সেনাবাহিনীর কোন পদবীর কাজ কি? সৈনিক থেকে সেনাপ্রধান পর্যন্ত জেনে নিন

সবাই ভালোই আছেন। আবারো নতুন কিছু নিয়ে চলে আসলাম।

এই সকল ধরনের নিউজ পেতে চোখ রাখুন tipsnewsbd.com

অনেক প্রার্থী আছে যারা – সেনাবাহিনীর মাঠ করতে করতে তাদের পদবী বা RANK গুলো হয়ত অনেকের মুখস্থ হয়ে গেছে –
আজকের টিউনে আমরা সেনাবাহিনীর কোন পদবী কাজ কি এই বিষয়ে আলোচনা করবো –
এবং আপনি যদি সেনাবাহিনীর একজন সদস্য হতে চান তাহলে আজকের টিউন টি আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ

  • সেনাবাহিনীর সকল সদস্যের নির্দিষ্ট কাজের বাহিরেও মাঝে মাঝে অতিরিক্ত কাজ করতে হয় –
    যেমন – যে কোন পরিস্থিতির উপর নির্ভর করে – যে কোন কাজ এর দায়িত্ব পালন করার প্রয়োজন হতে পারে ইত্যাদি
    এবং একজন সেনা সদস্য কে এমন ভাবে তৈরি করা হয় – যাতে সে – যে কোন পরিস্থিতি নিজেকে প্রস্তুত রাখতে পারে।

প্রতিটি সদস্যের কাজ নির্ভর করে তার কোর এবং ট্রেড এর উপর 
সৈনিক থেকে কর্পোরাল পদবী পর্যন্ত- এদের কাজ প্রায় একই বলা যায় –

  • যেমন – বিভিন্ন চেক টিউন এ ডিউটি – অফিসার এর রানার – অথবা কোর এবং ট্রেড ভেদে অন্যান্য অফিশিয়াল কাজ ও হতে পারে।
  • সার্জেন্ট পদবী – সার্জেন্ট মোটামুটি একটি দায়িত্ব সম্পূর্ণ টিউন – সার্জেন্ট কে বিভিন্ন সময়ে একটি কোম্পানির সম্পূর্ণ দায়িত্বে থাকা সহ। ইত্যাদি আরো বিভিন্ন কাজ এ দায়িত্বে পালন করার প্রয়োজন হতে পারে।

 

জেসিও 

বা – ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবী পর্যন্ত -এদের কে জেসিও বলা হয় – আর্মি মধ্যম পর্যায়ের অফিসার হল জেসিও এবং সেনাবাহিনীর অফিসার পদবী শুরু হয় এই জেসিও RANK থেকে –
এদের কাজ মূলত সৈনিক থেকে সার্জেন্ট যারা আছে তাদের কন্ট্রোল করা। বা কোন একটি নির্দিষ্ট স্থানের দায়িত্বে থাকা।
সৈনিক থেকে সার্জেন্ট পর্যন্ত যারা আছে তাদের সকল সুবিধা অসুবিধা প্রাথমিক পর্যায়ে জেসিও দের দায়িত্বে থাকে।

 

লেফটেন্যান্ট –

এদের তেমন কোন কাজ থাকে না – নির্দিষ্ট কিছু কাজের দায়িত্বে থাকা সহ ইত্যাদি কাজ করে থাকে।

ক্যাপ্টেন –

বি আর ইউ টিম এর মেডিকেল অফিসার হিসেবে এর দায়িত্বে থাকা ইত্যাদি (ONLY AMC CORE)

মেজর – পদবী –

সাধারণ মানুষ সেনাবাহিনীর আর কোন পদবিকে চিনুক আর না চিনুক এই পদবী টিকে ভালো করেই চিনে –
এটি ক্যান্টনমেন্ট এর একটি খুবি গুরুত্বপূর্ণ পদবী –
একজন মেজর বিভিন্ন দায়িত্বে থাকতে পারে – যেমন একটি কোম্পানির কমান্ডার বা আর্মি মেডিক্যাল এর বিভাগীয় প্রধান বা মেডিকেল অফিসার ইত্যাদি।

এরপর
লেফটেন্যান্ট কর্নেল পদবী থেকে লেফটেন্যান্ট জেনারেল পদবী
পর্যন্ত যারা আছেন তারা বিভিন্ন বড় বড় দায়িত্বে থাকে যেমন একটি ক্যান্টনমেন্ট এর সি এম ই বা জি ও সি ইত্যাদি।

আর সম্মানিত সেনাপ্রধান যিনি আছেন তিনি -সেনাবাহিনীর সকল ভালো মন্দ উপর বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে।
এবং গুরুতর দায়িত্ব পালন করে থাকেন।

বিদ্রঃ –

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম টিপস পেতে আমাদের সাইট টি ভিজিট করতে পারেন।

Level 3

আমি নিলা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।

https://www.tipsnewsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস