সকল বোর্ড ও ভর্তি পরীক্ষার মার্কশিটসহ রেজাল্ট পাবেন এখন এক অ্যাপে!

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টি কর্তার অশেষ কৃপায় সবাই ভালোই আছেন এবং টেকটিউনস প্রযুক্তির সাথে মেতে আছেন। আজকের আলোচ্য বিষয় অ্যাপ রিভিউ নিয়ে এবং এই অ্যাপটির নাম BD Exam Result: Get PSC, JSC, SSC, HSC, NU Result। তাহলে আর দেরি কেন শুরু করা যাক।

BD Exam Result হল এমন একটি শিক্ষামূলক (Educative) অ্যাপ যার মাধ্যমে বোর্ড ও ভর্তি পরীক্ষার যাবতীয় সকল রেজাল্ট জানতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে খুব সহজ ও তাড়াতাড়ি উপায়ে পি.এস.সি (PSC), জে.এস.সি (JSC), এস.এস.সি (SSC), এইচ.এস.সি (HSC), অনার্স (Honours), ডিগ্রি (Degree), মাস্টার্স (Masters) ইত্যাদি পরীক্ষার রেজাল্ট মার্কসিটসহ দেখতে ও জানতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে। BD Exam Result এর মাধ্যমে দুই উপায়ে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

  1. অন-লাইন (শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে)
  2. অফ-লাইন (এস.এম.এসের মাধ্যমে)

অন-লাইন (শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে)

আগের চেয়ে আরও দ্রুতগতি ও সহজে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন আপনার কাঙ্খিত পরীক্ষার রেজাল্ট। সহজ ও তাড়াতাড়ি অন-লাইনের মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য অ্যাপের সংযূক্ত করা হয়েছে একাধিক শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট। যদি কোন ওয়েবসাইট অতিরিক্ত লোডে রেসপন্স না দেয় তাহলে আরেক ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাঙ্খিত পরীক্ষার রেজাল্ট জানা যাবে এবং পরিক্ষার মার্কশিট (marksheet) পাওয়া যাবে।

অফ-লাইন (এস.এম.এসের মাধ্যমে)

এখন শুধুমাত্র এস.এম.এস পাঠিয়ে যেকোন বোর্ড এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট জানা যাবে এক ক্লিকে। এ প্রক্রিয়ায় পরীক্ষার্থীর রোল নং এবং বোর্ডের নাম নিবার্চন করে যে কেঊ যেকোন মূহুর্তে এস.এম.এসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবে (চার্জ প্রযোজ্য)। গ্রামীনফোন, এয়ারটেল, রবি, টেলিটক, বাংলালিংক সিমের মাধ্যমে যেকোন জায়গা থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই এস.এম.এসের মাধ্যমে জানতে পারবেন আপনার পরীক্ষার রেজাল্ট।

 

যে যে বোর্ড পরিক্ষার রেজাল্ট সাপোর্ট করেঃ

  • ঢাকা বোর্ড (Dhaka Board)
  • কুমিল্লা বোর্ড (Comilla Board)
  • চট্টগ্রাম বোর্ড (Chittagong Board)
  • রাজশাহী বোর্ড (Rajshahi Board)
  • যশোর বোর্ড (Jesshore Board)
  • বরিশাল বোর্ড (Barishal Board)
  • সিলেট বোর্ড (Sylhet Board)
  • দিনাজপুর বোর্ড (Dinajpur Board)
  • ময়মনসিংহ বোর্ড (Mymensingh Board)
  • মাদ্রাসা বোর্ড (Madrasha Board)

 

যদি এখনও প্রশ্ন থাকে এই অ্যাপ থেকে আমরা কি কি পেতে পারি তাহলে একবাক্যে বলা যায়ঃ

  • পি.এস.সি পরীক্ষার রেজাল্ট (PSC exam result)
  • জে.এস.সি পরীক্ষার রেজাল্ট (JSC exam result)
  • এস.এস.সি পরীক্ষার রেজাল্ট (SSC exam result)
  • এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট(HSC exam result)
  • অনার্স পরীক্ষার রেজাল্ট (Honours exam result)
  • ডিগ্রি পরীক্ষার রেজাল্ট (Degree exam result)
  • মাস্টার্স পরীক্ষার রেজাল্ট (Masters exam result)
  • অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট (Honours admission result)
  • ডিগ্রি ভর্তি পরীক্ষার রেজাল্ট (Degree admission result)
  • মাস্টার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট (Masters admission result)
  • এবং সকল পরীক্ষার মার্কশিট (marksheet)

যদি এইটুকু পড়ে অ্যাপটিকে প্রয়োজনীয় মনে হয় তাহলে অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে।

 

এক নজরে এই অ্যাপের প্রধান কিছু বৈশিষ্ট্যঃ

  • খুব সিম্পল এবং সুন্দর পরিপাটি ডিজাইন
  • সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট জানা যায়
  • জানা যায় ভর্তি পরিক্ষার রেজাল্টও
  • অনলাইন ও অফলাইন এই দুই উপায়ে রেজাল্ট পাওয়া যায়
  • রুট, নন-রুট উভয় ডিভাইস সাপোর্টেড
  • অ্যাপের সাইজ মাত্র ৩ মেগাবাইট

 

পারমিশন নোটিশঃ

Internet, Access network state: ইন্টারনেটে রেজাল্ট দেখা ও অ্যাড শো করানোর জন্য

Read phone state: সিম অপারেটরের নাম জানার জন্য

Send SMS: এস.এম.এসের মাধ্যমে রেজাল্ট জানার জন্য

 

BD Exam Result বিশ্বের সেরা একটি শিক্ষামূলক (Educative) অ্যাপ। যে কোন পরীক্ষার রেজাল্ট জানার জন্য সেরা এই অ্যাপটি মিস করবেন না! তাই অ্যাপটি বিনামূল্যে এখনই ডাউনলোড করুন!

 

বিশেষ দ্রষ্টব্যঃ কিছু কিছু জিনিষ সহজে বোঝানোর জন্য বাংলা এবং ইংরেজি এইভাবে মিশ্রণ করে লেখা। তাই কোথাও কোনো অস্পষ্টতা বা তথ্যগত ভুল চোখে পড়লে অনুগ্রহ করে টিউমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপডেট করে দিতে চেষ্টা করব। এছাড়াও টিউন সম্পর্কে আপনার যে কোনো গঠনমূলক আলোচনা, সমালোচনা, মন্তব্য একান্ত কাম্য। ধন্যবাদ এতটা সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস