আপনার নকিয়া মোবাইলের জন্য তৈরি করুন USB চার্জার।

বিসমিল্লাহির রাহমানের রাহিম। সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। যাদের মোবাইলের চার্জার নষ্ট বা অন্য কোন স্থানে গেলে চার্জিং এর সমস্যা তারা একটি নষ্ট USB cable ও একটি নষ্ট চার্জার দিয়ে তৈরি করতে পারেন এ চার্জার।

তার জন্য প্রয়োজন একটি USB cable ও একটি চার্জার। এগুলো নষ্ট হলে ও চলবে।

প্রথমে একটি USB cable এর এক পাশের তার কেটে নিন। চার্জার থেকে চার্জিং পোর্টটি কেটে নিয়ে এর রাবার থেকে আলাদা করুন।

UPRO_USB_CABLE_LG

1

2

33

USB cable এ চারটি তার পাবেন। কালো এবং লাল টি ছাড়া বাকি দুটি টেপ দিয়ে পেছিয়ে নিন যেন একটির সাথে আরেকটি না লাগে।চার্জিং পোর্টের ভিতরের অংশের সাথে লাল তারটি এবং উপরের অংশের সাথে কালো তারটি পেছিয়ে নিন।

5

তারপর টেপ দিয়ে পেছিয়ে নিন।

ব্যাস হয়ে গেল একটি সুন্দির USB চার্জার।

আমার চার্জার নষ্ট হয়ার পর থেকে এ USB চার্জার ব্যবহার করছি।  চার মাসের বেশি হবে। মোবাইলে চার্জ না থাকলে ভার্সিটতে  নিইয়ে যাই এবং   কম্পিউটার ল্যাবে চার্জ দিয়ে নি এর সাহার্যে।

আপনি এটি Laptop এ ও ব্যবহার করতে পারবেন।

কেমন হলো জানবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

very helpful
thanks

    ধন্যবাদ। প্রথম কমেন্টস কারি আপনি।

যথেষ্ট ভাল হয়েছে এবং এটি বানানোও খুবই সহজ । বিশেষ করে যারা অফিসে কাজ করেন , বাসায় চার্জ দেওয়ার সময় পান না – এটি তাদের খুব কাজে আসবে ।
একটি চার্জার পিন কিনতে লাগবে মাত্র ৫ টাকা এবং একটি USB Extension কিনতে খরচ পড়বে মাত্র ২০ টাকা অর্থাৎ মাত্র ২৫ টাকা হলেই এটি তৈরি করা সম্ভব ।

    আপনার কমেন্ট এর কথা গুলো আমার টিউন্সে থাকা উচিত ছিলো।
    ধন্যবাদ আপনাকে।

অনেকদিন পর এমন ক্রিয়েটিভ টিউন দেখলাম।ধন্যবাদ।

    আপনাকেও। আপনার ধ্রুব নামটা আমার খুব পছন্দের। তবে কোন জায়গায় ব্যবহার করিনি, তবে করতে হবে।

সুন্দর! খুব ভাল লাগল। ধন্যবাদ। আরো জটিল কিছুর আশায় আছি……

    আশা করি করব। ধন্যবাদ।

Level 0

খুব সুন্দর টিউন হয়েছে. thanks

Level 0

অনেক সাশ্রয়ি, সময় উপযোগি, …।। মোট থায় দারুন একটা টিউন…।।
তাড়াতাড়ি কপিরাইট নিয়ে নিন, নাইলে…
শন্যবাদ টিউনটির জন্য

    আপনাকে ধন্যবাদ। রকিবুল(আপনাদের Sub modaretor & my Classmeat) এর কাছ থেকে আপনার কথা জেনেছি।
    আর কপিরাইটের দিকটা আপনি যদি দেখতেন………।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও
    আর হা কপিরাইট করতে কি করতে হবে ???
    সত্যি যদি করতে চান তবে আপনাকে ইউনিক ব্যাপার নিয়ে করতে হবে এবং সরকারের কাছে ঝমা দিতে হবে

আমার নকিয়ার জন্য ২ টি চার্জার রয়েছে। একটা হল নকিয়ার সাথে দেয়া আর অন্যটা ৮০ টাকা দিয়ে কিনা। আমার ২ টা একই মানের ব্যাটারি। একটা ব্যাটারিতে নকিয়ার চার্জার দিয়ে চার্জ দিলে দেখা যাচ্ছে আমার ব্যাটারির চার্জ অনেক্ষণ থাকছে এবং ৩ বছর পর্যন্ত টিকে আছে। আর অন্য ব্যাটারিতে ৮০ টাকা দিয়ে কেনা চার্জার দিয়ে চার্জ দেয়ার পর চার্জ খুব কম সময় থাকে এবং ব্যাটারির মেয়াদ খুব একটা দীর্ঘকাল হয় না। এর মানে কি দ্বারাচ্ছে? চার্জারের উপরও ব্যাটারির ভাল, খারাপ অনেকাংশে নির্ভর করে।

গুরুত্মপূর্ণ প্রশ্নঃ আমাদের কম্পিউটারের USB দিয়ে চার্জ দিলে কি ব্যাটারির চার্জের সময়কাল এবং ব্যাটারির বেশি দিন টিকার দীর্ঘস্থায়ীত্মতা হারাবে ? আর যদি না হারায় কেন হারাবে না? একটা মোবাইল চার্জারের সার্কিট এবং পিসির USB এর সার্কিট কি একই নাকি?

