আপনার মোবাইল চার্জ দিন যেকোনো ব্যাটারি দিয়ে খুব সহজে !!!!

আসসালামু আলাইকুম  ।  আমরা মাঝে মধ্যেই এমন সমস্যায় পড়ি যে মোবাইল চার্জ করার জন্য বিদ্যুৎ থাকে না । বিশেষ করে গ্রামে বেড়াতে গেলে । কিন্তু সেখানে রেডিও , টিভি কিংবা সোলার প্যানেল থাকলে আপনি খুব সহজেই এগুলোর ব্যাটারি দিয়ে আপনার মোবাইল চার্জ করতে পারবেন । এই বিষয়টি নিয়ে এর আগে একবার টিউন হয়েছে কিন্তু আমার পদ্ধতিটি একটু ভিন্ন ।

এর জন্য যা যা লাগবেঃ

১। একটি যেকোনো ডায়োড

২। ইলেক্ট্রিক্যাল ক্লিপ

৩। তার

৪। অন্য যেকোনো ব্যাটারি

পদ্ধতিঃ

মোবাইল ব্যাটারি এর ঋণাত্মক প্রান্তের সাথে অপর ব্যাটারি এর ঋণাত্মক প্রান্ত যুক্ত করুন । এবার ধনাত্মক প্রান্ত যুক্ত করার সময় মাঝ খানে ডায়োডটি ইস্থাপন করুন। খেয়াল রাখবেন ডায়োড এর যে দিকে ash color আর একটি দাগ থাকে তা যেন মোবাইল ব্যাটারি এর দিকে থাকে ।

এখন অপেক্ষা করুন চার্জ সম্পূর্ণ হওয়ার জন্য। অপর ব্যাটারি এর ভোল্ট যত বেশি হবে মোবাইল ব্যাটারি তত দ্রুত চার্জ হবে।

ধন্যবাদ । ভাল থাকবেন।

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাটারি টিকবে কত দিন? ব্যাটারির কন প্রবলেম হবে না ত।

Level 0

ব্যাটারি নষ্ট হতে খুব বেশি সমই লাগবে না . . . .

ব্যাটারি ওভার চার্জ না হলে কোনও সমস্যা নেই । ব্যাটারির তাপমাত্রা একটু বাড়লেই ভাববেন চার্জ হয়ে গেছে ।

Vaire amne ak din charg dite gia battery er 12 ta bajanor kono mane hoy na coz mobile charjar 3v er moto hoy & mili amp suply dey seikhane 12v/6 vol er bisal amp a battery hert fail korte pare.

    @রোমিও নাহিদ (AIUB EEE): যেভাবে ডায়োড ব্যবহার করেছেন ঠিক সেভাবেই রেজিস্ট্যান্স ব্যবহার করে আপনার প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ফেলুন।

না করবে না । আর এটা সবসময় করতে বলা হয়নি। একান্ত দরকার হলে এই পদ্ধতি ব্যাবহার করবেন। জেনে রাখা ভাল । তাই পষ্টটি করা। এই পদ্ধতিতে অন্য যেকোনো ব্যাটারি ই আপনি চার্জ দিতে পারবেন ।

বেশীর ভাগ মোবাইল চার্জার এর output volt 5 থাকে। সুতরাং 6v এর ব্যাটারি ব্যাবহার করলে তো কোনও সমস্যা ই নেই ।

জেনে রাখলাম 😉

Level 0

valo valo

Level 2

nice

Level 0

অনেক ধন্যবাদ খুব কাজের একটা পোস্ট !

এই পোষ্টটি করার জন্যে ধন্যবাদ, আশা করি এরকম পোস্ট আরও করবেন। আর আরেকটি কথা জানিয়ে দেই ভুয়া চার্জার থেকে সাবধান। অনেকে এর জন্যে মারাও গেছে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/iphone-related-death-could-be-linked-to.html
অনেকে আবার শকও খেয়েছে, এ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/charging-iphone-with-different-charger.html