কম্পিউটার নিয়ন্ত্রন করুন বাসার যেকোন রিমোট দিয়ে(কম্পিউটার এর জন্য তৈরি করুন ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার)

সবাই কেমন আছেন , মনে হয় ভাল ।অনেক দিন পর টিউন করছি , আমার Tuner Panel সমস্যা থাকার জন্য এত দিন টিউন করতে পারিনি এখন থেকে ইন্নসাআল্লাহ নিয়মিত টিউন করবো ।সবার একটা না একটা হবি থাকে ,  আমার হবি হল ইলেক্ট্রনিক্স ।ছোট বেলা এ জন্য বাবা মা এর অনেক বোকা খেয়েছি । বাসায় নতুন কোন ইলেক্ট্রনিক্স জিসিন আনলেই ওটাকে খুলে আমাকে দেখতে হবেই , অবশ্য এখন এসব জিনিস নিয়েই আমার পড়া শুনা । কথা মনে হয় একটু বেশি বলে ফেললাম। ত যাই হক , আজ আমি যে টিউন টা করতে যাচ্ছি তা হল একটি ইলেকট্রনিক্স বিষয় এর টিউন ।

আমার একটা বদ অভ্যস হল শুয়ে শুয়ে বই পড়া , আর সাথে কম্পিউটার এ উচ্চ ভলিওম এ গান শুনা । কিন্তু অনেক সময় হটাৎ কোন কারনে গান টার ভালো লাগছে না বা সাউন্ড টা একটু কম করার দরকার , এখন আপনাকে উঠে সাউন্ড বা ভলিওম কমাতে হবে , যা খুবেই বিরক্তকর । এখন অবশ্য অনেকে ওয়ালেস সিস্টেম মাউস , কিন্তু এটার দাম অনেক বেশি । আপনি ইচ্ছা করলেই খুব সহজেই বাসায় বসে একটি ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার বানিয়ে নিতে পারেন । আপনি যদি একটু সোল্ডারিং এর কাজ জানেন তাহলে নিজেই বাসায় এটি তৈরি করতে পারেন ।

ir-receiver

ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার চিত্রঃ

সার্কিটে যা যা ব্যবহার হয়েছেঃ

  • একটি 78L05 , 5V রেগুলেটর
  • একটি TOSP1738 IR রিসিভার
  • একটি 4.7k রেজিস্টর
  • একটি 4.7uF ক্যাপাসিটর
  • একটি 1N4148 ডায়োড ও
  • একটি ফিমেইল সিরিয়াল কানেক্টর (DB9 , RS232)

সার্কিট ডায়াগ্রামঃ

ir_receiver

ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার এর সার্কিট ডায়াগ্রামঃ

কিভাবে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার তৈরি করবেনঃ

আপনি খুব সহজেই এটি তৈরি করতে পারেন । তবে এখানে ব্যবহারিত TOSP1738  IR রিসিভার টি সহজে পাওয়া যায় না এতে কোন অসুবিধা নেই , এটি বাদে অন্য ও আপনি ব্যবহার করতে পারেন , আপনার যদি কোন নস্ট / ভাংগা টিভি , ভিসিডি(অবশ্যই রিমোট চালিত হতে হবে) থাকে অথবা আপনার পরিচিত কোন মেকার এর দোকান থাকে  তাহলে সেখান থেকে এটা সংগ্রহ করতে পারেন।

ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার টা কি ভাবে তৈরি করবেন তা নিচে ধাপে ধাপে দেয়া হলঃ

  • প্রয়োজনিও উপকরন এক যায়গায় করে নিন ।

1

উপকরন সমুহঃ

  • এবার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ি সংযগ করুন ।

2

সংযোগ চিত্রঃ

  • সংযোগ দেয়ার পর নিচের চিত্র টার মত হবে ।

3

কিভাবে কাজ করবেনঃ

এখন রিসিভার টা তৈরি হয়ে গেলে , সেটা কম্পিউটার এর কমপোর্ট (এটি কম্যুনিকশন পোর্ট হিসেবে পরিচিত। এক্সটার্নাল মডেম এবং মাউস প্রভৃতি সংযোগের জন্য সাধারণত কমপোর্ট ব্যবহৃত হয়।)এ লাগান । এবার আপনার কম্পিউটার এ BS Player ইনস্টল করে নি। এটা ফ্রী তে এখান থেকে নামিয়ে নিতে পারেন।

এটা ইনস্টল হয়ে গেলে রান করুন এবং Manu তে ক্লিক করুন তারপর Option তারপর Preferences  এ  জান , এখানে দেখুন Key Definitions & Wnlirc এ ক্লিক করুন । এবার আপনি যে ফাংশন গুলো রিমোট দিয়ে যা যা কোন্ট্রল করতে চান তা সিলেক্ট করে দিন (যেমন Play এর জন্য রিমোট এর Play বাটন(অবশ্য আপনি ইচ্ছা মত বাটন ব্যবহার করতে পারবেন)। WinLIRC বাটন নেম এর নিচে ক্লিক করুন এবং বাটন সিলিক্ট করে দিন । এভাবে সকল ফাংশন এর জন্য করতে হবে । এবার ফাংশন সেট হলে আপনার রিমোট টি রিসিভার এর দিকে তাক করে বাটন চাপুন দেখবেন কাজ করছে।

সবাইকে অনেক ধন্যবাদ ।

প্রথম প্রকাশিত এখানে

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে হে হে ……. অবশেষে …..

