একটা ডোমেইন কিনবেন ভাবছেন ? দেখেন

হ্যালো টেকটিউন্স,

কেমন আছেন সবাই, কি করতেছেন অনলাইনে কে ?

ডোমেইন নেম একটা ওয়েবসাইটের মুল আকর্ষন বলা যায়, সবথেকে প্রয়োজনীয় দিক ও বলা যায়, আজকে এ নিয়ে কিছু কথা বলি, কাজে লাগতে পারে।

ডোমেইন কি ?

ডোমেইন উউউউউউ একটা নাম ! একটা ওয়েবসাইট কে আমরা যে নামে চিনবো, সেটাই একটা ডোমেইন। যেমন এখানে techtunes.io একটা ডোমেইন , আবার facebook.com এটাও একটা ডোমেইন। বুঝাইতে পারলাম ?

ডোমেইন কত প্রকার ?

বেসিক ভাবে আমি বলবো ডোমেইন দু রকম, পেইড ডোমেইন , আর ফ্রি ডোমেইন। অনেকে দেখি প্রিমিয়াম ডোমেইন এর কথা বলেন, আসলে প্রিমিয়াম ডোমেইন সেইটারেই বলা যায় যেটা অনেক পপুলার বা অনেক দাম দিয়া কেনা লাগবে, যেমন sex.com কিনতে হইলে আপনারে কত লাখ টাকা খরচ করতে হবে আমার কোন ধারনা নাই।  😎 ফ্রি ডোমেইন হইতে পারে .tk .ml .ga .cf এগুলা।  আর পেইড তো চেনেন ই, .com .net .org .in .gov এগুলা সব ই পেইড, অর্থাৎ টাকা দিয়া কিনতে হয়।

এখন মুল লেখায় আশা যাক।

সিকিউরিটি বা কোথা থেকে কিনবেন এ নিয়ে বেশ কজন লিখছেন,আমি একটু অন্য কিছু নিয়া লেখি।

একটা ডোমেইন নাম ঠিক করার জন্য কয়েক টা দিকে লক্ষ্য রাখা দরকার, আসেন দেখা যাক কি কি।

১। আপনার কম্পানী বা সাইট কি বিষয়ে এর সাথে নামের মিল থাকা সবথেকে জরুরী। ধরলাম আপনার একটা টেকনলজি ব্লগ আছে, সেটার নাম যদি দেন ছ্যাকা ডট কম কেমন হয়ে যায় না ? 😀 সো, কি বিষয়ে সাইট টা, সেদিকে খেয়াল সবার আগে রাখেন।

২। নাম টা সহজে উচ্চারন করা যায় সেদিকে খেয়াল রাখা আরো দরকার। এক্স ওয়াই ডী ডী এস নেট কম টাইপ ডোমেইন নাম আমি নিজেই ভুলে যাবো, আপনার সাইটের নাম আপনিও ভুলে যাইতে পারেন 😀 , সো সোজা কিছু খুজে বের করেন ।

৩। নাম টার বানান যাতে সহজ হয়, বোঝা যায় নাম থেকে সাইট টা কিসের সেদিকে খেয়াল রাখেন।

৪। বড় নাম সবাই ই ভুলে যায়, সো ডোমেইন নেম টা ছোট করার চেষ্টা করেন। ৬ - ৮ সংখ্যার মধ্যে হলে ভালো হয় , মানে ডট এর আগে ৫ - ৮ টার মধ্য রাখেন ।

৫। সিমিলার ডোমেইন নেম ঃ সাবধান বস ! বড় কোন সাইটের নামের সাথে মিল রেখে ডোমেইন কিনলে আপনার সাইট ও বড় হবে এইটা বিশাল বড় একটা ভুল ধারনা ।

আপনার সাইটের নাম আপনি ঠিক করবেন, অন্যদের কাছ থেকে কপি করে বড় হবার সপ্ন দেখা টা বোকামী। নিযে ইউনিক কিছু খুজে বের করেন। অন্যদের থেকে মিল যতটা কম থাকবে তত ভালো। ( একটা সিক্রেট হলো, ধরেন আজকে আপনি নাম দিলেন টেকটিউনার ডট কম , এটা দেখে আমার টেকটিউন রেই মনে পড়বে , আমি এখানেই আসবো, আপনার টায় যাবো না  😳 )

