220V AC লাইন থেকে জেনারেটর লাইনে অটো সুইচিং সার্কিট

বন্ধুরা অনেক শুভেচ্ছা রইল। লোডশেডিং সমস্যায় জর্জরিত কোন কোন এলাকার বিশেষ নির্ভরতার একটি নাম হচ্ছে জেনারেটর। অনেকেই দুয়েকটা লাইট কিংবা ফ্যানের জন্য মাসিক কিছু টাকার বিনিময়ে জেনারেটর সংযোগ নিয়ে থাকেন যাদের সুইচ বোর্ডে অথবা হাতের কাছে জেনারেটরের জন্য একটি সুইচ লাগানো হয়। একে কেউ বা টুওয়ে পাওয়ার সুইচ কিংবা চেন্জ ওভার সুইচ বলে থাকেন। যা কারেন্ট চলে গেলে ম্যানুয়ালি চেন্জ করে দিতে হয় এবং কারেন্ট এলে আবারো চেন্জ করে দিতে হয়। যা কারো কাছে অত্যন্ত বিরক্তিকরও বটে। ভাবুন তো এই সুইচিং এর কাজটি যদি অটোম্যাটিক হয় তাহলে কেমন হয়..? হ্যাঁ বন্ধুরা আমি আজ আপনাদেরকে যে সার্কিটটি তৈরীর পদ্ধতি নিয়ে জানাবো তা হচ্ছে “অটো চেঞ্জওভার সার্কিট”।

খুব সামান্য খরচে তৈরী করা সম্ভব এমনই একটি অত্যন্ত প্রয়োজনীয় সার্কিট এই “অটো চেঞ্জওভার সার্কিট”।

চলুন ডায়াগ্রামটি দেখে নেয়া যাক-

লক্ষ্য করুন-

এই সার্কিট তৈরীতে যা যা লাগবে

* ৬ভোল্ট না পেলে ১২ভোল্টের রিলে (ম্যাগনেটিক রিলে সুইচ)

* ১টি ৬ভোল্ট অথবা ১২ভোল্টের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার (Step Down) কেনার আগে রিলে কিনবেন কারন যদি আপনার এলাকার পার্টস এর দোকানে ৬ভোল্টের রিলে সুইচ সহজলভ্য হয় তাহলে ৬ভোল্টের রিলে কিনবেন।

* ৫টি ডায়োড IN4001 না পেলে যে কোন ধরনের রেকটিফায়ার ডায়োড হলেই চলবে (রেকটিফায়ার বল্লে যে কোন পার্টস দোকানীই চিনবে।)

* ১টি 10uf, ১৬ভোল্ট মানের  ক্যাপাসিটর ( ১৬ভোল্ট না পেলে বেশি ভোল্ট হলেও সমস্যা নেই)।

* ৬-৭ইঞ্চি বা প্রয়োজন মত লম্বা তিন রংয়ের তিন টুকরো তার (লাল,কালো,হলুদ)

* সবশেষে লাগবে একটি ছোট বক্স যা এসব পার্টসের দোকানে পাবেন কিংবা বুদ্ধি খাটিয়ে টিউব লাইটের নষ্ট ব্যালাষ্টের প্লাষ্টিক বক্সকে মডিফাই করেও কাজ চালাতে পারেন। এক্ষেত্রে প্লাষ্টিক বক্সই অপেক্ষকৃত নিরাপদ।

বর্ননা:

এই সার্কিটে ব্যবহৃত ট্রান্সফর্মারটি মূলত ব্যবহার করা হয়েছে সার্কিটের প্রাণ রিলে সুইচটিতে অপারেট করার জন্য। আগেই বলেছি যদি ৬ভোল্টের রিলে কিনতে পান তাহলে ট্রান্সফর্মার ৬ভোল্টের কিনবেন অর্থাত রিলে এবং ট্রান্সফর্মার একই ভোল্টেজের হবে। ট্রান্সফর্মারের পরে বিশেষ কৌশলে লাগানো ৪টি ডায়োড দিয়ে ট্রান্সফর্মারের আউটপুটে প্রাপ্ত ৬/১২ভোল্ট এসি ভোল্টেজকে ডিসিতে রুপান্তর করা হয়েছে। আর সার্কিটে ব্যবহৃত একমাত্র ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়েছে ফিল্টারিং এর জন্য। এক্ষেত্রে সার্কিটে বর্নিত মানের ক্যাপাসিটর না পেলে কিছুটা কম বেশী হলে তেমন কোন সমস্যা নেই। আর ৫নং ডায়োডটি রিলের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে।

সবশেষে আসুন রিলে প্রসঙ্গে-

রিলে কি?

