আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২৩] :: ইলেক্ট্রনিক্সের ব্লাস্ট দিয়েও ফিউজ টিউব লাইট জ্বালান !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন ?
এর আগে আমি একটি টিউন করেছিলাম যার মাধ্যমে ফিউজ টিউব লাইট জ্বালানো যেত ! কিন্তু ওটা সম্ভব হত যদি আপনার ব্লাস্ট ইলেক্ট্রিক্যালের হয় ! কিন্তু বর্তমানে ইলেক্ট্রিক ব্লাস্ট এর ব্যবহার কমে গেছে ! এখন ইলেক্ট্রনিক্সের ব্লাস্ট বা অটো ব্লাস্ট বেশি ব্যবহৃত হচ্ছে ! অর্থাত্‍ যেই ব্লাস্টে স্টার্টার লাগে না ! আজ আমি দেখাবো যে কিভাবে আপনি এই ব্লাস্টের মাধ্যমে ফিউজ টিউব লাইট জ্বালাতে পারবেন ! এর জন্য আপনাকে কোন কম্পোনেন্ট কিনতে হবে না ! শুধু দরকার একটু তার ! প্রথমে ফিউজ টিউব লাইটের নষ্ট ফিলামেন্টের প্রান্ত দুটি বের করুন !

TTC Tunes

এভো মিটার বা সিরিজ ল্যাম্পের সাহায্য নিয়া এটা করতে পারেন ! এবার তার দিয়ে ওই প্রান্ত দুটি শর্ট করে দিন !

TTC Tunes

এবার টিউব লাইটটি ইলেক্ট্রনিক্স এর ব্লাস্টে সেট করুন ! সুইচ দিন ! দেখবেন আলো জ্বলতেছে ! তবে টিউব লাইট যদি খুবই দুর্বল হয় তাহলে যেকোন এক সাইট একটু জ্বলে ভাল প্রান্তের ফিলামেন্টও কেটে যাবে ! এই ক্ষেত্রে ওই টিউব আর কাজ করবে না ! এই তথ্যের ভিত্তিতে আমি প্রায় 6 মাস ধরে একটা ফিউজ টিউব লাইট জ্বালাইতেছি !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এক সময় সার্কিট নিয়ে অনেক গবেষণা করেছি। রাত দিন সার্কিট নিয়েই পড়ে থাকতাম এখন যেমন নেট নিয়ে থাকি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

bondhu apni continue kore jan ami electronic samporke khub interested.r daya kore jodi apnar sathe chat karar kono sujog thake tahole id ta deben, plz

রুবেল ভাই আপনি আমাদের ছেড়ে যাবেন না প্লিজ… কে কী না কী মন্তব্য করেছে তাতে আপনি অভিমান করবেন না। মনে রাখবেন রাগ অভিমান ভাল কিছু বয়ে নিয়ে আসে না। আপনি যেহেতু নিজের জায়াগায় ঠিক আছেন তাই আপনাকে কে কী বল্ল সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই বরং আপনার উচিৎ নিজের ব্লগিং কে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রাগ ও অভিমান করা সঠিক পরিচয় নয়। তাই আপনি পিছনে ফিরে না দেখে সামনের দিকে অগ্রসর হোন। আর নতুন নতুন টিউন আমাদের উপহার দিন।

Level 2

ভাই, যত ভালো কাজই করুন না কেন বাধা আসবেই। তাই বলে ভালো কাজ ছেড়ে দিবেন কেন?
আমি আপনার টিপসগুলো কাজে না লাগালেও খুব ভালো লেগেছে।
দু:খ করবেন না।টিউন বন্ধ করবেন না প্লিজ চালিয়ে যান অনেকের উপকার হচ্ছে নিশ্চয়ই।
যারা দু:খ দিয়েছে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। হলো তো।
তাহলে পরের টিউন কবে দেখছি? অভিমান তো মেয়েদের কাজ।

সত্তি ভাই সবার মত আমিও একমত, আপনার কাজ করে যান, আমরা সঙ্গে আছি.

রুবেল ভাই আশা করি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন, কারণ এক-দু’ জনের খারাপ মন্তব্যর জন্য আপনি টিউন করা বন্ধ করবেন তা ঠিক হবে না। সবাই যে শত% সঠিক মন্তব্য করবে তা সঠিক নয়। আমি জানি আপনি একজন শিক্ষক সে জন্যই আমি আপনাকে বলছি , কারণ আমি নিজেও একজন শিক্ষক।
আমার স্কুল দেখতে এখানে

Level 0

ভাই আপনার মত মেধাবি টিউনার আমাদের দরকার

এতো সহজে হার মেনে যাবেন?? এটা ঠিক না bro…

Level 0

Bhai Rage Gelanto Hara Gelen.