৬ । আরেক টা হাস্যকর ব্যাপার হলো, ডোমেইন নেম কেনার মত ব্যাপারেও কেউ বানান ভুল করতে পারেন এটাও দেখা লাগে ইদানিং, ইভেন আমার কিছু ক্লায়েন্ট ও কিনে এনে আমারে দেন, আমি আগে কিছুক্ষন হাসি । 😀 সো, বানান ভুল কইরেন না অন্তত ইংরেজী নামের বেলাতে।

৭। হুম্মম , ধরেন অনেক ইউনিক নেম খুজে বের করলেন কয়েক দিন চিন্তা করে, বাট সেটা খালি আছে তো ?ডোমেইন টা এখনো অবিক্রিত আছে কিনা।  চেক করেন এখান থেকে

৮। আমাদের দেশে .com টাই বেশী চলে, অনেকের ধারনা অন্যগুলো এমনিতেই পাওয়া যায় !!!!!!! না বস, .org .net সবগুলোই টাকা দিয়া কেনা লাগে। এখন আপনার সাইট কিসের উপরে সেদিকে খেয়াল রাখেন, অনেক ডোমেইন ই আছে, টিভি চ্যানেল এর জন্য .tv যেমন আছে, তেমনি শিক্ষা মুলক সাইট এর জন্য .edu ও আছে।

যাক, লেখা টা আপনার কাজ়ে লাগলে আমি সার্থক, এর আগে এটা আমার সাইট http://www.Fajlami.com এ প্রকাশিত। এটার ডোমেইন এমুন কেন এই প্রশ্ন করে আমাকে বিচলিত করবেন না ।  🙄 আমার টেকটিউন্স টিউন গুলোর আপডেট পেতে পারেন আমার ফেসবুক আইডি তে। ধন্যবাদ

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস আমি একটা কিঞ্ছি ১৫ তারিখে http://www.tunedunia.com বাট ওয়াপকা দিয়ে বানাইছি সহজ হয়ছে তাই আমাকে আপনার কোণ টিউটরিয়াল লিঙ্ক দেন যাতে ভাল সাইট বানাতে পারি

Level 0

অনেক কিছুই শিখলাম,,,,
সার্ভার-টার্ভার, হোস্টিং-পোস্টিং ইত্যাদি নিয়া কিছু লেখিয়েন ভাইয়া 😀

    @arvin blue: হোস্টিং পোস্টিং বুঝলাম রে, সার্ভার ও বুঝলাম, টার্ভার নামে কিছু আমি চিনি না 😀

আপনার ফাজলামী .কম সাইটে ‘ডোমেইন চেকার’ বসাইছেন।
এখন এটাকে যে লোকে ফাজলামী ভাববে তার কি নিশ্চয়তা :p
এখানে তো আমার মনে হচ্ছে আপনার ডোমেইনটা আপনার উহাহরণের ছ্যাক .কম এর মতই হয়ে গেছে।

যাহোক, পোস্ট ভাল লিখেছেন।নিয়মিত লেখা চালিয়ে যান …

    @জাবেদ ভূঁইয়া: আসলে ঘটনা তা না ভাই 😛 পোস্ট লিখতেছিলাম কাল দুপুরে, মাথায় হুট করেই চিন্তা আসলো ডোমেইন চেকার এর কোডিং কেমন হইতে পারে। কয়েকটা ঘেটে দেখলাম সেগুলো জাভাস্ক্রিপ্ট আর রিচ কোডিং দিয়ে করা, মোবাইল দিয়ে লোড নেয়া বেশ কষ্টকর। সো একটা সিম্পল আমিই খুজে বের করে খানিক টা এডিট করে বানিয়ে ফেললাম। সব ডিভাইস দিয়েই এ্যাক্সেস করা যাবে, রিস্পন্সিভ ডিজাইন।

    না এরকম কোন সার্ভিস ফাজলামী ডট কমে নাই, থাকবেও না 😛 😛 আপনাকে ধন্যবাদ।

আমার মন্তব্যের ভুল ঠিকঃ ভাববে = ভাববে না এবং ছ্যাক = ছ্যাক হবে।

আমার মন্তব্যের ভুল ঠিকঃ ভাববে = ভাববে না এবং ছ্যাক = ছ্যাকা হবে।

    @জাবেদ ভূঁইয়া: বুঝে নেয়ার অভ্যাস আছে ভাই, এগুলো তো খুবি সহজ 😛 😛

Level 0

ভাই আপনার সাইট কি প্রতিদিন একবার কইরা চেঞ্জ করেন নাকি 😀

Thanks For this Post @Shahariya Shimul vai.

I need to know something
.com.bd has default websaite btcl. is there any default website to buy .com, .org, .net domain.