তৈরী করুন খুব সুন্দর একটি সোলার মোবাইল চার্জার

বন্ধুরা আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমার আগের ব্লগে লিখেছিলাম কিভাবে সোলার চার্জ কন্ট্রোলার তৈরী করা যায়। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর এবং ছোট্ট একটি সোলার মোবাইল চার্জার। এই সার্কিতে পাওয়ার সাপ্লাই হিসেবে একটি ৫ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। কিংবা ৫ভোল্ট বা এর বেশী (সর্বোচ্চ ১২ভোল্ট) ভোল্টের যে কোন ব্যাটারী দিয়েও চার্জারটি ব্যবহার করতে পারবেন।

চলুন সার্কিট ডায়াগ্রামটি দেখে নেয়া যাক।

বর্ননাঃ

সার্কিটটির প্রান হিসেবে ব্যবহার করা হয়েছে ৩ পা ওয়ালা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এর বৈশিষ্ট হচ্ছে। এর ইনপুটে ১২ভোল্ট থেকে ৫ভোল্ট পর্যন্ত যে কোন পরিমান ডিসি ভোল্টেজ দিতে পারবেন। আউটপুট হিসেবে ৫ভোল্ট এর রেগুলেটেড পাওয়ার। ফিল্টারিং এর জন্য এর ইনপুট এবং আউটপুট এ ১টি করে দুটি ১০মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এর আউটপুটে আপনি যে কোন নকিয়া চিকন পিনের মোবাইল চার্জিং পিন ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারবেন। আর ইনপুটে একটি ১২ভোল্ট ৫ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন।

এবার আমার তৈরী চার্জারের ছবিটা ভালোভাবে লক্ষ করুন -

কিভাবে এরকম একটি চার্জারের বডি তৈরী করবেনঃ

বডি তৈরী করতে লাগবে

* এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো (পর্দার পাইপ)

*দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ সংগ্রহ করুন।

*তার প্রয়োজনমত

*চার্জিং পিন

আমি চার্জারের বডি তৈরী করতে এ্যলুমিনিয়াম এর পৌনে এক ইঞ্চি ডায়ার পাইপ এর ২.৫ইঞ্চি লম্বা একটি টুকরো ব্যবহার করেছি। এধরনের পাইপ দিয়ে সাধারনত আমরা বাসা বাড়িতে পর্দা টানানোর কাজে ব্যবহার করে থাকি। এবার ষ্টিলের চেয়ার বা অন্যান্য ফার্নিচার তৈরীর দোকান থেকে দুটো প্লাষ্টিক ইনার ক্যাপ (যে ক্যাপটার বডি পাইপের ভেতরে থাকে) সংগ্রহ করুন। আর লাগবে ১-২গজ ফ্লেক্সিবল ওয়ার বা তার এবং ১টি নকিয়া চার্জারের চিকন চার্জিং পিন।

সাবধানতাঃ
সার্কিটটি তৈরী করে ইনপুট এবং আউটপুটে প্রয়োজনীয় তার সংযোগ করে ভালো মতো সার্কিটটিকে টেপ পেঁচিয়ে ইনসুলেট করে নেবেন যাতে করে পাইপের ভেতরে সার্কিটটি ঢুকিয়ে নিলে কোনভাবে পাইপের বডিতে সার্কিটের কোন অংশ লেগে না থাকে।

সার্কিটটি পাইপের ভেতর ঢুকানোর পর প্লাষ্টিকের ক্যাপ দুটোর গায়ে তার বের করার মতো প্রয়োজনীয় ছিদ্র করে তবেই ক্যাপদুটো পাইপের দুই প্রান্তে লাগিয়ে নিন। এর পর কিভাবে আউটপুটে চার্র্জিং পিনটি সংযোগ করবেন তা কানেক্টরের ছবিতে দেখবেন।

এর পরও যদি কেউ সার্কিটটি তৈরী করতে কোন ধরনের সমস্য হয় কিংবা আরো কিছু বুঝার থাকে তাহলে মেইল করতে পারেন [email protected]

Level New

আমি ভাইজান মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চার্জারের বডি অর্থাৎ সোলারটি বানানোর জন্য যে জিনিসগুলা প্রয়োজন সেগুলির নির্দিষ্ট ছবি দিয়ে বুঝতে আরো সুবিধা হত।
দারুন টিউন করেছেন। অনেক ধন্যবাদ 🙂

Level 0

vai apnar email address ta to besh unique. erokom email address ami kothay pabo?

