হ্যাকিং/ফ্রিলেন্সিং শিখতে চান কিন্তু ইংলিশ পারেন না ! বড়দের ইংরেজি শিক্ষা !

আস সালামু আলাইকুম

আমার ফ্রেন্ডলিস্টের অধিকাংশই ফ্রিলেন্সার। এই ইন্ডাস্ট্রির লোকজন সকাল বিকাল বিদেশিদের সাথে ইংরেজি কপচাইতে থাকে। নিশ্চিন্তে ধরে নিতে পারি, প্রায় সবাইই কমবেশি ইংরেজিতে ভালো। তবে আমি এমনো দেখেছি, খুবি ভালো কাজ জানার পরও শুধু ইংরেজিতে পিছিয়ে থাকার কারণে অনেকে মার্কেট থেকে কোন কাজ আনতে পারেন না।

আজকে একজনকে লিখতে দেখলাম- "আমি টিউটসপ্লাসে পিএইচপি'র এডভান্স কোর্স দেখছি। কিন্তু আমি এমেরিকান ইংরেজি বুঝছিনা। কারন, এইখানে বাংলাদেশে শিক্ষা ব্যাবস্থা আমাদের ২০০ বছর আগের ব্রিটিশ ইংরেজিই শিখায়। এইটা আমার ভুল না। আমি নিজে নিজেই উন্নতি করতে চাই।"

কথা কিন্তু সত্য। যাই হোক, এই ভদ্রলোকের স্ট্যাটাসে কমেন্ট করতে গিয়ে ইংরেজি শিখতে আমি যেসব টুল ইউজ করি সেগুলো বাইর করলাম। মনে হলো সবার সাথেই শেয়ার করি। কারো কারো কাজে লেগে যেতেও পারে।

আমি ইংরেজি শিখার সবচে ভালো যেই ওয়েবসাইটটা পেয়েছি, তার নাম ইংভিড। http://www.engvid.com , ৯জন টিচার, বিগিনার, ইন্টারমিডিয়েট, এডভান্স তিন ক্যাটাগরিতে সব মিলিয়ে ৬৭৪টি লেকচার, প্রায় প্রতিদিনই নতুন লেকচার আপলোড করা হয়। এবং, পুরোটা ফ্রি। শিক্ষকরা সবাই নেটিভ, দীর্ঘদিন ইংরেজি শেখাচ্ছে এবং বিভিন্ন দেশে পড়িয়ে অভ্যস্ত। প্রতিটি ভিডিও লেসন অত্যন্ত যত্ন করে বানানো এবং প্রতিটি লেসনের নিচে শিক্ষার্থীরা সেই লেসন নিয়ে আলোচনা করতে পারেন। এই শিক্ষার্থীরা বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির। এতো গোছানো একটা প্ল্যাটফর্ম আমি আর দেখিনি। অন্তত ফ্রি নয়।

ইংভিডের একটা গুরত্তপূর্ণ ফিচার উল্লেখ করতে ভুলে গেছি, তাই এডিট করে দিলাম। ইংভিডে প্রতিটা লেসনের পরে কুইজ টেস্ট হয়। টেস্টে পার্টিসিপেট করে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সম্পূর্ণ লেকচারটা বুঝলেন কিনা তা নিশ্চিত হতে পারেন।

তারপর আসেন ইউটিউব। ইউটিউবে আমার সবচে প্রিয় ইন্সট্রাক্টরের নাম- ফিলোচকো। তিনি ব্ল্যাক আমেরিকান। থাকেন রাশিয়া। ওখানে ইংরেজি পড়ান। ভাই বিশ্বাস করেন, এই লোক পাছায় লাথি দেয়ার মতো লোক- this guy's kick ass!! এই লোকের কাছেই আমি জেনেছি, এমেরিকায় কোন মেয়েকে মধ্যমা দেখিয়ে

"ফাক ইউ" বলতে পারবেন, কিন্তু কোন "ব্ল্যাক" ব্যাক্তিকে "নিগার/ নিগ্রো" বলতে পারবেন না। এমেরিকায় একটা মেয়েকে দেয়া সবচে নোংরা গালিটা হলো- "কান্ট" ( অথচ এইখানে টিচাররা নিয়মিত বলেন- আই কান্ট, হি কান্ট, শি কান্ট, দে কান্ট , can't কখোনোই "কান্ট" নয়!)। "বিগ এস" আর "বিগ এস ওম্যান" এক নয়, বরং সম্পূর্ণ বিপরীত অর্থবাহী। donkey কিভাবে butt হলো। how ass becomes ass!!
শুরু করলে শেষ হবেনা। তার প্রতিটা লেকচার এতো মজার, একবার দেখা শুরু করলে আপনার নেশা ধরে যাবে। তার চ্যানেলের নামঃ American Slang with Philochko । লিঙ্কঃ https://www.youtube.com/channel/UC02LvI6Ey3MonxQu8mB7wzg

ব্যাক্তিগতভাবে আমি ব্রিটিশউচ্চারণ পছন্দ করিনা। "ওয়র্ক" কে হাস্যকর ভাবে "অোউঅক" বলা দেখলে গা চুলকায়। তারপরেও আমি এই দুজন ব্রিটিশ টিচারকে অত্যন্ত পছন্দ করি।