ফালতু লোকে কি বলল তা নিয়ে মাথা ঘামাবেননা। ভাল কাজ করতে গেলে অনেকই হিংসা করে আর বাধা দেয়। ওই বেয়াদবের কথা নাশুনে আমাদের কথা শুনেন। আপনি আপনার টিউন চালাই যান। আপনার সব গুলো টিউন আমি সেভ করে রেখেছি। আশা করব আপনার কাছ থেকে আরও টিউন পাব। আপনি মোবাইল ফোন দিয়ে এই সব টিউন করেছেন শুনে খুবই অবাক হলাম যে মোবাইল ফোন দিয়েও এত ভাল টিউন করা যায়!

Level 2

আমার খুব ছোট বেলা থেকে ইলেক্ত্রনিক্স ভালো লাগত। মাঝে মাঝে কোন জিনিস নিয়া ৩-৪ ঘণ্টা বসে থাকতাম কিছু বুঝতাম না ! এরপর বিভিন্ন ফামিলি গত কারনে ইলেক্ট্রনিক নিয়া র বসা হয় নাই ! ৩-৪ বছর পার হইয়া গেসে ! কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না , কয়েক দিন আগে আপনের একটা পোস্ট দেইখা আমার আবার ছোট বেলার কথা মনে পরে যায়। মনে মনে চিন্তা করে ফেলি যে আমি জেই যব টার জন্য ট্রআয় করসি সেইটা যদি হইয়া যায় তাহলে আমি আলাদা একটা রুম নিব জেইখানে আমার সব সপ্নের ইলেক্ট্রনিক এর জিনিস গুল থাকবে র আমি আবার আগের মত অইগুলা নিয়া বসে থাকব !
কিন্তু আপনের আই পোস্ট দেইখা ত আমার মন তাই খারাপ হইয়া গেলো ।
প্লিস ভাই আপনের সিদ্ধান্ত বদলান ।

ভাই সবার মত আমিও একমত, আপনার কাজ করে যান, আমরা আপনার সঙ্গে আছি। ভাই আপনার প্রায় সব টিউন আমি পরেছি এবং সেই অনুয়াযী কাজ করে অনেক কিছু শিখছি এবং তৈরী করছি। আপনার কাজে কোথা্ও কোন ভুল পাইনি। ‍বিষেশ করে আপনার মোবাইল চার্জার তৈরীর টিউন টা আমার কি জে উপকার হইছে তা আপনাকে বলে বুঝাতে পারবোনা। ভাই আপনি আমাদের ছেড়ে যাবেনা খুব কষ্ট পাব, কে আপনাকে খারাপ মন্তব্য করছে যানিনা তবে তার হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি।

Level 0

প্রিয় রুবেল ভাই। আপনি তো বাচ্চাদের মত কাজ করছেন। রাগবাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আর বাংলাদেশের মিডিয়ার মত কমেন্টের অল্প অল্প অংশ কেটে তুলে দিলেন। কেউ আপনার ভুল ধরিয়ে দিতে পারবে না!! এইটাই কি আরও বীরপুরুষের কাজ হবে না যে, এখানে থেকে নির্ভুল টিউন করা। সবাইকে অনুরোধ করবো নিচের লিঙ্ক থেকে সবগুলো কমেন্ট পড়তে। https://www.techtunes.io/electronics/tune-id/151201

Level 0

ভাই সবার মত আমিও একমত, আপনার কাজ করে যান, আমরা আপনার সঙ্গে আছি। ভাই আপনার প্রায় সব টিউন আমি পরেছি এবং সেই অনুয়াযী কাজ করে অনেক কিছু শিখছি এবং তৈরী করছি
apnar shat a phn a kotha bole o onak help paisi,কিন্তু আপনের আই পোস্ট দেইখা ত আমার মন তাই খারাপ হইয়া গেলো ।প্লিস ভাই আপনের সিদ্ধান্ত বদলান আশা করব আপনার কাছ থেকে আরও টিউন পাব।