    ব্যাটারীর আয়ুষ্কাল প্রধানত নির্ভর করে ২ টি বিষয়ের উপর –
    1 ) Over Charging এবং
    2 ) Deep Dis-Charge

    আপনার নোকিয়া সেটের সঙ্গে যে চার্জারটি তার পরিমাপ হলো ৫ ভোল্ট এবং ৫০০ মিলি এ্যাম্পিয়ার । ফলে আপনার ব্যাটারী বাজারের অন্যান্য চার্জরের তুলনায় দ্রুত চার্জ হয় । আপনি যখন বেশি সময় ধরে চার্জ দেওয়ার চেষ্টা করবেন , তখন সেটা হবে Over Charging . ফলে Over Charging এর কারণে আপনার ব্যাটারী ক্ষতিগ্রস্থ হতে পারে । সেজন্য আপনার Orginal Charger এর Circuit এ Auto-Cut-Off Circuit টি যুক্ত করা আছে । আপনার ব্যাটারী যখন Full হবে তখন এই Auto-Cut-Off Circuit টি Automatically অতিরিক্ত Current কে Cut-Off অর্থাৎ Bypass করে দিবে । ফলে আপনার ব্যাটারী Over Charge হওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং ব্যাটারীর ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে ।

    বাজারে যে চার্জারগুলো পাওয়া যায় তার পরিমাপ হলো ৪.২ ~ ৪.৫ ভোল্ট এবং ৩০০ মিলি এ্যাম্পিয়ার । ফলে ব্যাটারী চার্জ হতে একটু বেশি সময় লাগবে । যদি আপনি Orginal চার্জারের মতই একই সময় ধরে চার্জ দেন তাহলে মোবাইলে চার্জ বেশিসময় থাকবে না । কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এদের Auto-Cut-Off Circuit টি নেই । ফলে ব্যাটারী Full চার্জ হওয়ার পরেই আপনি যদি চার্জে লাগিয়ে রাখেন তাহলে আপনার ব্যাটারী Over Charging হতে থাকবে এবং ব্যাটারীর আয়ুষ্কাল করে যাবে ।

    আর আপনার মোবাইল Low Battery Signal দেওয়ার পরেও আপনি যদি মোবাইল চালু রাখেন তাহলে ব্যাটারী Deep Dis-Charge হতে শুরু করে এবং ব্যাটারীর আয়ুষ্কাল কমে যেতে থাকে ।

    আর কম্পিউটারের USB Port এর পরিমাপ হলো ৫ ভোল্ট ১০০ মিলি এ্যাম্পিয়ার । যেহেতু এর কারেন্টের পরিমাণ খুবই কম – মাত্র ১০০ মিলি এ্যাম্পিয়ার , সেহেতু USB Port দিয়ে ব্যাটারী চার্জ হতে সবচেয়ে বেশি সময় লাগবে । আর চার্জারের সার্কিটের তুলনায় কম্পিউটারের মার্দারবোর্ডের সার্কিট কয়েকশত গুণ উন্নত । তবে একটাই সমস্যা হলো USB Port এর আগে কোন Auto-Cut-Off Circuit বসানো হয় নাই । সুতরাং ব্যাটারী Full Charge হয়ে গেলে আপনাকেই এটা USB Port থেকে সরিয়ে নিতে হবে । আমার মনে হয় না আপনাকে সেটা করার প্রয়োজন রয়েছে – কারণ কম কারেন্ট সরবরাহ থাকার জন্য USB Port দিয়ে ব্যাটারী Full Cahrge হতে ৫ থেকে ৭ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে । এটা ছাড়া USB Chager এর আর কোন দ্বিতীয় সমস্যা নেই ।

    এবং USB Chager দিয়ে ব্যাটারীর কোন ক্ষতি হবে কিনা – সেটা তো আপনারা এখন নিজেরাই ভাল বুঝতে পারছেন !

