOEFL & Cliffs TOEFL

ইংরেজি গ্রামারে রুল এর অভাব নেই। হাজার হাজার রুল মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই মনে রাখার বিষয়টি বিশেষভাবে নিয়ে আজকে অন্যরকম ভাবে ইংরেজি গ্রামার শিখার একটি উপায় আপনাদের মাঝে শেয়ার করব।  আজকে Know, know how এর ব্যবহার  সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

যাদের টোফেল বই আছে তারা মিলিয়ে নিতে পারেন

  • Barron’s TOEFL Problem Number- 10
  • Cliffs TOEFL Page No -188/Grammar Review No-27

Know & know how

Rule 1:  Subject+ know+ noun/prepositional phrase/sentence.

যেমনঃ I know the answer.

  • We know about Mary’s engagement to James. (Know+ Prepositional phrase)
  • I did not know that you were going to France.  (Know + Sentence)
  • Rule 2: Subject +know how+ infinitive (to+ verb এর base form)
  • I know how to answer the question. (Know how + Infinitive)

মনে রাখার টিপসঃ

Know এর পরে noun হয়। তা তো K N O W শব্দটি দেখলে বুঝা যায়।

K=Know, N= Noun

তাছাড়া নিচের লাইনটি মুখস্ত করে ও rule টি মনে রাখতে পারেন।

Know এর সাথে Na Pi Sar (নাপিসার) মিল আছে। আর নাপিসা K Ho I(খৈই)খেতে ভালোবাসে।

N=Noun/P=prepositional/S=Sentence               Kho =know how + I=infinitive(to+v1)

এবার উক্ত problem এর সাথে related grammar সম্পর্কে বিস্তারিত জেনে নিন ।

Noun :

Noun  হল বিশেষ্য বা নামপদ। যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু,প্রানি, পদার্থ, স্থান, অবস্থা বা গুনের নাম বুঝায় তাকে noun বলে।

যেমনঃ  The elephant has great strength.

Priti is a good girl.

Prepositional phrase: যে শব্দ গুচ্ছ preposition দিয়ে শুরু হয় এবং noun দ্বারা শেষ হয় তাই prepositional phrase.যেমনঃ in the morning, at the university, on the table etc.

Preposition: Noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun এর সাথে sentence এর সম্পর্ক স্থাপন করে তাই preposition.

যেমনঃ The book is on the table. এখানে on হল preposition আর table হল noun. sentence টি থেকে on তুলে দিলে হয় The book is the table. বইটি হয় টেবিল। আর on preposition টি ব্যবহারের ফলে অর্থ দাঁড়ায় - বইটি হয় টেবিলের উপরে । অর্থাৎ on শব্দটি noun এর পূর্বে বসে noun এর সাথে sentence এর সম্পর্ক স্থাপন করেছে তাই এটি  preposition.

Sentence: Sentence হল কতগুলো শব্দ গুচ্ছ যার দ্বারা মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায়। Sentence অবশ্যই Subject এবং Verb থাকতে হবে।

যেমনঃ

Bangladesh      is       a small country.

Subject        verb

Infinitive:  তিন ধরনের verbal এর মধ্যে infinitive একটি। (বাকি  দুইটি হল gerund এবং participle)

verbal: verb এর যে রূপ কোন নির্দিষ্ট  subject এর person এবং number অনুসারে পরিবর্তিত হয় না এবং একসাথে verb, noun বা adjective এর মত কাজ করে তাকে verbal বলে।

Infinitive:  to+ v1 অর্থাৎ verb এর base form এর পূর্বে to বসিয়ে verb এর কোন ভাব বুঝালে তা infinitive.

যেমনঃ to go, to read ইত্যাদি।

Go---went---gone

এখানে go হল Verb এর base form

Verb এর রূপ তিনটি। যথা present, past এবং past participle. এই তিনটি রূপকে বিভিন্ন বইতে বিভিন্ন নামে লিখতে দেখা যায়। যেমন go কে verb এর present form বলা যে কথা তেমনি  verb word বা base form বা simple form বা v1 বলে ডাকা একই কথা। অর্থাৎ জিনিস এক কিন্তু ডাকা ভিন্ন।

 

Present

Past

Past Participle

Go

Went

Gone

  • V1
  • Verb word
  • Base form
  • Simple form
  • Verb এর present form
  • V2
  • V.P
  • Verb এর  past form
  • V3
  • V.P.P
  • Verb এর past participle

উক্ত problem related আরো কিছু উদাহরন দেখা যাক

  •  The fourth graders know how to multiply.
  •  We know about Mary’s engagement to James.
  •  The chemistry students know the formula for salt.
  •  Leon knew that his friends would react to his proposition.
  •  He doesn’t know how to dance, but he tries.
  •  Nobody knew how to get to the turnpike yesterday.

আশা করি বুঝতে পেরেছেন।

আমাদের ফেইসবুক পেইজ। আমাদের ব্লগ সাইট

ধন্যবাদ।

Level 2

আমি মোঃ তারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব কাজের টিউন আর চাই
ধন্যবাদ সেয়ার করার জন্য

Level 0

Everything is ok. But it’s also mentioned to be that I know prepostional phrase is what which start with preposition and finish with preposition. As for example (in connection with, in the light of, in search of etc) And adverbial phrase starts with preposition and finishes with noun. Like for example (on the table) but you said ( on the table) as prepositional phrase. So I do not agree with you as you said. Hope you got my point

    The phrase which acts like a preposition is called a prepositional phrase. A prepositional phrase can be consisted by three distinctive ways. That is
    >Starting and ending with preposition (by the way of, by means of etc.)
    >Preposition + noun= (at leisure, behind one’s back etc.)
    >Adjective/adverb+ preposition+ noun or noun equivalent (Lame for life, away from home, far from the fire etc.)
    To identify a phrase nature is totally depending on the phrase meaning. I hope you can get the point.
    Thank you.
    Mr. Anisur Rahaman.