ভাই আমি আপনার প্রতিটি টিউন পড়েছি হয়তো কমেন্ট করতে পারিনি। আপনি যে সার্কিটের কাজ গুলো শিখিয়েছেন তার অনেক গুলো তে আমি সফল ও হয়েছি। প্লিজ আপনি আমাদের ছেড়ে যাবেন না। তাহলে আমরা অনেক কষ্ট পাব। এমনও তো হতে পারে ঐ টিউনার আপনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নিজে জনপ্রিয় হবার জন্য আপনাকে সরাবার অপচেষ্টা করছে কিন্তু ভাই অন্য সবার কথা বলতে পারব না আমি ব্যাক্তিগত ভাবে আপনার টিউন+ আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি যদিও উদ্ভিদ বিঞ্জানের ছাত্র তার পরও আমার আসলে ইলেকট্রিকের প্রতি তিব্র আগ্রহ। আর এ আগ্রহ জন্মেছে আপনার টিউন পড়ে । আপনি যদি এঅবস্হায় টিউন করা বন্ধ করেন আমি আমার সব আগ্রহ হারিয়ে ফেলব প্লিজ দয়া করে এ কাজটি করবেন না। আর যদি মনে করেন আপনি সত্যি আর টিউন করবেন না তবে অন্তত্ব আমায় একটু সাহায্য করে যাবেন। আমার সাইট http://www.starboysit.co.cc [email protected]

ভাই আপনার আগের tune সহ সব tune পরছি এর আগের টিউনের এর মন্তব্য গুলো পরে আমারও অনেক খারাপ লেগে ছিল আমিও হলে আপনার মতই সিদ্ধান্ত নিতাম কারন আপনার টিউন দেখলেই বোঝা যায় আপনি খুব মেধা আর পরিশ্রম দিয়ে টিউন গুলো করেন তার উপরে আবার মোবাইল দিয়ে সেটা কতটা কষ্ট সাধ্য টা সবাই যানে । তবে আজকের এই টিউনের মন্তব্য গুলো পড়লে এটাও বুঝতে পারবেন যে তার চেয়ে কত গুন বেশি মানুষ আপনার টিউন পরে এবং আপনার টিউনের গুরত্ত কত টুকু । এই টিউনের কারনে সবাই আপনাকে কতটা আপন ভাবে টা আসা করি এতক্ষণে বুঝতে পেড়েছেন এবং আমার পরে আরও মন্তব্য আপনাকে স্বচ্ছ করে দেবে। যদি আপনি আগের টিউনের মন্তব্য পড়ে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই টিউনের মন্তব্য গুলো পড়ার পড় এর দিগুন টিউন আমাদেরকে খুব শীঘ্রই উপহার দেবেন।আশা করি এত গুলো মানুসের অনুরধ এবং ভালবাসা প্রত্তাক্ষান করার দুঃসাহস আপনি দেখাবেন না। আপনার প্রতি সুভ কামনা রইল ।

Level 0

apnar tune kapor kachar sodar poriborte onno kichu bebohr kora jabe?

Level 0

এভো মিটার বা সিরিজ ল্যাম্পের সাহায্য
নিয়া এটা করতে পারেন Kintu kivabe. Plzz rktu detail diben. Apner ai tune er jonno opekha chilam. 8ta nosyo tubee manage kore bose asi

boss র একটু detail sceenshot din pls amar 2 ta light ase

    Level 0

    রুবেল ভাই, আমাদের কষ্ট দিতে কি আপনার খুব ইচ্ছা করছে? Please ভাইয়া আমাদের ছেড়ে যাবেন না। ইলেক্ট্রনিক নিয়ে আমার কৌতূহলের শেষ নেই। আমার বাসায় এমন কিছু নেই যেটা খুলে দেখিনি। অনেক কিছু নষ্ট করেছি আবার অনেক কিছুই ঠিক করেছি। বুজে না বুজেই ঠিক করে ফেলেছি। আপনার টিউন পরে অনেক কিছুই জানতে পারছিলাম। please আপনি এখানেই থেমে যাবেন না।
    ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমার যত earphone নষ্ট হয়েছে প্রায় সব-ই ঠিক করতে পেরেছি। কিন্তু গতকাল আমার একটা nokia এর অরিজিনাল ৩.৫mm earphone, jack এর কাছে তার ছিরে নষ্ট হয়ে যায়। আমি তারটি কেটে নতুন করে জেক এর সাথে ভালো করে লাগিয়েছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে দুই কানের earphone ঠিক মত কাজ করছে কিন্তু microphone টা এবং সুইসটা কাজ করছে না। আমি অনেক বার নতুন করে লাগিয়ে চেষ্টা করেছি কিন্তু হয়নি। microphone এবং সুইসটা ১০০% ঠিক ছিল। আমার মনে হচ্ছে আমি তার গুলো যথাস্থানে লাগাতে পারিনি। আপনি কি এব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারবেন?