    অবশ্যই হারাবেনা।
    ।মোবাইল চার্জারের সার্কিট এবং পিসির USB এর সার্কিট একই না তবে উন্নত।

    আর এ সম্পর্কে নিছে আরো বেশি করে বর্ননা করেছি। একটু কষ্ট করে নিছে যান।

    ধন্যবাদ গোকুলের ষাঁড় ভাই এবং জাকির ভাইকে।

    গোকুলের ষাঁড় ভাই। আপনাকে ধন্যবাদ সুন্দর ভাবে কারিগরি দিক গুলো বর্ননা করার জন্য।

অসাধারন টিউটোরিয়াল

Level 0

ভাল টিউন & ভাল ফলাফল।

ভাল টিউন।জটিল বুদ্ধি।

ভাল একটা জিনিস শিখলাম আপনার টিউন থেকে,অনেক ভাল টিউন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ আতাউর রহমান ভাই।

আপনাকে ধন্যবাদ প্রয়োজনীয়, সুন্দর এবং সহজ একটি টিউন করার জন্য। আমিও অন্য একজন মন্তব্যকারীর সাথে একমত হয়ে জানতে চাচ্ছি, এটি ফোনসেট এবং ব্যাটারির জন্য কতটুকু নিরাপদ?
আপনার মতামতের আপেক্ষায় রইলাম।

    আগে আমার একটি প্রশ্নের উত্তর দেন, আমরা যখন কোন USB PEN Drive বা আন্য কোন Device ডুকাই তখন এটি কার পাওয়ারে চলে? CPU এর দ্বারা না? CPU তে মোবাইলের চেয়ে সূক্ষ যন্ত্রপাতি আছে যা power সিস্টেম দ্বারা পরিচালিত হয়। মোবাইলে চার্জ ও হবে power সিস্টেম দ্বারা। সুতরাং কোন ভয় নেই। আমি ৪ মাস আগ থেকে ব্যবহার করছি। আমর মোবাইল( NOKIA 6300) এখনো চার্জিং অবস্থায় আছে এই USB চার্জার দিয়ে। বাকি গুলো বুঝে নিন…………। ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

Level 0

সত্যি দারুন একটি জিনিষ, ধন্যবাদ।

Level 0

Amar mone hoy , Eita mobailer jonno kharap kono probhab Felbe. But thanks For ur new idea.

    Level 0

    শুধু সহজ ব্যপারটা বুঝেন
    তিনি উল্লেখ করেছেন তিনি ৪ মাস থেকে ব্যবহার করছেন
    তাই নো চিন্তা; ডু ফুর্তি

ধন্যবাদ আপনাকে। আগেই জিনিসটা দেখেছিলাম, কিন্তু আপনি সবার জন্য বাংলায় তরজমা করে দিলেন তার জন্য প্রশংসা করতেই হয়। আর সবার জন্য: গোকুলের ষাঁড় ভাই যে বিস্তারিত কারিগরি দিক গুলো তুলে ধরেছেন, তা সবাই একটু ভালো করে পড়লে এর সবকিছু জানতে পারবেন। যদি এর সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে আপনারা নোকিয়ার CA-100 ব্যবহার করতে পারেন। এর সম্পর্কে বিস্তারিত http://europe.nokia.com/find-products/accessories/all-accessories/memory-cards-and-cables/cables/nokia-cable-ca-100 এই লিঙ্কে জানতে পারবেন। জিনিস প্রায় একই। কিন্তু মূল্যের দিকে আকাশ পাতাল ফারাক। তা ছাড়া নিজে নিজে কিছু করার আনন্দই আলাদা। ধন্যবাদ সবাইকে।

    আমি বাংলায় তরজমা করি নাই। যখন আমি এটা তৈরি করেছি তখন আমার নেট ছিলো না। নিজে নিজে ই তৈরি করেছি।

ধন্যবাদ, সুন্দর টিউনের জন্য।

ধন্যবাদ

খুব উপকারী িটউন । ধন্যবাদ জািকর ভাই ।

অনেক ভালো লাগলো।

    ধন্যবাদ। কাজে লাগলেই আমি খুশি

Level 0

ধন্যবাদ

Level 0

জাকির ভাই অসংখ্য ধন্যবাদ, সুন্দর টিউনের জন্য……………………… অাপনার কাছে অারো টিউন অাশা করি।

    জ্বি ভাই, আমি অনেক দিন হল ইলেক্ট্রনিক্স নিয়ে ঘাটতে পারি না 🙁 কম্পিউটার নিয়েই আছি। আবার ও আমি আশাকরি ইলেক্ট্রনিক্সে ফিরে যাবো। হয়তো একবারে রোবোটিক্স নিয়ে লেখা শুরু করব। দোয়া করবেন।

সুন্দর টিউন। "ধন্যবাদ"

Level 0

Unique tune. thanks.

তৈরী করা লাগব

vai apnar nice tune tar jonno Thnaks.

ami r-o on1 happy hotam jodi apni amk 1tu janatan kibhava USB port thaka power nia ami LED bulb jalata parbo?
USB ta thaka 5-6 volt, But LED-r jonno dorkar 3 volt,
2ta LED Serij a dila 1 ta vlo jola r 1ta jola na,
ami chacchi 2-3 volt komanor kono Curcit
apni jodi 1 tu kosto kora amak buddi ditan…….

ধন্যবাদ