সহজেই বানিয়ে ফেলুন LED মুভিং ডিসপ্লে (১ম পর্ব)

সবাইকে সালাম, ভালত ?

আমরা বিভিন্ন সময় মার্কেট, শপিং মল, বা দোকানে LED মুভিং ডিসপ্লে দেখে থাকি । দেখতে আনেক ভাল লাগে
কারন উজ্জলতা ও দূর থেকে পড়তে ও দেখতে সুন্দর । আজ আমি সেই ডিসপ্লে সার্কিট টি যথা সম্ভব সহজ ও স্বল্প
মূল্যে কিভাবে তৈয়ার করতে যায় তা দেখাব। আর যারা Proteus ব্যবহার করতে পারেন তারা এখনি চেক করতে
পারবেন সার্কিট এর মজা ।

মাইক্রোকন্ট্রোল প্রোগ্রামিং টিউটোরিয়াল বুঝতে ক্লিক করুন -

https://www.techtunes.io/electronics/tune-id/146214
ফয়সল ভাইকে ধারাবাহিক টিউন এর জন্য ধ্যন্যবাদ ।

http://www.ermicro.com/blog/?p=875
http://www.lukeallen.com/pic.html
http://talkingelectronics.com/html/PIC-for-Beginners.html
http://tutor.al-williams.com/pic-intro.html

এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লের কর্ম প্রক্রিয়া প্রাথমিক ভাবে বুঝার জন্য এখানে ক্লিক করুন ।
http://www.talkingelectronics.com/te_interactive_index.html

উপরোক্ত পেইজের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে পড়ুন ।

শুরু করা যাক। নিচের সার্কিট টি লক্ষ করুন ।

এখানে  মূলত ১ টি মাইক্রোকন্ট্রোল  PIC16F84A ৬ টি শিফট রেজিস্তর 74LS164 IC , ৮ টি 2N222
tranjistor,৬ টি  8x8 dot matrix display, ১ টি ক্রিস্টাল ও কিছু রেজিস্তর ও কেপাছিটর
ব্যবহার করা হয়েছে ।

আসুন প্রথমে 74LS164 IC টির ব্যপারে জানি ও মজার কিছু প্রোজেক্ট করি । এটি একটি TTL IC,এটি LS
জায়গায় HC,HS,MC হতে পারে। একে বলা হয় 8 bit sireal in paralal out shift
rasistor. অর্থাৎ একে সিরিয়াল ডাটা দিলে সে প্যারালাল ডাটা আউট করতে পারে ।

TTL IC চালানোর জন্য ৫ ভোল্ট এর বেশি দেওয়া যাবে না ।

আসুন এর পিন গুলুর কার্যক্রম দেখি ।

১ ও ২ নং পিন ডাটা ইনপুট।

৮ নং পিন ক্লক পালস ইনপুট।

৯ নং পিন মাস্টার ক্লিয়ার (রিসে...

৭ নং পিন গ্রাউনড ।

১৪ নং পিন পজিটিভ (৫ ভোল্ট)।

৩,৪,৫,৬,১০,১১,১২,১৩, আউট পুট।

এখন ১ ও ২ নং (ডাটা)  পিনে পজিটিভ (হাই) করে যদি  ৮ নং পিনে পালস অর্থাৎ হাই করে আবার লো করা হয় তা হলে ১ম  আউট পুটে হাই আউট হবে।

একই নিয়মে যদি (ডাটা)  পিনে লো করে পালস দেই তাহলে প্রথম ডাটা টি ২নং  আউট পিনে চলে যাবে এবং বর্তমান লো ডাটা টি ১ নং আউট  পিনে যাবে।

এই ভাবে  পালস এর সাথে যে ধরনের ডাটা দিবেন ঠিকই ধারাবাহিক ভাবে ৩,৪,৫,৬,১০,১১,১২,১৩ বের হতে থাকবে । ৯ নং পিন কে লো করলে এইসি

রিসেট হয়ে যাবে । নিচের সার্কিট টি লক্ষ করুন । এটি একটি মজার পেইন্ট ব্রাশ ইফেক্ট নাইট রাইডার লাইট । এটি দিয়ে অনেকে সাইন বোর্ড, ও বিল বোর্ড

বানায় ।

আর যারা Proteus ব্যবহার করতে পারেন তারা এখনি চেক করতে ছিমোলেট করতে পারবেন ।     ডাউনলোড করুন

দ্বিতীয় পর্বে দেখাব কি ভাবে এই আইছি ও মাইক্রোকন্ট্রোল দিয়ে এল ই ডি  মুভিং ডিসপ্লে বানানো যায় । অবশ্যই Schematic ও Code (.hex & ASM) সহ ।
ভালো থাকুন ।

দোয়া করবেন। আল্লাহাফেজ ।

Level 0

আমি hira_lpc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একটা সত্যি কথা বলি ডোন্ট মাইন্ড। কিছুই বুঝি নাই 🙁

Level 0

amio 🙁

Level 0

jotil jinis disen vhy many many thanx

Level 0

চালিয়ে যান

অসাধারণ ………… শুধু মাত্র এখানে কমান্ড করার জন্য এক বছরেরও বেশি সমই পর লগইন করলাম আজ …… 😀 😀

daya kore “http://www.elektroda.pl/rtvforum/files-rtvforum/schtable_7735.gif”
ei link e j picture ta achhey,sekhane “220nf” capacitor achey,..
eita kono dokane khuje pachhi na,etir badole annyo kichu lagano jabe kina bolben plzzz…

Level 0

ভাই অভিজিৎ আপনি .22uf(224) ব্যাবহার করলে হবে ।

Level 0

LED মুভিং ডিসপ্লে এর টিউনটি দেন ভাই।

Level 0

LED মুভিং ডিসপ্লে এর টিউনটি দেন ভাই ?

I have some design of circuit.Its working well.And also Activate the LED’s when I move any object or hand on the IR LED and IR photodiode.But I don’t know how to make the LED’s fade in/out switching.Or if the hand on sensor for some time I want to blink those LED’s like,when Object soo close with the sensor LED’s are so bright and when object moving out from the sensor LED’s get slowly fade out.

I will post a Circuit and please If you can do this effect for this circuit tell me how to do.

http://images.elektroda.net/10_1320855945.png

Level 0

[color=red] Hira: ভাই আপনে কি LED মুভিং ডিসপ্লে এর টিউন করবেন. করলে আমার খুব উপুকার হত আর আমি আপনাকে E-mail করেও অনুরধ করে ছিলম. [/color]

Hira vaiya kon software e circuit design kore play kara jay and fault find kara jay,r circuit design software er bangla pdf tutorial thakle plz 1tu kasto kore den

Level 0

ভাই, Led মুভিং ডিসপ্লে টিউটনি ভাল লাগলো, welcome মুভিং ডিসপ্লে আমি নিজে বানিয়ে এর মজা বুঝতে চাই, আই সি নাম্বার ও পারচ নাম্বার গুলি সেই সাথে ডায়াগ্রাম টা দয়া করে দিলে খুশি হতাম. ইমেলের মাধ্যমে. ধন্যবাদ