আসুন হিসাব বিজ্ঞান সম্পর্কে জানি (যারা একদম নতুন তাদের জন্য)

হিসাব বিজ্ঞান পর্ব-০১
(হিসাব বিজ্ঞানে যারা একদম নতুন কিংবা যারা basic সম্পর্কে জানতে চান তাদের জন্য এই টিউনি। যদি আপনাদের সাড়া পাই, তাহলে নিয়মিত টিউন করার জন্য চেষ্টা করব।)

আজকের বিষয় হল:- ফরমায়েশ এবং লেনদেন
ফরমায়েশ কি?

=> ফরমায়েশ হল কোন পণ্য-দ্রব্য ক্রয় করার জন্য লিখিত একটি পত্রকে বুঝায়। অর্থাৎ কোন পণ্য ক্রয় করার ইচ্ছা প্রকাশ করে লিখিত কোন পত্রকে নির্দেশ করে।

উদাহরণ দ্বারা বিষয়টা আরো ভালভাবে বুঝা যায়। ধরা যাক, জামাল ১০,০০০ টাকার পণ্য ক্রয় করার জন্য কামালকে একটি পত্রের মাধ্যমে জানালো। জামালের এই লিখিত পত্রটিই হল ফরমায়েশ।

বিঃদ্রঃ ফরমায়েশ কোন লেনদেন নই।তাই এটি কোন হিসাবে হিসাবভুক্ত করা হয় না।

লেনদেন(ক)

হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হিসাবের মূল ভিত্তি হল লেনদেন।

লেনদেন শব্দটি ভাংলে দুটি শব্দ পাওয়া যায়। যথা:- লেন ও দেন। এখানে লেন শব্দের অর্থ হল লওয়া বা গ্রহণ করা এবং দেন শব্দের অর্থ হল দেওয়া বা দান করা।সুতারাং লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হল গ্রহণ ও দান অর্থাৎ আদান-প্রদান।

লেনদেনের সৃষ্টি বা উৎপত্তিঃ

লেনদেন সাধারণত ঘটনা থেকে সৃষ্টি হয়। তবে এই ঘটনা অবশ্যই আর্থিক সম্পর্কিত হতে হবে। অর্থাৎ অর্থের পরিবর্তন হতে হবে।

উদাহরণ দ্বারা বিষয়টি আরও স্পষ্ট করে বুঝা যায়, ধরি
কামাল বাজারে গেল। সে ২০০ টাকার তরকারি এবং ৩০০ টাকার মাছ কিনল। তারপর সে রিক্সায় করে বাসায় ফিরে আসল।রিক্সাওয়ালাকে ৫০টাকা ভাড়া দিল।
এখানে কামাল বাজারে যাওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত সবগুলো এক একটা ঘটনা। তবে এখানে তরকারি ক্রয়, মাছ ক্রয় এবং রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়া সবগুলো আর্থিক ঘটনা। এইগুলো হল লেনদেন।

আজ এই পর্যন্ত লেনদেনের বাকি অংশ নিয়ে পরের টিউনে আলোচনা করা হবে।

কারও কোন সমস্যা, মতামত জানাতে টিউমেন্ট করুন।কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
ফেইসবুকে আমি: http://www.fb.com/jowel.uddin

Level 0

আমি joweluddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস