এমন কিছু বাক্য যা দ্রুত ইংরাজি বলতে শেখাবে Spoken English Bangla Tutorial Speaking practice

আজ আমরা শিখব এমন কিছু বাক্য যা আপনাকে দ্রুত ইংরাজি বলতে শেখাবে। this spoken English bangla tutorial is for the beginners. ইংরেজি শেখার সহজ উপায় –English speaking practice through Bengali. এখানে প্রতিটি বাক্যের বাংলা সহ ইংরাজি দেওয়া আছে। যা আপনাকে খুব দ্রুত ইংরাজি শিখতে সাহায্য করবে। আমি এখানে এমন কিছু বাক্য ব্যবহার করেছি যা আপনি আপনার প্রতিদিনের জিবনে ব্যবহার করেন। তাই চেনা বাক্য দিয়ে আপনি খুব সহজেই ইংরাজি শিখতে পারবেন।

 

কিভাবে দ্রুত ইংরাজি শিখবেন?

আজকের দিনে সবার ইংরাজি জানাটা খুবই প্রয়োজন। কিন্তু অনেকেই ভয় পেয়ে ইংরাজি শেখা ছেড়ে দেন। কারন তারা সঠিক উপায় না পেয়ে দিশাহারা হয়ে পড়েন। কি করবেন কিংবা কোথা থেকে শুরু করবেন সেটাই ঠিক করে উঠতে পারেন না। কেউ করেন সারা জীবন শুধু ইংরাজি গ্রামার শিখে যান, কিন্তু শেষ জীবনে এসেও এক লাইনও ইংরাজি বলতে পারেন না। কারন তিনি কোন দিন ইংরাজি বলার চেষ্টাই করেন নি। যদি অনাকে লিখতে দেওয়া হয়, তখন তিনি খুব সুন্দর করে গ্রামারের নিয়ম মেনে লিখে যেতে পারেন পাতারপর পাতা।

আবার অনেকে আছে ছোটো বেলা থেকে শুধু ওয়ার্ড মুখস্ত করে যান, পারলে ডিকশানারি টাই মুখস্ত করে ফেলেন। কিন্তু সমস্যা সেই একটা জায়গায়। সব ওয়ার্ড জানেন কিন্তু একটা বাক্য বানাতে পারেন না। আসলে তিনি জানেন না যে কিভাবে একটা ইংরাজি বাক্য গঠন হয়? যদি জানতেন তাহলে খুব সহজেই ইংরাজি বলতে পারতেন। আসলে তিনি চোখ কান বন্ধ রেখে শুধু করে গেছেন।

আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই- ভাবুন আপনি কিভাবে বাংলা বলতে শিখেছেন। বাংলাতেও কিন্তু গ্রামার আছে আর তা না জেনেও আপনি দিব্যি বাংলা বলে যেতে পারেন। আপনাকে ইংরাজি টাও সেই ভাবেই শিখতে হবে। আপনি ওয়ার্ড জানেন এবার আপনাকে বাক্য শিখতে হবে। তাহলেই আপনি দ্রুত ইংরাজি বলতে পারবেন। আমার মনে হয় না এর থেকে আর কোন সহজ উপায় আছে ইংরাজি শেখার জন্য। আপনি প্রতিদিন যে বাক্যগুলি বাংলায় বলেন সেগুলির ইংরাজি শিখতে শুরু করুন দেখবেন আপনি খুব দ্রুত ইংরাজি বলতে পারছেন।

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস