UPS কে ব্যবহার করুন কিছুটা IPS এর মতন। ( Update )

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি অন্যরকমের টিপস দিব, যার দ্বারা আপনি UPS কে IPS এর মতন করে ব্যবহার করতে পারবেন। মূলত বলতে গেলে UPS এবং IPS এর কাজ একই রকমের। UPS এর বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা কম এবং IPS এর বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা বেশি। বর্তমানে একটি IPS এর মূল্য ১২হাজার থেকে ২৫হাজার পর্যন্ত হয়ে থাকে এবং বছর এক-দুয়েক পর ব্যাটারি পরিবর্তন করতে হয়। যা কিনা আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য খুব একটি সাস্রয়ী নয়। তবে এই পদ্ধত্তি প্রয়োগ করে ভাল ফলাফল পেতে পারেন।

IMG1704A

১। প্রথমে UPS টি পরিপূর্ণ চার্জ করে চার্জিং প্লাগটি টেপ দিয়ে ভালভাবে পেঁচিয়ে দিন।
২। এখন পিছনের দুটো আউটপুট লাইন (যেখানে পিসির এবং মনিটরের সংযোগ/প্লাগ লাগানো হয়) সেখানে একটিতে একটি 14/23 ওয়াটের এনার্জি সেভিং বাল্ভ সংযোগ করুন।
৩। এখন UPS টি চালু করলেই এনার্জি সেভিং বাল্ভটি জ্বলে উঠবে।

নোট

একটি নতুন 650w-UPS দিয়ে 14w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ১.৩০ মিনিট হতে ২ ঘন্টা পর্যন্ত।
একটি নতুন 650w-UPS দিয়ে 23w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ৪০ মিনিট হতে ১ ঘন্টা পর্যন্ত।
একটি নতুন 1000w-UPS দিয়ে 14w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ২ ঘন্টা হতে ৩ ঘন্টা পর্যন্ত।
একটি নতুন 1000w-UPS দিয়ে 23w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ১ ঘন্টা হতে ২ ঘন্টা পর্যন্ত।

আসা করি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুমম সবসময়ই জটিলস………………………….

দারুন আশা করি কাজে লাগবে………………………………………

ধন্যবাদ ভাই……………………………………………………………………

    আরে রনি ভাই !!

    আপনাকে প্রানঢালা ধন্যবাদ।

    আপনাকে আমি সবচেয়ে বেশি মিস্ করি………….. তাই মিস্ কল দেই। 😛

    Level 0

    same 2 uuuuuuu……………….

    Level 0

    Thank you brother

    @ Tapu ভই অসংখ্য ধন্যবাদ।

আপনার পোষ্টটি প্রশংসনীয়। কিন্তু আজকাল বাজারে যে ইউপিএসগুলো পাওয়া যায় তার মান খুব একটা ভাল না। ইউপিএস কিনতে সময় কি কি গুণ দেখা ভাল তা সম্ভব হলে বলেন।

    আমি প্রায় পাঁচ বছর যাবৎ WELIDLX এর 650w ব্যবহার করছি এবং অনেক ভাল ফলাফল পাচ্ছি।

    প্রায় ৮-১০ মিনিট ব্যাকআপ দেয়।

    কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই। আশা করি সবসময় পাশে থাকবেন…………… 😛

    Level 0

    ধন্যবাদ মির ভাই। 😛

অনেক দিন ধরেই এটা করবো করবো বলে ভাবছিলাম কিন্ত করা হয়না কারণ কারেন্ট চলে গেলে আমি ছাদে চলে যাই।তবে অনেকেরই কাজে লাগবে ভালো টিউন।

    কি বলে ধন্যবাদ জানাব তা বুঝতে পারছি না।

    আপনাদের মতন টপ টিউনাদের কমেন্ট আমাকে সামনে যেতে আরও উৎসাহিত করবে।

    “মহান আল্লাহ” আপনাকে সুস্থ্য রাখুক………………………..

    Level 0

    আমিও চাই মামুন ভাই সুস্থ থাকুক এবং সবাইকে উৎসাহ দেয় যাতে…………………………………….

    ধন্যবাদ টু
    আলমাস ভাই ও মামুন ভাইকে……………………………..

    আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

    রনি ভাই আল্লাহ আপনার মাথা ফাটানো বন্ধ করুক………….

    আমিন………………. 😉

    Level 0

    ভাই আপনারা থাকতে আমি মাথা ঠুকে মরি এটাই অশিক্ষিতের কপাল………………………..

    আমি টিউন করতে পারি না এর থেকে মাথা ঠুকে মরা অনেক ভাল ………………………………….

    আপনারা এই অধমরে মাফ করবেন যদি কোন প্রকার ভুল করে থাকি……………………………………..

    @ রনি ভাই দুঃখ পাইলাম…………….