রিলে কি সেটা বুধতে হলে প্রথমে রিলের সংকেতটি খুব মনযোগ দিয়ে লক্ষ করুন।

রিলে হলো একধরনের চুম্বক চালিত/তাড়িত সুইচ। যার অপারেটিং কয়েলে নিদ্দিষ্ট ভোল্টেজ সরবরাহ পেলে। সে তার ৩টি সুইচিং অংশের মধ্যে সুইচিং করে থাকে।

উপরের রিলের চিহ্নটি দেখুন। রিলের সাধারণত ৫টি পা থাকে তার মধ্যে ২টি পায়ে অপারেটিং কারেন্ট সাপ্লাই দেয়া হয়। যা প্রতিকের বাম পাশে দেখানো হয়েছে। বাম পাশের কয়েলটিতে যখন বিদ্যুত সরবরাহ থাকেনা তখন ডান পাশের মাঝখানের পা’টি  উপরের N/C (Normally Close) চিহ্নিত পা’য়ের সাথে শর্ট হয়ে থাকে। অর্থাত মাঝখানের কমন পায়ের সাথে  N/C (Normally Close) চিহ্নিত পা’য়ের সংযোগ থাকে। আবর যখন বাম পার্শ্বে চিহ্নিত অপারেটিং কয়েলে ভোল্টেজ সাপ্লাই দেয়া হবে তখনি মাঝখানের পা’টি উপরের N/C (Normally Close) চিহ্নিত পা’য়ের সংযোগ কেটে দিয়ে নিচের N/O (Normally Open)  পায়ের মধ্যে সংযোগ স্থাপন করে ।

 

সতর্কতা: যেহেতু সার্কিটটিতে ২২০ভোল্ট এসি কারেন্টের সংযোগ আছে তাই লাগানো কিংবা পরীক্ষা নিরীক্ষার সময় নিজ দায়িত্বে সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। সার্কিটটি বক্সে স্থাপনের আগে ভালো ভাবে খেয়াল করবেন যাতে সার্কিটের কোন অংশ বক্সের গায়ে বা অন্য কোনভাবে শর্ট না হয়ে থাকে।

সমস্যা হলে জানাবেন। যতটুকু সম্ভব সাহায্য করবো ইনশাল্লাহ।

ভালো থাকবেন, ধন্যবাদ।

[email protected]

Level New

আমি ভাইজান মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া Circuit লাগবেনা 220v এর রিলে কিনে লাগালেই হবে আর এটা খুব কম লোডের জন্য 200W সর্বোচ্চ magnatic Contact ব্যবহার করুন । কিছুই লাগবেনা

    @সুইট: ভাই 220v এর রিলের কথাটা বুঝলাম এবং একে ২০০W সর্বোচ্চ magnatic Contact ব্যবহার করার কথা বল্লেন ঠিক বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন..? আমি এই সার্কিটটি দিয়ে দুইটা এলাকার এসি লাইন ব্যবহার করতাম একসময়। একলাইনে কারেন্ট গেলেও অন্য আরেক লাইনে বেশীর ভাগ সময় কারেন্ট থাকতো। তাই আমার লোডশেডিঙ হতো না।

অনেক সুন্দর টিউন। অনেক ধন্যবাদ টিউনার কে……।।

সুইট ভাই আপনার মন্তব্যটি ঠিক বুঝতে পারিনি। শুধু রিলে লাগালে কাজ কিভাবে করবে তার একটা নির্দেশনা দিলে ভাল হত। আর আপনি কোনটা ২০০ ওয়ার্ট এর কথা বলছেন আপনার দেওয়া নিয়মে ২০০ ওয়ার্ট পর্যন্ত কাজ করবে নাকি ভাইজান মাম এর টিউন এর র্সাকেট ২০০ ওয়ার্ট কাজ করবে। magnatic contact টা কি জিনিস। বিস্তরিত জানালো উপকৃত হবো।

ভাইয়া আপনার সার্কিট দিয়ে খুব বেশী লোড ব্যবহার করা যাবে না যেমন 500W এরে একটি লাইট জ্বালালে রিলেটি গরম হতে থাকবে এক সময় পুরে যাবে। আর আপনার সার্কিটে transformer, diode, capasitor ব্যবহার করার কারণে সার্কিটের খরচ বেড়ে গেছে। আপনি শুধু 220v এ রিলে ব্যবহার করুন তাহলেই হবে। এম্পেয়ার টা খেয়াল রেখেন 10 বা যত বেশী হয় ততই ভাল । আর Magnatic Contact নিয়ে আরেক দিন পোষ্ট করব।

    @সুইট: ভাই, বাজারে ৫থেকে ২০এ্যাম্পিয়ারের ডিসি রিলেই পাওয়া যায়। তাছাড়া এসি রিলে সব জায়গায় সহজলভ্য নয়। তাই ডিসি রিলে ব্যবহার করলাম। এসি হলে তো কথাই নেই।
    চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।