Level 0

আমি এখন পর্যন্তও কোন টিউন করিনি। কিন্তু টেকটিউন্স দেখি অনেক দিন থেকে সাথে রুবেল ভাইয়ের টিউন গুলোও। কারন আমিও এই কাজ গুলো অনেক করেছি। তাই কিছুটা জানি। একটু আগেই আমি আপনার সেই টিউন টা পড়লাম। ওখানে আপনার আর ফইসাল ভাইয়ের তর্ক বিতর্ক দেখে মনে হল একটা কমেন্ট করি। তবে কমেন্ট এ আমি কারো পক্ষ নিচ্ছি না। আপনা্রা দুজনই অনেক জানেন ইলেক্ট্রনিস্ক বিষয়ে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি রুবেল ভাই যা বলছেন তা practical আর ফইসাল ভাই যা বলছেন তা theoretical। Theoretical সবসময় বাস্তবতার সাথে মিল হয়ে না। ওগুলো শুধু বই এই মানায়। ফইসাল ভাই আসুন না আপনি ও practical এ। দেখি কতদূর আগাতে পাড়েন। মনে রাখবেন বাস্তবতা অনেক কঠিন বইয়ের পড়া থেকে। আপনার কথাটা যদি সত্য মনে হয় তাহলে আপনি আবার আসবেন আমাদের মাঝে…

    Level 0

    মুন্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। রুবেল ভাই যে এরকম অভিমান করে বসবে সেটা বুঝলে আমি কোনদিন কমেন্ট করতে যেতাম না। রুবেল ভাই আমার কথায় মনে কষ্ট পেয়েছেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। Sorry রুবেল ভাই। আমরা সবাই চাইতেছি আপনি আপনার Symbian মোবাইল দিয়ে আরও সুন্দর সুন্দর টিউন উপহার দেন। আমরা কিন্তু আপনাকে খুবই পছন্দ করি। আপনার প্রতি সবার ভালবাসার প্রতিদান দেয়া উচিত।
    Theoretical সবসময় বাস্তবতার সাথে মিল হয় না। এটা কোনভাবেই মানতে পারবনা। ছোট বেলা থেকেই ইলেকট্রনিক্সের প্রতি চরম নেশা ছিল। নেশা থেকেই পড়া শুরু করলাম ইঙ্গিনিয়ারিং। General Electric এর গ্যাস টারবাইন বেইজড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকরীর সুবাদে অসম্ভব জটিল কন্ট্রোল সিস্টেম এবং অনেক দেশি বিদেশী এক্সপার্টদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। কখনও দেখিনি বা কখনও কেউ বলেনি Theory এর সাথে বাস্তব মিলেনি। না মেলার কোন না কোন কারন অবশ্যই থাকে, হয় বানানোর সময় ভুল ছিল অথবা কিছু অনুপস্থিত ছিল, কিছু না কিছু গেঞ্জাম তো থাকতেই হবে। গেঞ্জাম ঠিক করে ফেল্লেই মিলে যায়। আমি একটা টিউন করবো LED আর Diode নিয়ে। Theory তৈরি হয় বাস্তবে এক্সপেরিমেন্ট করে। যতক্ষণ না মিলে তো ততক্ষণ সেটা Hypothesis আকারে থাকে যা জনসম্মুখে প্রকাশ কর হয় না। যখন একবারে পারফেক্ট হয় তখনি শুধু আমরা জানতে পারি।
    রুবেল ভাই আশা করি খুব শিগগিরই আপানার নতুন টিউন দেখতে পাব। এর পরও রাগ করে থাকলে আর আমি কি বা করতে পারি।

      @Faisal: কেমন করে আপনি সমালোচনা করেন যে টিউনার কষ্ট পায়? একটা কথা মনে রাখবেন ভুল ধরায় কোন কৃতিত্ব নেই। ভুলগুলো সুন্দর ভাষায় যদি প্রকাশ করতে পারেন তাহলে করবেন অন্যথায় মন্তব্য করার দরকার নেই।
      উনিতো কত কষ্ট করে টিউনগুলো করেছেন সেটা কয়জন করে?
      আমি মনে করি যারা এভাবে ভুল ধরে বেড়ায় তারা আসলে হীনমন্যতায় ভুগে। নিজেরা কিছু পারে না কিন্তু অন্যের সাফল্যে হিংসায় পিছু নেই। 🙁

      @Faisal: ভাই,আপনি তো মহাপন্ডিত।আপনি এতো বুঝেন তো ইলেকট্রনিকস নিয়ে টিউন করেন না কেন।হতে পারে রুবেল ভাই আপনার মত এডুকেটেড পারসন না,কিন্তু কেবল মাত্র টেকটিউনস না পুরা বাংলা ব্লগিং এর জগতে রুবেল ভাই এর অবদান মোটেই ছোট করে দেখার মত নয়।

