ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৩] :: ডিজিটাল সিস্টেমে LED দিয়ে নিজের নাম এবং প্রতিষ্ঠানের নাম লিখুন। মাত্র দুইটি আইসি দিয়ে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

  • সবাই কেমন আছেন, আশা করি ভালই আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি
  • টেকটিউনস এর ইলেকট্রনিক্স প্রিয় সকল বন্ধুরা এ দিকে আসুন আপনাদের কে নিয়ে
  • একটি মজার সার্কিট তৈয়ার করি,আপনার নিজের নাম লিখুন ডিজিটাল সিস্টেমে LED
  • বাতি দিয়ে। আসুন দেখি কিভাবে সার্কিট বানাবো 
  • নামের অক্ষর গুলি LED বাতি দিয়ে লিখবেন প্রত্যেক LED বাতি দুইটি করে পা থাকে
  • একটি লম্বা পা অপরটি ছোট পা। যে ভাবে LED গুলি কানেক শান করবেন=
  •   প্রতিটি নামের অক্ষর এর LED (লম্বা) পা গুলো একত্রিত করে একটি কানেকশন করে
  • উপরে দেওয়া ছবিটি দেখুন ট্রান্জেষ্টর এর কালেক্টর সাথে লাগানো হয়েছে
  • তেমনি ভাবে LED চুট পা গুলি একত্রিত করে গ্রাউন্ড বা -vc নেগেটিভ এর সাথে
  • কানেকশন করুন টিক যে ভবে উপরের ছবিটিতে দেখানো হয়েছে।

আসুন এবার সার্কিট দেখে নেই

  • সার্কিটটিতে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে একটি ne555 অপরটি Cd4017
  • সার্কিটটিকে ব্যবহৃত পার্টস গুলোর মান পাশাপাশি দেয়া আছে

(ভেরিএবল রেজিস্টার ঘুরিয়ে নামের অক্ষর গুলো স্পিড বারানো কমানো যায়) নামের অক্ষর গুলি

  • এক পাশ থেকে জ্বলে অন্য পাশে যাবে  আবার পুনরায় একইভাবে জ্বলতে থাকে
  • শহরের বিভিন্ন সাইন বোর্ডে যে ভাবে জ্বলা নিভা করে। আপনারা হয়ত সকলেই দেখেছেন
  • এখানে আমার নামটি যেভাবে লিখেছি ঠিক সেই ভাবে আপনার নিজের নাম লিখুন
  • সারকিটটি 9v dc সাপ্লাই ভোল্টেজ দিবেন কোন সমস্যা হলে জানাবেন সমাধানের চেষ্টা করব।
  • আজকের মত বিদায় নিলাম =মোঃসেন্টু খান =01713531965

Level 2

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice Tune

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ

খুব ভাল টিউন। ক্যারেক্টার আরও বেশী হলে সেক্ষেত্রে সার্কিটে আর কি কি পরিবর্তন হবে দয়া করে জানাবেন।

Level 2

Rasel Ahmed ভাই কালেক্টর বারাতে হলে সম্পূর্ন সারকিটটি নুতন করে ডিাইন করতে হবে । CD4017 আইসি দুইটা ব্যবহার করতে হবে। আপনি সহজে একটি কাজ করতে পারেন। একটি কালেক্ট থেকে দুইটি করে নামের অক্ষর কানেকশান দিতে পারেন। তাহলে অপনি বিশটি অক্ষর জালাতে পারবেন।

ধন্যবাদ। মাইক্রোকন্ট্রোলার এর মাধ্যমে এই ধরনের একটি এল, ই, ডি, ডিসপ্লে তৈরী করতে আপনার সহায়তা কামনা করছি।

Level 2

CD 4017 আইসিটির কয়েকটা পা ভুলকরে নম্বার দেয়া হয়নি । 4017 যে তিন টি পা 555 আইসিতে লাগনা
হয়েছে পায়ের নাম্বার গুলি 8/15/13 । 555 তিন নাম্বর পায়ে 14 নাম্বর পা টি ।

Level 0

nice tune.
vai music er shata ke light naca? jodi music er tala light kj kora tahola aktu janaben ke vaba banabo.
http://[email protected]

    Level 2

    @mhkad: LED লেভেলার নামে একটি টিউনস করেছি ঐ টা music এর সাথে জ্বলা নিবা করে।

আরো বিস্তারিত হওয়া দরকার। ট্রানজিষ্টরগুলো পাওয়া যাচ্ছে না। ভাই, ইকুবেলেন্ট ট্রানজিষ্টর গুলোর মান দিলে ভালো হয়….

    Level 2

    @omur_mohammad_faruk: BC558 বাজারে কিনতে পাউয়া যায় এটা লাগালে ও চলবে।

Level 0

Cd4017 old model ic pawa jacce na

    Level 2

    @sopnopagol: ঢাকা তে পাউয়া যায়।