Level New

toothless@ ভাই আমারো একই কথা!!! আবার আপনার নামটাওতো !!!!

Level 0

bro. Ami electric shomporke khub kom bujhi. Vaia apni amake 1ta banie din. Cost koto hobe janaben. My mail [email protected]

    @hridoy_akh: ভাই আমি প্রজেক্টটার দায়িত্ব একজনকে দিয়েছি তিনি একজন সোলার সামগ্রীর ব্যবসায়ী যিনি এটা রেডিমেইড বিক্রী করেন পাইকারী ৯০টাকা প্রতি পিস। যাই হোক ব্যক্তিগুতভাবে অনুরোধ করলে চেষ্টা করবো। ধন্যবাদ।

    @polashbd2012: @hridoy_akh: হৃদয় ভাই আপনার মেইলে আমার সেল নাম্বারটা দিলাম। বিকাল ৪:৩০ থেকে রাত ১১টার মধ্যে কল দিয়েন… সব সম্ভব অসম্ভব কিছুই নাই…

Level 0

ভাই সোলার প্যানেল পাব কই আর এর জন্য কত খরচ হবে…..

    @Shawon: ইলেক্ট্রনিক্স এর দোকানে খোজেন আর আপনি ঢাকার বাসিন্দা হলে নবাবপুরে পাবেন.. অভাব নেই.. ধন্যবাদ।

Level New

ভাই সোলার প্যানেল পাব কই আর এর জন্য কত খরচ হবে…

আপনাদের প্রশ্নশুনে মনে হচ্ছে চাকুরী ছেড়ে সোলার প্যানেল বেচা শুরু করি…

Osadaron project.Kintu minimum koto watt er solar panel lagbe seita to bollen na.

Sorry mama,kheal kore nai.

Mama,upnake ekta mail koraci,kintu ekhono ekhono answer paini.
[email protected]

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ,অগ্রিম ঈদ মোবারক,ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর পোস্ট করবেন ইন শা আল্লাহ ।

ভাই আমার একটা লাগবে কত খরচ পরবে?

বাড়িতে বিভিন্ন যন্ত্রপাতির জন্য কটটুকু সৌর বিদ্যুৎ লাগবে, তা কিভাবে হিসাব করব??
এবং প্রইয়োজনীয় সৌর বিদ্যুৎ -এর জন্য কত ওয়াটের প্যানেল ও কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগবে??
উপরের প্রশ্নগুলুর উত্তর দিয়ে আপনার কাছ থেকে একটা বিস্তারিত টিউন আশা করছি।
আপনার কন্টাক্ট নাম্বার অথবা ফেসবুক আই ডি দেওয়া যাবে কি???
My mail Id: [email protected]

mob er jonno 1ta portble charger banabo,
Ami 2ta battery use korbo (1.2 V & 3800mah each)
series connection dibo, so volt hobe 2.4 & about
7500mah,
akon amr mob er chrger 5V 850 mah, so jai
porteble ta banabo tao out put oi charger er output
er soman hote hobe,
akon amk jst bolen, kivabe ami 2.4 V 7500mah
input dia output always 5v 850mah pabo, er jonno
circuit ta kmn hobe????

mail, [email protected]

    @asifparagon: আসিফ ভাই, আপনি যে ব্যাটারী (রিচার্জেবল ব্যাটারী) ব্যবহার করছেন তার ভোল্ট 1.2 আর সর্বোচ্চ কারেন্ট 3800mAh each আপনি যদি দুটো ব্যাটারী সিরিজ সংযোগ দেন তাহলে ভোল্ট আউটপুট হবে 1.2+1.2=2.4ভোল্ট, আর সিরিজ সংযোগে কারেন্ট বাড়েনা বাড়ে শুধু ভোল্ট। তাই আপনার ব্যাটারী দুটো সিরিজ সংযোগের ফলে ভোল্ট বেড়ে 2.4 হলেও কারেন্ট হবে 3800মিলি এম্পিয়ার। আপনার চার্জার যেহেতু 5ভোল্ট সাপ্লাই দেয় তাই আপনাকে অন্তত 4টি ব্যাটারী সিরিজ সংযোগ দিয়ে 4.8ভোল্ট বানিয়ে ট্রাই করতে পারেন। আর যেহেতু চার্জার আউটপুট কারেন্ট (ম্যাক্সিমাম) 850মিলি এম্প সেহেতু 3800মিলি এম্প এর চাইতে বেশী তাই 3800মিলি এম্প কমানোর কোন দরকার নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।