      আপনার মত বিরাট মনের অধিকারী ব্যাক্তিত্বের জন্য আজ আমরা আমাদের কাছের প্রিয় একজন মানুষকে হারাতে চলেছি।

      নিজেকে বদলে ফেলুন।

      Level 0

      @Faisal: ফয়সাল ভাই আপনি যা বললেন তা সব মানছি। কথাটা আসলে ওভাবে বলা ঠিক হয়েনি। তার
      জন্য আমি ক্ষমা প্রাথী। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমি যখন কোন
      বই থেকে circuit বানাতে গিয়েছি আমি বেশির ভাগ সময়ে সফল হইনি। অথচ বই এ যেভাবে
      আছে টিক সেভাবেই বানিয়েছি। কিন্তু যখন নিজে অভিজ্ঞতা থেকে বা অন্য কারো সহযোগিতায়ে ওটা নিয়ে গবেষণা
      করলাম কিছু parts বদলালাম তখন দেখলাম আগের চেয়ে improve. এ থেকে আমি কি বুঝব
      বলেন ভাই…? হ্যাঁ বলতে পারেন বই এ ভুল ছিল। কিন্তু সব বইয়েই কি ভুল থকবে…?

      @Faisal: বেশি জানলে টিউন করেন…আমরা দেখি আপনি কত জানেন…আর লিখতে না পারলে মুখের মধ্যে দুইটা সিদ্ধ ডিম নিয়ে বসে থাকেন… জ্ঞান জারতে আসবেন না…

        Level 0

        @রেহান খাঁন: উনার টিউন গুলো পড়ে দেখেন, বুঝবেন কত জানে সে।
        ভাই ১ বছর ১১ মাস ধরে এইখানে আছেন। মোট পোস্ট “১”টি। তাও আবার জনগন এর কাছে টাকা(ডলার) চাইলেন।
        দুইটা সিদ্ধ ডিম মনে হয় আপনার মুখে ই আছে এত দিন ধরে।

Level 0

ভাইয়া আপনার অনেক টিউন এ password দেয়া। এই password পাবো কিভাবে?

Level 0

Pls amader chere jaben na.

Level 0

শেষ টিউন!–এর মানে কী ……আর টিউন করবেন না

রুবেল ভাই, আমি ছোটবেলা থেকে ইলেক্ট্রনিক্স হবিস্ট। সেই কারনে এর উপর পডালেখা শেষ করে বর্তমানে জব করতেছি। দীর্ঘ ২০ বৎসর যাবত এই লাইনে আছি। এখন মেশিন অটোমেশন, পিএলসি প্রোগ্রামিং এসব নিয়ে কাজ করছি, পাশাপাশি টিটিতে টিউনও করতেছি। অনেকেই বিভিন্ন প্রকার মন্তব্য করে থাকেন। ভাল মন্দ মিলেই মন্তব্যহয়ে থাকে। আর এই কারনে যদি আপনি ইলেক্টোনিক্স ছেড়ে দেন তা কি ঠিক হবে? খারাপ মন্তব্যের কারনে যদি টিটি ছেড়ে দেন তবে ভাল মন্তব্যগুলির জন্য কি করবেন, তা আপনিই সিধান্ত নিন।

একজনের কথা টিউন করা ছেড়ে দিবেন এটা কেমন কথা? উপরে এতজন আপনাকে সাপোর্ট করছে সেটা দেখবেন না? অবশ্যই সবার কথা চিন্তা করে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। 🙂

ভাই আপনি একজনের কথায় টিউন ছেরে দেবেন ?? আমরা এত গুলা লোক Request করতেছি অথছ আমাদের কথার কোন মুলে নেই ??

Level 0

ভাই একটি কথাই বলবো সমালোচনা আলোচনা থাকবেই। টেকটিউনসকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যান। আশাকরি নতুন টিউন পাবো দ্রুতই

@Rubel bro,
I am a student of class 8. By reading your post I have learnt a lot about Symbian and other pogram. You are my one of the most favourite tuner. I do not want miss your tune. So, Please do not dissapoint me.
Please stay with us.