জেইডঃ https://www.youtube.com/user/englishfriend
জেইড ইংভিডেও পড়ান। তবে আলাদা চ্যানেলে আলাদা

ভিডিও দেন।

এংলো লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCaRMivfyupj3ucUyJbZbCNg

আমার দেখা সবচে সুন্দরী টিচার ভেলেন। উনার মতো টিচার থাকলে- আমি ইংরেজিতে ৮০ পেতুম।
https://www.youtube.com/channel/UCgzuT-fpJiyThTUlMiFRCKQ

আরও যে চ্যানেলগুলো আমি পছন্দ করি।

ডুইং ইংলিশ উইদ জুলিয়ান- https://www.youtube.com/channel/UC1ZSvn6VIWqM68J_2USwH3Q

ভয়েস অব এমেরিকা- https://www.youtube.com/channel/UCKyTokYo0nK2OA-az-sDijA

মিস্টার ডিঙ্কুম- https://www.youtube.com/channel/UC8pPDhxSn1nee70LRKJ0p3g

র‍্যাচেলস ইংলিশ- https://www.youtube.com/channel/UCvn_XCl_mgQmt3sD753zdJA

আমার লেখা কিছু ইংলিশ শিখার টিউটরিয়েলঃ

১। Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন।

২।Freelancer-দের ব্যসিক English শিখার এক অসাধারণ আসর

৩।Tag question কি কেন? কিভাবে করবেন ? (ssc লেভেলের একটা শিট)

{এই দুই লেখা (লিঙ্কের লেখা) আমার নিজের, বাকি এখানের পুরা লেখাটা আমি মেইন লেখকের  অনুমতি নিয়ে পোস্ট করলাম  }

একজন গ্রাজুয়েট করা ইংরেজের শব্দভাণ্ডার থাকে ১৫০০০। আমাদের দেশে একজন গ্রাজুয়েটের ভান্ডারে ১০০০০ শব্দ থাকেই। তারপরেও আমরা পারিনা। প্রথমত এক্সেন্ট। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় শব্দ দিয়ে আমাদের ভান্ডার ভর্তি। ভাই, অই শব্দটির অর্থ আমাকে কেন জানতে হবে, যেই শব্দটা আমি জীবনেও ব্যাবহার করবো না? বি প্র্যাক্টিকাল ড্যুড! আর এক্সেন্টের ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য যেকোন একটি এক্সেন্ট হলেই চলে। কিংবা সব মিলিয়ে একটি জগা খিচুড়ি। তবে ইন্ডিয়ান ইংরেজি এরিয়ে চলুন। এদের মতো খারাপ ভাবে ইংরেজি কেউ বলেনা, হাহাহা!

শেষে কিছু সোশ্যাল প্রেজুডিজ। ইংরেজি একটা স্কিল। যা চর্চার মাধ্যমে উন্নত করা যায়। কোন ভাবেই তা নলেজ নয়। তাই ইংরেজি ভালো জানলেই কেউ জ্ঞানী হয় না। আবার, ইংরেজি কোন "স্টাটাস" নয়। এইটি জানলেই কেউ "চৌধুরী সাহেব" হয়ে যায়না।

আমি ইংরেজি শিখছি। তাই আপনি কিভাবে আপনার ইংরেজির উন্নতি করেন, আমাকে জানান। আমার কাজে আসতে পারে! ধন্যবাদ।

( I am filled up ! আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেক্টিউন থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি দেখেছি ইংরাজী ভাল বলতে না প্যারার প্রধান কারণ Stock of Word। বাকি নিয়ম কানুন লেগে পরে শিখে নেওয়া যায় কিন্তু Stock of Word-এর ভান্ডার কম থাকার জন্য বেশি এগোনো যায় না। অনেককে এটাও বলতে শুনেছি আমি Stock of Word বারাচ্ছি আবার ভুলে যাচ্ছি, আপনি বলবেন ব্যবহার করলে মনে থাকবে কিন্তু Stock of Word কম থাকার জন্য ব্যবহার করাও যাচ্ছে না। আপনার ভাবনা জানান।

    @writerbuddha: Salam Sorry for late response ! আপনি একেবারে ঠিক কথা বলেছেন limitation of words can be the main barrier to learn english ! yes I believe ! but you can over come this restriction . wait ! i will describe it !
    আপনার লেখাটা আমি ৩ বার porechi. tarpor comment likhchi.
    aponi jokhon bebohar korben tokhon je word er enlish ta paren na oitar bangla bolei practice koren. jokhon aponi dekhben ei word ta aponi partesen na tokhon aponi pore giye dctionary theke dekhe niben. ami ekta example dei
    1. I was felling কিংকর্তব্যবিমুড়
    ami ekhane kingkortobbobimur er englishta janina ami eitar banglai use korlam er por dictionary theke dekhe pore shikhe nebo. taileee ei dictionary dekhe ber kora sharrthok hobe

দারুন লিখেছেন, আপনার টিউনটি পড়ে ইংরেজী শিখতে নতুন করে Inspired হলাম ।

অনেক ধন্যবাদ টিউনটির জন্য। আপনারা আছেন বলেই টিটি এখনো সুন্দর।

অনেক সুন্দর টিউন

Level 0

bro……….english shekhar jonne bangla kono vedio tutorial ase, can u plz share

Level 0

thanks for tuning……try kore dekhbo 🙂