UPS এর শব্দটা কিভাবে বন্ধ করে রাখবো যখন বাল্ব জ্বলতে থাকবে ।

    ধন্যবাদ আবদুল্লাহ ভাই।

    আপাততো ভাবে Speaker এর উপর পাতলা টেপ দিয়ে বন্ধ করে রাখতে পারেন। এই Speakerটি খুব ছোট তাই সহজেই বন্ধ করা সম্ভব।

Level 0

আমার বলব 5W এর এনার্জি সেভিং বাল্ভ ব্যবহার করার জন্য । কারন 5W বাল্ভ ২টা বা ৩টা ব্যবহার করা যাবে । প্রতিটি রুম আলোকিত , ভাই গ্রামিন এর আলো আমাদের ঘরে না আসলেও এই টিউন সবার ঘর আলোকিত করবে । আলমাস ভাইকে টিউন জন্য আনেক ধন্যবাদ ।

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

    আপনার কথার সাথে আমি একদম সহমত।

    “মহান আল্লাহ” আপনাকে সুস্থ্য রাখুক………………………..

charging plug ki karone tep pachate hobe ta janaben pls.

    ধন্যবাদ আপনাকে। চার্জিং প্লাগটি টেপ দিয়ে ভালভাবে পেঁচিয়ে দিতে হবে কারন যদি আপনার pc তে আরথিং থাকে তবে শর্ট খেতে পারেন।

Level 0

দয়া করে ভাবে কেউ Light ব্যবহার করবেন না । আমি এই ভাবে লাইট ব্যবহার করতাম । আমার UPS টা নষ্ট গয়ে গেছে । আমি অনেককে এইভাবে লাইট ব্যবহার করতে বলেছিলাম,তাদের UPS নষ্ট হয়েছে । যারা UPS তৈরি করে তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা বলেছিল এটি করা সম্পূর্ন নিষেধ । হয়ত কিছু দিন আপনি এই সুবিধা উপভোগ করবেন কিন্তু পরে আপনার UPS টা নষ্ট হবেই হবে। এখন বাজারে অল্প দামের চায়না Rechargeable Light পাওয়া যায় তা কিনে ব্যবহার করতে পারেন।

    Level New

    ভাই আপনি কি আছেন? আপনাকে কিভাবে বললে ভিডিও টা দেখতে পাব please জানান।

    ভাই হাসি চাপাই রাখতে পারলাম না.. হু হা হা………… 😀

    মজা করলাম ভাই, আসলে এ ব্যাপারে আপনি এভাবে প্রথম মত প্রকাশ করলেন। আমার ধারনা এমনটা হয় না।

    সাবটাইটেল মামুন ভাই আবশ্যই আপনার,আমার সিনিয়র but তিনি এ ব্যাপারে কোন মত প্রকাশ করেন নি।

    Level 0

    রাজ ভাই
    আমি messenger ব্যবহার করিনা।

    ভাল করে না জেনে আসলে আমি কথনো কোন মতামত দেইনা । তবে মার্কবিপ্লব এর কথা সত্যি হলে কিন্তু সমস্যা আছে।

    Level 0

    মার্কবিপ্লব এর কথা সত্যি, UPS এর মেনুয়াল এ বিস্তরিত লেখা আছে

    তাই তো কই আমার এত ভাল UPS নস্ট হইলো ক্যান।

    ওয়াক হি হি হি…………… 😀

    হাসতাসি ক্যান জানেন ?

    আপনার মোবাইল ফোনের User Manual টা পইড়া দেইখেন, মাথা খারাপ হইয়া যাইবো….
    কারন ঐ খানে যে সকল ব্যবহারের নিয়ম আছে তার কানি-কোনাও মনে হয় আমরা করি না।

    সকল User Manual এ একটু বেশী বেশী বলা থাকে দ্রব্যের মান বৃদ্ধি করার জন্য।

    Level 0

    vie almas, apni mone hoy Markbliplob vie er kotha ta serious vabe nilen na…
    vie I’m sorry that I can’t write bangla. jai houk, ami allready 3ta ups nosto korar por bujte parlam. ashole ups nosto mane battery nosto hoia jai. ami amar ek borovie , zoom power er technitian, take bepar ta bolle oni bolen j ups actually je vabe discharge hoi seta pc er jonno upojukto. but jodi apni light use koren tobe battery fully or nearly, fully discharge hoi, ja ups er battery er jonoo khotikor, tai kisodin por er ups er battery nosto hoya jai. mone hoi vie beparta bujhte parsen. please don’t mind. thanks to Markbiplob vie and thanks to Almas vie.

Level 0

আলমাস ভাই হাসিত এখন আমার পাচ্ছে।
আপনি সাবটাইটেল মামুন ভাই এর কমেন্টটা একবার ভালভাবে পড়ে দেখেন তিনি বলেছেন যে ,অনেক দিন ধরেই এটা করবো করবো বলে ভাবছিলাম কিন্ত করা হয়না , এর অর্থ উনি এখনও এইভাবে Light ব্যবহার করে নাই। আর সিনিয়র হলেই যে তাকে সব জানতে হবে এমনত কোন কথা নাই। ছোটদের কাছেও অনেক কিছু শেখার থাকে।

    সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে।

    Level 0

    সাবটাইটেল মামুন ভাই এর সাথে সহমত

    ভাল মানের ups ব্যবহার করলে সহযে নষ্ট হয়না।আর ups যদি খারাপ brander হয় তবে সহযে নষ্ট হয়।আমি অনেক দিন দরে আমার ups এ লাইট ব্যবহার করি কিন্তু ups নষ্ট হয়না।অসংখ্য ধন্যবাদ আলমাস কাজের tune.
    http://gsmalapon.blogspot.com/

    আমার হসি কেন যে থামে না বুঝতাছিনা !!