Level 0

রুবে ভাই, সালাম নিবেন। সত্যি কথা বলতে আপনার টিউনগুলো পড়তে খুবই ভালো লাগে। আপনি চালিয়ে যান আমরা আপনার সাথে থাকব ইনশাআল্লাহ।

নিন্দুকেরা অনেক কথায় বলে তাই বলে তাদের জন্য আমরা একজন সফল টিউনার হারাবা ? ভাই দাবি নিয়ে বলছি আপনি কোন টিউন ই ছাড়বেন না। আমরা আছি আপনার সাথে।টিউনটির জন্য ধন্যবাদ।

রুবেল ভাই আপনাকে অনুরোধ করব টেকটিউনস ছেড়ে না যাবার জন্য।ভাই এতদিনেও বুঝতে পারেন নি যে আমরা সবাই কত ভালবাসি।কে কি বলল,একজন মানুষের জন্য কেন আমাদের সবাইকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবেন।আপনাকে হারালে টেকটিউনস এর ইলেকট্রনিকস ক্যাটাগরিটাই আমরা হারিয়ে ফেলব।

আশাকরি আপনার সিদ্ধান্ত বদলাবেন।

eta kmon kotha vai?????????????
“ora” parena bole apnar tune gulo VUL dorche….tate amader kno kost diben?????????????
plzzzzzzzzzz dont LEAVE us & TT.

Level 0

ami AIUB er final semister EEE er student. acbar electronic shop subject er acta audio amplifier er project nie khub bipode pori. sobseshe solution pai apnar tune pore. plz apni apnar tune chalie jan, amra sobai achi apnar sathe. good luck

Level 0

মনে অনেক বড় চোট পাইলাম। ইদানিং দেখছি টেকটিউন্সে বেশ কিছু মহা পন্ডিতের আবির্ভাব হয়েছে। যারা নিজেরাতো কিছুই করেনা অন্যের শুধু ভুল ধরে। ব্যাপারটা খুব খারাপ লাগে । ভালো হোক আর মন্দ হোক সবার মনে রাখা উচিত কেউ এখানে টাকার জন্য লিখেনা।
আর রুবেল ভাইয়ের প্রতি একটা অনুরোধ থাকবে দয়া করে রাগ না করে আমাদের এই অনুরোধের মূল্য দিতে । ধন্যবাদ

Level 0

ওমা এ কেমন কথা আপনি একজন মানুষের জন্য আমাদের এত বন্ধুদের কষ্ট দেবেন। আপনার পোস্ট গুলি পাসওয়ার্ড প্রটেক্টেড কেন। দয়া করে পাসওয়ার্ড তুলে নেন। আবার ও অনুরোধ থাকবে পাসওয়ার্ড তুলে নেয়ার জন্য।

Level 0

রুবেল ভাই, প্রথম টিউন থেকেই আমি আপনার লেখাগুলো পড়েছি। যদিও আমি ইলেক্ট্রনিক্সে অভিজ্ঞ কোন লোক নই তারপরও আপনার টিউনগুলো পড়ে এমন অনেক কিছু জেনেছি যেগুলো তথাকথিত বিশেষজ্ঞরা মানুষকে সহজে জানাতে চায়না। যেমন ডিসি ২৪ ভোল্ট থেকে কিভাবে মাত্র ১০/১২ টাকা দামের একটি পার্টস ব্যবহার করে ১২ বা ৬ ভোল্ট করা যায় তা আমি আপনার টিউন থেকেই জেনেছি। তাই কে কি বলল তা নিয়ে ভাববেন না। আপনি আপনার টিউন চালিয়ে যান। আমরা আপনার সাথে আছি। সব কাজেই হিংসা করা, দোষ ধরা হিংসুকদের স্বভাব।

মানিনা , মানবোনা, টিউন বন্ধ করা চলবে না। …………………

Level 0

amader chere jaben na

আমার ইলেক্ট্রনিক্স এর উপর অনেক আগ্রহ আছে। তাই সবসময় আপনার টিউন গুলো পড়ার চেষ্টা করি। প্লীজ ভাই, কে কি বলল অই গুলা নিয়া ভাইবেননা…আপনার আগামি টিউন পাবার আশায় রইলাম…………

কিছু লোকের কথায় আপনি এত গুল বন্ধুদের হতাশ করবেন এটা কি ঠিক ? আমার মত অনেক বন্ধুরা আপনার টিউন না পেলে অনেক কষ্ট পাবে । আশা করি আপনি আমাদের মাঝে ফিরে আসবেন ।

I am 45 years old. In my young age I was very interested in electronics, took training from David Subrato, experimented a lot on many projects. Still now I have a lot of curiosity on this subject. That is why I am an avid reader of your all posts. Please don’t stop it. Never lose your heart in any condition, 99.99% of your readers are praising your posts. Why you are considering only one or two readers comments that is negative? Can you sleep well without tune here? Please carry on….

