ইলেকট্রনিক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য এডুটিউন্স

আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পরতেছেন তাদের ৫ম পর্বে ইক্যাড নামে একটি সাবজেক্ট রয়েছে। এর মাধ্যমে ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন এবং সিমুলেশন শিখানো হয়। কিন্তু অত্যান্ত দূভাগ্যের ব্যাপার হল অধিকাংশ প্রতিষ্ঠানে তা ভাল করে শিখানো হয়না। আমি আমার ছাত্রদের শিখানোর জন্য যথা সাধ্য চেষ্টা করে থাকি। কিন্তু এই সেমিস্টারে আমার মাথায় একটা চিন্তা এল যে আমি যাদি সব পলিটেকনিকের ছাত্রদের শিখাতে পারতাম তাহলে আরো ভাল হত। তাই প্রত্যেকটি ক্লাসের ভিডিও টিউটরিয়াল তৈরি করা শুরু করেছি। আপনাদের ইচ্ছা এবং সহযোগিতা পেলে তা চেইন টিউন হিসাবে দিতে চাই।

আর একটি বিষয় যারা এখন আর ছাত্র না কিংবা অন্য কোন ডিপার্টমেন্টে পড়েন তারা ও ইচ্ছা করলে শিখতে পরবেন।

Level 0

আমি এম আরিফুল ইসলাম। Instructor, Sylhet Polytechnic Ins. বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ২০১০ সালে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার/ম্যানেজার হিসাবে কাজ করেছি। ২০১৩ এর জানুয়ারি থেকে সিলেট পলিটেকনিক এর ইলেকট্রনিক্স বিভাগে ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছি। শিখা আমার নেশা আর শিখানো আমার পেশা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

avabe post na kore direct post kora suru koren

শুরু করেন।

valo hobe..

যত তারাতারি সম্ভব শুরু করুন। we are waiting……

Thanks. Please Start now. We waiting for it dear sir.

শুরু করেন।আমি ইলেকট্রিক্যালের ছাত্র। আমারও দরকার আছে।

শুরু করেন