    আপনে কইলেন এখন আপনার হাসি পাচ্ছে।

    শরিফ ভাইয়ের কমেন্ট টি দেখুন সব ক্লিয়ার হইবো…………………………………………….

    ধন্যবাদ শরিফ ভাই। 😛

Level New

UPS er pichone lekhai thake…..NEVER CONNECT ANY TABLE LAMP ……..so…………..

    আপনার মোবাইলের চার্জারে লেখা আছে Use only nokia mobile(com..) charger.

    তাইলে কি আমরা অন্য ব্যান্ডের চার্জার ব্যবহার করলে মোবাইল নষ্ট হইবো !!!

Level 0

শুধু নয় জটিল, জটিল থেকে জটিলতর

    সংখ্যাতিত ধন্যবাদ ভাই।

    ভাল থাকবেন………

Level 0

nice tune…..

    অসংখ্য ধন্যবাদ অপু ভাই।

Level 0

Trick টা অনেক দারুন……………।

    অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই।

    ভাল থাকবেন………

আলমাস…শুরু থেকেই আমি তোমার ভক্ত। এট আমি অনেক আগেই ব্যবহার করেছি। এটা ছাড়া তোমার প্রতিটি টিউন আমার ভাল গেছে। নে করো আমি তোমার ই-স্পেশাল ফ্যান। তোমার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো। [email protected]

    আমার প্রতি আপনার এমন আন্তরিগতা দেখে অত্যন্ত ভাল লাগলো।

    “মহান আল্লাহ” আপনাকে সুস্থ্য রাখুক………………………..

আমার SENDON নাকি কি জানি এক টা UPS ছিলো প্রাচীন আমলে।ওই টা দিয়া ২ ঘন্টা ২৩ ওয়াট জালাইতাম।

    কিন্তু নস্ট হইয়া গেসে। লাইট জালাইয়া

    ভাই রুপম আপনি আমাকে যে প্রথম Comment টি করেছেন তা পজেটিভ ভাবে but

    দীর্ঘ ৯ মিনিট পর একটু নেগেটিভ Comment করেছেন……………….. কেমন হলো না !!

    আপনি প্রাচীন আমলে UPS দিয়ে ২ ঘন্টা ২৩ ওয়াট জালাইছেন, যাক ভাল কথা but

    আপনি কেমনে বললেন “কিন্তু নস্ট হইয়া গেসে। লাইট জালাইয়া” প্রাচীন আমলে UPS তো এমনি নষ্ট হইতে পারতো !!! তাই নয় কি ?

জাক কােজ লাগ েব। ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ সুখন ভাই। 😛

Level 0

আলমাস ভাই আমি ভালো মানের একটা আইপিএস কিনতে চাই, জানা থাকলে জানাবেন,

Level 0

অনেক ভাল হয়েছে। ধন্যবাদ

Level 0

থাঙ্কসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

আলমাস ভাই থাঙ্কস আমি অনেক আগে থেকই UPS দিয়ে লাইট জালাই।আমি এইটা নিয়ে আগেই একটা টিউন করতে চেয়েছিলাম কিন্ত করা হয়নি।আপনি পুরোপুরি আমার কথাটা বলতে পারেন নি।যাইহউক আপনি যদি ups দিয়ে ips এর সাদ পেতে চান তবে আপনাকে আমার মত করতে হবে আমি আমার 1200v 600w এর ups এ ১২ভল্ট এর ৮০mp drysol battery মানে গাড়ির battery লাগাই নিছি তাতে আমি একটা fan একটা 18w energy light চালাই তাতে এক দের ঘন্টা ব্যকাপ পচ্ছি।আপনিও করে নিতে পারেন কোন ভাল tv মেকার এর কাছ থেইকা জাইনা নেন আপনার ups সম্পকে।

Level 0

নিলয় ভাই কি সত্যিই UPS দিয়ে ফ্যান চালান? ফ্যান কি কোন সমস্যা ছাড়াই চলে? সাধারনত UPS আউটপুট হয় square wave (উচ্চ ফ্রিকোয়েন্সির হারমোনিক্স থাকে) তাই ফ্যান (inductive load) ঠিকমত চলার কথা না। আর এভাবে চালানো ঠিক না।

VI SHUNEN CHILE KAN NIE GESE ……. CHILER PISONE SUITEN NA .. NIJER BRAIN KHATAN ,, UPS KENAR POR OR SATHE AKTA KAGOJ THAKE OIDA VALO KORE POREN TARPOR IPS BANABEN KINA SIDDHANTO NEN………