আপনি আমার সিনিয়র না জুনিয়র জানি না । না জেনেই বলছি শুনুন আপনার একটি পোষ্ট ছিল এরকম যে আসুন এল ই ডি বাল্ব দিয়ে টিউব লাইট তৈরি করি । এই টিউনটা পড়ে তিনবার চেষ্টায় ৩০*৩=৯০টি বাল্ব পুড়ে ফেলছি । অর্থাত্‍ ডাইরেক্ট কারেন্ট দিয়ে এই টিউবটি বানালে ২-৩ দিনের মধ্যেই বাল্বগুলো ফিউজ হয়ে যায় তাই বুদ্ধি খাটিয়ে এলইডি গুলো ১৫ ১৫ সিরিজে সংযোগ করে ৯V ট্রান্সফরমার দিয়ে সংযোগ দিয়ে আমি সফল হয়েছি । আর বাল্ব ফিউজ হয় না । এভাবে কয়েকটি তৈরি করে সবগুলো ঘরে লাগিয়ে বিদ্যুত্‍ সাশ্রয় করতে পারছি । আলো মোটামুটি ১৪ ওয়াটের মত । এখন কথা হল আপনার শেখানো পদ্ধতি ব্যবহার করে আমি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছি তাতে সমস্যা মনে করি নাই কারন আপনার দেখানো পদ্ধতি ব্যবহার করতে যেয়ে আমি নিজে নতুন কিছু তৈরি করতে পেরেছি । এটাই আমার আপনার সফলতা । আমি কি কোনদিন আপনাকে এ ব্যাপারে কিছু বলেছি ? শুধু ফোনে SMS করে দিকনির্দেশনা চেয়ে অনেক বিরক্ত করেছি । সেজন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি আপনার কাছ থেকে । আপনাকে এই ব্লগজগতে এসে সবচেয়ে কাছে পেয়েছি বিধায় বলছি আপনার এই বিদায়মূলক পোষ্টে সরাসরি মাইনাস । যদি ভাল মানুষ হন, ভাল কিছু কিছু উপহার দেওয়ার মানসিকতা থেকে থাকে (এতে যে যাই বলুক) আপনি আপনার মেধাকে বিকশিত করুন ফিরে আসুন । নইলে এই এখন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমরন অনশনে যাব । আপনাকে অনেক বেশি ভালবাসি বিধায় অনেক আবেগ নিয়ে কথাটি বলতে বাধ্য হলাম । আশা করি আমাকে বেশি কষ্ট দিবেন না । আর আমার মৃত্যুর জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন । ভাল থাকবেন নতুন টিউন ও এসএমএস এর প্রত্যাশায়. . . . .

আপনি আমার সিনিয়র না জুনিয়র জানি না । না জেনেই বলছি শুনুন আপনার একটি পোষ্ট ছিল এরকম যে আসুন এল ই ডি বাল্ব দিয়ে টিউব লাইট তৈরি করি । এই টিউনটা পড়ে তিনবার চেষ্টায় ৩০*৩=৯০টি বাল্ব পুড়ে ফেলছি । অর্থাত্‍ ডাইরেক্ট কারেন্ট দিয়ে এই টিউবটি বানালে ২-৩ দিনের মধ্যেই বাল্বগুলো ফিউজ হয়ে যায় তাই বুদ্ধি খাটিয়ে এলইডি গুলো ১৫ ১৫ সিরিজে সংযোগ করে ৯V ট্রান্সফরমার দিয়ে সংযোগ দিয়ে আমি সফল হয়েছি । আর বাল্ব ফিউজ হয় না । এভাবে কয়েকটি তৈরি করে সবগুলো ঘরে লাগিয়ে বিদ্যুত্‍ সাশ্রয় করতে পারছি । আলো মোটামুটি ১৪ ওয়াটের মত । এখন কথা হল আপনার শেখানো পদ্ধতি ব্যবহার করে আমি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছি তাতে সমস্যা মনে করি নাই কারন আপনার দেখানো পদ্ধতি ব্যবহার করতে যেয়ে আমি নিজে নতুন কিছু তৈরি করতে পেরেছি । এটাই আমার আপনার সফলতা । আমি কি কোনদিন আপনাকে এ ব্যাপারে কিছু বলেছি ? শুধু ফোনে SMS করে দিকনির্দেশনা চেয়ে অনেক বিরক্ত করেছি । সেজন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি আপনার কাছ থেকে । আপনাকে এই ব্লগজগতে এসে সবচেয়ে কাছে পেয়েছি বিধায় বলছি আপনার এই বিদায়মূলক পোষ্টে সরাসরি মাইনাস । যদি ভাল মানুষ হন, ভাল কিছু কিছু উপহার দেওয়ার মানসিকতা থেকে থাকে (এতে যে যাই বলুক) আপনি আপনার মেধাকে বিকশিত করুন ফিরে আসুন । নইলে এই এখন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমরন অনশনে যাব । আপনাকে অনেক বেশি ভালবাসি বিধায় অনেক আবেগ নিয়ে কথাটি বলতে বাধ্য হলাম । আশা করি আমাকে বেশি কষ্ট দিবেন না । আর আমার মৃত্যুর জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন । ভাল থাকবেন নতুন টিউন ও এসএমএস এর প্রত্যাশায়. . . . . .

