এস.এস.সি-তে ‘জিপিএ-৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ ‘আগামী’ সিম !! জেনে নিন কিভাবে সংগ্রহ করবেন এই সিম ।

বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক দিন পর লিখছি। আশা করি সবাই ভালো আছেন । অনর্থক কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি –
আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত ২ বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর সংবলিত সিম দিয়ে আসছে ।

এরই ধারাবাহিকতায় এবারেও তারা সিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু এই সিম নেওয়ার পদ্ধতি আগের তুলনায় অনেক কঠিন করেছে যা অনেকের জন্য খুবই ঝামেলার হবে । তাই, কিভাবে এই সিম তুলতে হবে তার বিস্তারিত নিয়েই আমার আজকের এই পোস্ট ।

আসুন প্রথমে জেনে নেই কি কি সুবিধা এই সিমের –

  •  দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ২৫ পয়সা/মিনিট ।
  •  অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা ।
  •  ২৫/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে ।
  •  ১ জিবি ডাটা ১০০ টাকায় (২জি) ! মেয়াদ ৩০ দিন ।
  •  ১ জিবি ডাটা ১৫০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।
  •  ২০ এমবি ডাটা ৫ টাকায় (২জি) ! মেয়াদ ১দিন ।
  •  ২০ এমবি ডাটা ৬ টাকায় (৩জি) ! মেয়াদ ১দিন ।
  •  প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ মেগা ডাটা ও ২৫ টি ফ্রী এস.এম.এস. একদম ফ্রী !
  •  স্পেশাল সিরিজের নাম্বার !

সিম পেতে আপনাকে যা যা করতে হবে –

১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5BoardRollPassing yearMobile no লিখে 16222 এ SMS করতে হবে ।
[ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year 2014 , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন । ]

উদাহরণ – GPA5 Dhaka 123456 2014 01************

২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন ।

৩. এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://gpa5.teletalk.com.bd –তে ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে ।

৪. সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে । সাবমিট এ ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে । এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন ।

৫. সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন । এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন । তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন ।

৬.এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে ্নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন । তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন ।

৭. তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন ।

আপাততো আপনার কাজ শেষ ।

সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে ২০/০৭/২০১৪ পর্যন্ত । তারপর আপনি সিম তোলবেন । টেলিটক থেকে জানিয়ে দেয়া হবে কোনদিন থেকে সিম দেয়া শুরু হবে ।

সিম সংগ্রহ করবেন যেভাবে -

১. আপনি পূরণ করার সময় সিম তোলার জন্যে যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন শুধুমাত্র সেই কাস্টমার কেয়ার থেকেই সিমটি সংগ্রহ করতে পারবেন ।
২. সিম সংগ্রহ করার তারিখ দেয়ার পর আপনি যে অভিভাবকের নামে রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই যে ফরমটি প্রিন্ট করেছিলেন তা জমা দিতে হবে ।
৩. আপনাকে অবশ্যই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর এস.এস.সি-র প্রবেশ পত্রের মুল কপি দেখাতে হবে
* এভাবে আপনি আপনার সিমটি সংগ্রহ করতে পারবেন ।

কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে নক করতে পারেন ।

https://www.facebook.com/jubayerkingdom

আগামী টিউনে দেখা হবে । ততোদিন ভালো থাকবেন । খোদা হাফেজ ।

Level 0

আমি সাদাত জুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাদামাটা মানুষ । সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি । প্রযুক্তিকে নিয়ে থাকতে ভালোবাসি । নতুনকে জানার চেষ্টা করি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ফেসবুক আইডিটা কি? কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেসন চলবে? কিভাবে জানতে পারব কবে থেকে সিম দিবে?

আমার আইডি – http://facebook.com/juabayerkingdom

রেজিস্ট্রেশন চলবে ২০/০৭/২০১৪ পর্যন্ত

প্রথম-আলো পেপারে দিবে বা টেলিটকের কাস্টমার কেয়ারে [১২১] ফোন করে জানতে পারবেন ।

Level 0

vai, sim tolar somoy ki taka lagbe?????????? apnar fb id to not found dekhay……..

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য…।
ভাই আজ HSC এর আডমিশন রেজাল্ট দিবে। কোন সাইটে দিতে পারে জানালে ভালো হতো…।

@Kinetic multimedia: আপনাকেও……..

ভাই, আমি ২০০৯ এ এস এস সি তে জিপিএ ৫ পেয়েছি। আমি কি এই সিম এর জন্য এপ্লাই করতে পারব?

ভাই, আমি 2010 এ এস এস সি তে জিপিএ ৫
পেয়েছি। আমি কি এই সিম এর জন্য এপ্লাই
করতে পারব?

শুধুমাত্র ২০১৩ ও ২০১৪ তে যারা জিপিএ-৫ পেয়েছে তারা এপ্লাই করতে পারবে । ২০১৩ তে যারা সিম তোলেনি শুধু তারা ।

ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

print kora hoiche, ekhon sim deya suru korle ki oikhane deya number e janiye dibe? @
এস. এম. জুবায়ের

vie amar agami sim change hoea youth hoyace. How can i back my agami package ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? PLZ HELP ME ????????????

@মৃন্ময়: না ভাই , পেপারে দিবে । তারপর আপনি যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছেন সেখান থেকে সিম তোলবেন ।

@masum al islam: আগামী প্যাকেজে আসার কোন ওয়ে নাই ।

আমি ২০১২ তে এস এস সি তে এ প্লাস পেয়েছিলাম। আমি রেজিস্ট্রেশন করেছি। আমি এবার ভোটার হচ্ছি কিন্তু আইডি কার্ড না আসায় আমি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারি নাই। এখন আমি যদি সিম না তুলি তাহলে পরবর্তীতে কি নতুন করে নিজের নামে রেজিস্ট্রেশন করে সিম তুলতে পারব?