ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০২] :: আপনার কম্পিটারের অথবা মোবাইল ফোনের জন্য একটি হাই ফাই এম্পলিফায়ার।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

                                    আসসালামু আলাইকুম সালাম

বন্ধু গভীর রাত হয়েছে টিউন করতে বসলাম জানিনা কেমন হয়

ঘুমের চাপে কি লিখতে কি লিখে বসি বুঝতে চিনা,যাই হোক কাজের

কথায় আসি আজ আপনাদের কে একটি সার্কিট দেখাব আমি মনে করি

কম্পিউটারে যেসব বন্ধুরা ব্যবহার করেন কমবেশী সকলের কাজে

লাগবে। এবং মোবাইল ফোন যে সকল বন্ধুরা ব্যবহার করেন আশা করি

তাদের ও কাজে লাগবে নিশ্চয়ই হেডলাইন দেখেই বুঝতে পারছেন

সার্কিট কি, আসুন এবার কাজের কথায় আসা যাক আজকের সার্কিট

হল হাই পাই এমপ্লিফায়ার সার্কিট এই সার্কিটে খুব ছোট একটি আইসি

দিয়ে ডিজাইন করা। কিন্তু গুনগত মানের দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি

খুব ভালো,এই সার্কিট দিয়ে বর্তমানে বাজারে ভাল ভাল কোম্পানি গুলা কম্পিউটারের

সাউন্ড বক্স হিসেবে বাজারে বিক্রি করে থাকে। আপনার সার্কিট খুব ভাল স্পিকার ও

খুব ভালো কিন্তু কোন দিন ভাল সাউন্ডের আশা করতে পারবেন না যদি

আপনার সাউন্ড বক্সটি ভাল না হয়। সেই সাথে আপনাকে এম্পলীফায়ারের

সার্কিটের সাথে স্পিকারের ওয়াট এবং ওহুমস মিলিয়ে এমপ্লিফায়ার তৈয়ার করতে হবে।

আপনি যদি মনে করেন এক ব্যাটারি রেডিওর সাথে (12") বার ইন্চি স্পিকার লাগিয়ে

দিলে সাউন্ড বেশি হবে এটা হবে আপনার ভুল, কারণ স্পিকারের সাথে সামঞ্জস্য

রেখেই এম্পলিফায়ার তৈয়ার করতে হবে।

                                                   আসুন এবার কয়েকটি স্পিকার বক্সের ডিজাই দেখি।

                                                                    

আপনি এরকম একটি বক্স তৈয়ার করে নিবেন তৈয়ার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কোন জুরা দিয়ে যেন বাতাস বাহির না হয়

এজন্য আপনাকে জোড়া লাগানোর সময় ভাল করে পেস্ট লাগিয়ে নিতে হবে।এই বক্সে তিনটি গার্ড করা হয়েছে বড় টি অফার লাগাবেন

ছুটি টুইটার লাগাবেন একেবারে ছোট খোলা রাখবেন যাতে করে বক্সের ভিতরের সকল বাতাস এবং ভিট বাহির হয়।

                                                                                                   

আপনি ইচ্ছা করলে এ ভাবে বক্সের ভিতরে ক্রসওভার লাগাতে পারেন যা নাকি আপনার বক্স এর সাউন্ড কে আরও শ্রুতি মধুর করে তুলবে

অফার মিডরেঞ্জ এবং টুইটার সাউন্ড কে পৃথক পৃথক করে দিবে ফলে সাউন্ড হবে অনেক সুন্দর।

যাই হোক আল্লাহ চাহিতে ক্রসঅভার সম্পূর্ণসার্কিট অন্য কোন দিন টিউন করব।

                                                                          

                                                    এ রকম ডিজাইনের ও বক্স তৈয়ার করতে পারেন এই বক্সিটিও সাউন্ড মোটামুটি ভালো

                                                                                  আরো কয়েকটি বক্স আপনাদের কে দেখাই যদি পছন্দ হয়।

                                    

যদি আপনি তিনটা স্পিকার ব্যবহার করেন তাহলে আপনাকে এরকম একটি বক্স বানাতে হবে।

কটি অফার একটি মিডরেঞ্জ একটি টুইটার বাতাস এবং ভিট বাহিরের জন্য

বক্সের পিছন দিয়ে একটি গার্ড রাখা হয়েছে।

                                                                     

                                  এই সার্কিটটি বাজানোর জন্য এরকম   40w   4 ওহুমস  স্পিকার লাগাতে পারেন।

                                                                আসুন এবার এম্পলীফায়র সারকিটটি দেখি=

                                                                                      

                                                                             এটি হল এম্পলীফায়র সারকিটটি

এটি হল TDA2030A  এম্পলীফায়ার পাওয়ার আইসি

আইসিটি এ ভাবে ধরলে বাম দিক থেকে পা গুনা শুরু করতে হবে, আইসিটির মোট পাঁচটি পা ডান পাশের শেষ পা পাঁচ নাম্বার পিন।

এখানে একটি বিষয় লক্ষ্য করুন আইসির সাথে মোটা এলুমিনিয়ামের প্লেট লাগানো রয়েছে না হয় আই সি টি অতিরিক্ত

গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে অ্যামোনিয়াম প্লেট টি কে হিটসিং বলা হয়।

আইসিটি ভাল করে দেখুন হিটসিং ছাড়া  ব্যবহারের ফলে অতিরিক্ত  গরম হয়ে এ অবস্তা হয়েছে। অবশ্যই ভাল করে হিটসিং লাগিয়ে নিবেন