ওয়েলকাম ব্যাক

আমার দেখা সেরা টিউন এইটা। ধন্যবাদ দিয়ে ছোট করব কিনা ভাবতেছি। 😛

Level 2

বাধন ভাই, আপনার সফটওয়ার লিংক কাজ করেছ না।

ভাই আপনাদের মতো ট্যালেন্ট আমাদের দেশে থাকতে এই দেশের এমন অবস্থা কেন তা আমার বুঝে আসে না।
কঠিন লিখছেন ভাই।

    ট্যালেন্ট থাকলে হবে না তাদের ব্যবহার করতে হবে , তাহলে দেশ এগিয়ে যাবে । ধন্যবাদ ।

Level 0

(( এবার আপনার কম্পিউটার এ BS Player ইনস্টল করে নি। এটা ফ্রী তে এখান থেকে নামিয়ে ))

লিংটা কাজ করছেনা।
ধন্যবাদ

ভাই কি আর বলব ভাষা নাই এক কথায় অসাধারন,আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

খুবই জটিল বিষয় ……… ধন্যবাদ আপনাকে ফাহিম ভাই

টিউনটি নির্বাচিত হিসাবে নেয়া যায় ।সাথে আমার টিউন দেখতে পারেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23999/ আমার মত যারা ইলেক্ট্রনিক্স এর কাজ জানেন না তাদের জন্য ।

    ভাই এটা টেকটিউন্স , cae.com.bd না । ওখানে এ বিষয় নিয়ে টিউন হতে পারে , তাই বলে কি টেকটিউন্স এ বিষয় টিউন করা যাবে না ???

দারুন জিনিস ফাহিম ভাই, ফিরে আসার জন্য ধন্যবাদ।

জোস একটা জিনিস এটি এতদিন কোথায় ছিল রে ভাই???????

চমৎকার টিউন, আপনাকে ধন্যবাদ সুন্দর এ টিউনটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

Level 0

জটিল জিনিস উপহার দিলেন। TOSP1738 IR রিসিভার নতুন কিনতে পাওয়া যায়। দামও খুব একটা েবশি না। অনেক আগে কিনেছিলাম ২৫০ টাকা দিয়ে। এখন হয়তো আরো কমে পাওয়া যাবে। দেশে থাকলে আপনার দেয়া ডিজাইনটা বানাতে পারতাম। আপনার কাছে Relly

    Level 0

    স্যরি, কমেন্টটা সম্পুর্ন করার আগেই ওয়েবপেজটা রিসেট হয়ে গেছে। আপনার কাছে Relly অপারেট করার মতো কোন সার্কিট ডায়গ্রাম আছে? অর্থাত আমি রিমোর্ট দিয়ে কোন একটা Relly সুইচকে On/ Off করতে চাই। একবার এফ. এম.ফ্রিকোয়েন্সী দিয়ে করেছিলমা কিন্তু পারফরমেন্স সুবিধাজনক ছিল না।

    ধন্যবাদ বাবু ভাই । আর আপনি নিচের লিঙ্কটা দেখতে পারেন ।
    Remote control simages

ভাই চালিয়ে জান ১০০% ভাল কাজের তবে আমি করতে পারব কিনা?

    ভাই যাদের ইলেক্ট্রনিক্স হালকা জ্ঞান আছে সেই এটা তৈরি করতে পারবে ।

খুব সুন্দর ! ধন্যবাদ আপনাকে ।

ইসস আমার বেড লাক টাই খারাপ। এইসব জিনিস এর আগামাথা কিছুই বুঝি না 🙁 .. তবে ভালো লিকসেন

    Level 0

    এত দিন জানতাম লাক খারাপ হয়ে বেড লাক হয়………আপনার দেহতাসি উলটা

    গুরুর মুখের উপর কথা???? :-= বিনয়ী থাকো বৎস বহুত নেক অর্জন করতে পারবা।

    গুরু এটা কোন বড় কাজ না 😀

ফাহিম ভাই Thanks,
ফিমেইল সিরিয়াল কানেক্টর (DB9 , RS232) এর অনেক গুলো pin রয়েছে, কোন গুলো তে কানেক্ট করবো ?

আর এই রকম ফিমেইল সিরিয়াল কানেক্টর কো্ন জায়গায় পাওয়া যাবে?

আমার CPU তে এই রকম মেইল সিরিয়াল কানেক্টর নেই ।

Please……….

Level 0

ভাই আপনার টিউনটি অসম্পূন`। এই টিউন দিয়ে কোন কাজ হবে না। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৭০০০০০৭ নম্বরে।

আর কোন কাজ করা যাবে কিনা? pin connection গুলো ভালো বোঝা যাচ্ছে না ।

Level 0

আপনার টিউনটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

fahim vai. আমি বানালাম এটা। onekbar try koreo kaj korche na. problem ta je ki! BS player er WinLIRC er prothom box ei to click kore remote press korte hobe na? ami asole bujhtey parchi na circuit ta kaj korce kina. player e problem naki circuit e? ar 5V je regulator ta use kora hoyeche, apnar chobi te oita choto ekta trangister er moton laglo. amar ta to onek boro.

please ekta druto reply diye HELP korun!

ami ki PC on othoba off o korte parbooo ai Device deya ?????????

ami ki PC on othoba off korte parbooo ai Device deya ?????????

Level 0

valo post of course….

ভাই রিমট transmitter এর circuit চাই……………………………

Level 2

ভাই আপনার দেয়া সার্কিট ডায়াগ্রাম টি যদি এভাবে দিতেন তাহলে খুব ভাল হত
প্রতি টা পার্সের চিত্রের উপর বা পাশে তার নাম ও মান লিখে দিতেন এবং
রেজিস্টর কত ওহম ও ক্যাপাসিটর টি কত ভোল্টের হবে
আপনি এই চিত্র টি দেখতে পারেন http://www.mediafire.com/i/?thdhts46f96h2i0

Level 0

vhai mathata ghuraitese