বই পর্যালোচনা প্যারাডক্সিক্যাল সাজিদ

টিউন বিভাগ এডুটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

السلام عليكم ورحمة الله

👉সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি👈

আশা করি সবাই ভালোই আছেন। আমি ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি।

আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেনসেটিভ। আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে ইন্টারনেটে বা অন্য কোনো সময় এ কুরআন, হাদীস বা ইসলাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইসলাম এর শত্রুরা বিশেষ করে নাস্তিকরা কটূক্তি করে থাকে, বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে ইসলাম কে পদদলিত করতে চায় তারা। এমতাবস্থায় আমাদের যাদের শরীরে বিন্দুমাত্র ঈমান আছে তাদের রক্ত টগবগ করতে থাকে।
কিন্তু অনেক সময় সঠিক দলিল ভিত্তিক জবাব দেওয়া সম্ভব হয় না। কারণ, আমাদের কাছে সঠিক দলিল ভিত্তিক তথ্য উপাত্ত সবসময় থাকেনা।
তাদের অমূলক যুক্তির জবাব দিতে হলে অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে কুরআন হাদীস সহ অন্যান্য বিষয় বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত জানতে হবে।

এখন আমি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটা হয়তো অনেকে জানেন,
অনেকেই জানেন না, তবে যারা জানেন না তাদের জন্য বলছি, , """"Paradoxical sajid"""
এ বইটি এত এত ভালো তা বলে বোঝানো যাবে না।
এর মাধ্যমে ইসলামের চুড়ান্ত শত্রু যারা ইসলামকে কোনভাবেই সহ্য করতে পারে না, তাদের অমূলক যুক্তি তর্কের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে, , , , ,

অনেকেই হয়তো হার্ড কপি পড়তে চান কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো পড়া হয় না তাই তাদের জন্য এখানে PDF link দেওয়া হলো।
এখান থেকে ডাউনলোড করতে পারেন, , ,
https://drive.google.com/file/d/12wcNFlFMNP-FWfTqiBdma4eXM1YMY7aX/view?usp=drivesdk
যদি ভাল লাগে তাহলে জানাবেন, ২য় বইটি ও দেওয়া হবে ইনশাআল্লাহ।

এবং লাইক টিউমেন্ট শেয়ার করুন যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা ও জানতে পারেন।

এই পোস্টটি করার একমাত্র উদ্দেশ্য হলো এর মাধ্যমে কোন ভাইয়ের মনে যদি সামান্য পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন হয় এবং নাস্তিক বা অন্যাঅন্য বিধর্মীদের ইসলাম সম্পর্কে কটুক্তি বা বিরুপ মন্তব্যের জবাব দিতে পারে।

তাহলে আমার এ পোস্টটি সার্থক হবে।

Level 0

আমি এইচ এম আব্দুস সাত্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

I'm a student of public University. I have come here to learn and shear about technology & also interesting this subject. I hope that we can learn huge knowledge from here for our life.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাঝাকাল্লাহু খাইর।