যেগুলো আপনার লাগবে মনুর জন্য, ষ্টেরিও জন্য ডাবল কিনতে হবে।

1/  TDA2030A আইসি একটি

2/  40W 4 ওহুমস  স্পিকার একটি

3/  2200mf   ইলেক্ট্রলাইটিক কেপাসিটর দুই টা

4/  22mf   ইলেক্ট্রলাইটিক কেপাসিটর  একটি

5/  0.1 কেপাসিটর  তিনটি

6/  IN 4007 রেক্টীফায়ার ডায়ড দুইটি

7/  22k রেজিষ্টর দুইটা

8/  1.5 ওহুমস রেজিষ্টর একটি

9/  680 ওহুমস রেজিষ্টর একটি

TDA2030A এম্পলীফায়ার ডায়াগ্রাম, পার্স এর পাশে মান লেখা আছে আইসিটি মনো আপনাকে স্টিরিও জন্য এরকম দুটি সার্কিট বানাতে হবে।

বাজার থেকে আইসি কেনার সময় অবশ্যই 2030 লিখার পরে A লিখা দেখে নিবেন কারণ A লিখা ছাড়া TDA2030 আইসি ওয়াট এবং ভোল্ট

দুটাই কম। এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে   সাপ্লাই ভোল্ট হিসেবে    18V  ভোল্ট  5A  ট্রান্সফরমার লাগাতে হবে।

এম্পলীফায়ারের সাথে যে ভাবে ভলিয়াম এবং টোন কানেকশন দিবেন এখানে ষ্টেরিও মোড দেখানো হয়েছে। ডান পাশে আউট পুট

মানে আপনার কম্পিউটার দিয়ে বাজাতে চাইলে এখানে সংযোগ দিবেন আর মোবাইল ফোন দিয়ে বাজাতে চাইলে এখানে সংযোগ দিবেন।

বাম পার্শে ইনপুট মানে এমপ্লিফায়ার থেকে আসা অডিও সিগনাল এখানেই সংযোগ দিবেন।

এখানে একটুক সহজ করে দেখানো হয়েছে যে ভাবে কম্পিউটারের সাথে কানেকশান দিবেন।

পাওয়ার সাপ্লাই সার্কিট সবাই হয়ত জানেন এ জন্যই দেই নাই।

আল্লাহ হাফেজ

মোঃ সেন্টু খান কিশোরগন্জ বাংলাদেশ

01713531965

facebook.com/santo.khan.921

Level 2

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মাথায় কিছুই ঢুকে নাই। পোস্ট টা ভাল লাগসে…………।

    Level 2

    @FA Shopnil: চেষ্টা চালিয়ে যান

ভাই বুঝতেপারলাম না।
এমন একটা বানাতে কতো খরচ পরতে পারে?

    Level 2

    @জুবায়ের আহমেদ: সব মিলিয়ে 15 অথবা 16 শত টাকা প্রায়।

ভাইয়া মোটামুটি খরচে কিভাবে একটা পাউয়ার ফুল বেজ সহ একটা স্পিকার বানানো যায় এবং দাম শহ টিউন চাই।

    Level 2

    @সুদীপ: ভাই পাউয়ার ফুল স্পিকার বলতে এটার কোন শেষ নাই আপনি ইচ্ছে করলে লক্ষাদিক টাকা খরচ করেও বানাতে পারবেন কিন্তু এখানে অল্প টাকার মধ্যে TDA2030A আইসিটির সাউন্ড কোয়ালিটি ভাল ।

Level 0

sundor

    Level 2

    @BD Razzak: ধন্যবাদ আপনাকে

ভাল

    Level 2

    @SAHEB BISWAS: ধন্যবাদ ভাইয়া।

Level New

ভাই এটা দিয়ে কি প্যারালাল বা সিরিজ সংযোগ শুধুমাত্র দিয়ে ১৫-২০টি হেডফোন চালানো যাবে? আর ৫ এম্প ১৮ ভোল্টের ট্রান্সফর্মারের দাম কত হতে পারে?

    Level 2

    @Iqbal Ahmed: ১৫-২০টি হেডফোন চালানো যাবে প্যারালালে 18v 5A ট্রান্সফর্মারের দাম প্রায় পাচ শত টাকা

ট্রাই করে দেখতে হবে ।

    Level 2

    @নীলোৎপল বেদী: ধন্যবাদ ভাইয়া

puriy mata nasto hoha jaba amar…………….

    Level 2

    @মিজান রহমান: ভাইয়া মনে সাহস রাখেন একদিন ঠিক পারবেন,আপনার আমার মতই মানুষ বিমান তৈরী করতেছে এত হল সাধারন জিনিষ পারবেন না কি জন্য।

Dhaka te pawa jabe…

    Level 2

    @mdmosta3191game: পাউয়া যাবে।

Dhaka te kothai IC soho baki product pawa abe…….

    Level 2

    @mdmosta3191game: ঢাকাতে রেডিও টেলিভিশানের পার্স বিক্রি করে এমন দোকানে পাবেন

Level 0

ভাই অসম্ভব সুন্দর হয়েছে। চালিয়ে যান।

ভাই প্রশ্ন ছিল। সেটা হল যে- আমি যদি ৫ঃ১ (মানে স্পিকার আর উফার আলাদা) স্পিকার সাথে উফার টা বানাতে চাই তাহলে কিভাবে সাউন্ডবক্সগুলো আর উফার এর বক্স আলাদা করে বানাবো? শুধু ভাল উফার বানানোর সার্কিট টা যদি দিতেন আর তার সাথে কিভাবে সাউন্ডবক্সগুলো লাগাবো তার টিউন করতেন তাহলে খুবই ভালো হত।

জানাবেন দয়া করে।

Level 2

সেন্টু ভাই যদি সম্ভব হয় একটা working Audio Sub-woofer preamplifier এর circuit Diagram দেন.

ভাল লাগল

ভাই TDA2030L IC দিয়ে কি কাজ হবে?