@মোস্তফা শওকাত ইমরান শাহীন: bhai apnar kotha sune khub bhalo laglo. Tobe led tube light a mone resistance sara line disilen ! Tai 90 ta led puriyen. Jodi resistance thakto tahole led porar ase resistance pure jeto. Jai hok ami apnader onek response peyea c. Tai tara tari asbo. Ektu w8 korun.

    Vaijan registance to 1 minute er modhdhe pure jay. bivinno maner registance babohar kore dekhesi ekoy result pure jay. tai ami amar buddhita kaje lagiyesi. electronics er kono bishoye fell marle pass na kora porjonto amar matha thik thakena. ami diploma in telecommunication engr. kono chakri kori na babosha kori plus mobile servicing. ami sob dhoroner china mobile (without mtk6253 cpu enable) kaj kori. amar jonno dowa korben. ar apni fire eshesen jonno thaks. ami kintu sotti sotti dupur theke ekhon porjonto kisu khaini.

Level 0

@সবাইঃ আপনারা কেউ জানেন না ফয়সাল ভাই কে। আপনারা না জেনে উনাকে এ রকম ফালতু কথা বললেন। উনি রুবেল ভাই এর পোস্ট এর ভুল অংশের সঠিক Description দিতে চেয়েছেন। যাতে আপনারা সঠিক জিনিস টা ই জানতে পারেন। কারণ এখানে ১ জন মানুষ ভুল লিখলে আমরা(আপনারা) ভুল শিখবেন। আপনাদের উচিত ছিল ২জন কে ই বুঝানো। যাতে আমরা কাউকে ই না হারাই।
অনেকে লিখেছেন ফয়সাল ভাই যদি এত ই জানে তবে পোস্ট করেন না কেন। তাদের বলছি।আমাদের মত সারাদিন নেট এ কাটানোর মত সময় তার নেই। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এর উপকার করছেন উনি। কিভাবে?
আজকে উনি না থাকলে হয়ত কয়েকটি জ়েলা কিছু দিন পর পর ২-৩ দিন করে অন্ধকারে থাকত কোনো ছোট সমস্যার কারনে। এই সমস্যা গুলি সমাধান করতে আগে বাইরে থেকে লোক আসতো। তাই ২-৩ দিন বিদ্যুৎ থাকত না। এখন আর সেই সমস্যা নেই।
উনি অনেক ইঞ্জিনিয়ারদের অনেক কিছু শিখান।
মাইক্রোকন্টোলার নিয়ে কয়েকটা পোস্ট করেছেন উনি।
বাংলায় মাইক্রোকন্টোলার নিয়ে পোস্ট খুব বেশি নেই।
যা পড়ে অনেক বড় এবং বেশি জিনিস জানা যেত।
আর আমরা উনাকে কম জানা লোক সহ আরও অনেক কিছু বললাম।
কাজগুলো ঠিক হল না।

    @Litu: ভাই আমি যেই তথ্যগুলো দিয়েছি সে অনুযায়ী কাজ করে দেখুন ! সফল না হলে আমার তথ্য ভুল ধরবেন ! আযথা আরেক জনের চামচামি করবেন না ! আমি বেশি জানি না এটা ঠিক, কিন্তু যা জানি তা ভুল নয় ! আসুন আমার সামনে ! যুক্তি তর্কের মাধ্যমে দেখিয়ে দিন যে আমার তথ্যগুলো ভুল ! বই দেখে , নেট দেখে অনেক কিছুই নকল করা কিন্তু সেগুলোকে কত জনই বা আপডেট করতে পেরেছে ! আমি আমার তথ্য অনুযায়ী কাজ করে সফলতা পেয়িছি , তাই আমার কাছে ওটাই ঠিক ! কেউ যদি ভুল বোঝার জন্য আমার তথ্য ভুল ধরে তাহলে তার মুর্খ্যামীর জন্য আমার কিছুই যায় আসে না ! ধন্যবাদ

boi dekha onek kisui nokol kora jai. But update koi jon korte pare?

Comments are closed.