আপনার স্মার্টফোনের চার্জ যদি তাড়াতারি শেষ হয়ে যায় তাহলে এই টিউনটা একবার দেখে যেতে পারেন।

আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে বেশীরভাগ মানুষেরই একটি সমস্যায় পড়তে হয়। আর সেটা হল মোবাইলের ব্যটারীর সমস্যা। মানে তাড়াতারি চার্জ শেষ হয়ে যাওয়া। আর যখন আপনি কোনো জায়গায় ভ্রমণ করতেছেন বা এমন জায়গায় গেলেন সাথে চার্জার নেই, সেই অবস্থায় যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে মেজাজটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক।  দামি মোবাইলে ব্যটারী দেয় শক্তিশালী। কিন্তু আপনি চাইলে আপনার কাছে থাকা মোবাইল এর এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সে জন্য আপনাকে কিনতে হবে পর্টেবল চার্জার। যা আপনি যে কোনো জায়গায় মোবাইল চার্জ দিতে পারবেন। যা আপনাকে হয়তো কিছুটাও স্বস্তি দিতে পারবে বলে আমি মনে করি। তাই আপনাদের সামনে কিছু ভাল মানের পর্টেবল চার্জার এর স্পেসিপিকেশন নিচে দিলাম।

 

 

স্যামসাং  সোলার প্যানেল পাওয়ার ব্যাঙ্ক

  • ক্যাপাসিটিঃ 8000mah
  • Solar Plate Current:18.5Wh (Crystalline silicon)
  • সৌরশক্তিতে চার্জ দেয়া যায়।
  • Cell type: Li-polymer battery
  • Input: 5.0V DC, output: 5.0 V DC 1000mA, output 2:5.0V 2100mA
  • LED পাওয়ার ইন্ডিকেটর
  • দাম ২১৯০ টাকা এর কাছাকাছি।

 

 

 

অরিজিনাল SAMSUNG পাওয়ার ব্যাংক

  • হাই কোয়ালিটি SAMSUNG পাওয়ার ব্যাংক-20000 mAh
  • অরিজিনাল স্যামসাঙ প্রোডাক্ট
  • পাওয়ার ইনপুট: DC 5V, 0.5A ~ 1.A( Max )
  • আউটপুট:DC 5V; 1A
  • Model- DLP-8900
  • কোরিয়ার তৈরি
  • আইফোন এবং সকল স্মার্টফোন এ ব্যবহার করা যাবে
  • দাম ২২০০ টাকা এর কাছাকাছি।

 

 

 

সনি পাওয়ার ব্যাঙ্ক

  • ক্যাপাসিটি: 10000 mAh
  • iPhone/iPod এর জন্য।
  • পাওয়ার ইনপুট: DC 5V, 0.5A ~ 1.5A( Max ); আউটপুট:DC 5V; 3.6A (Max)
  • দুটি ইউএসবি পোর্ট
  • সাইজ: ৭০.৪ x ১৩০.৬ x ১৬.৫মিমি
  • চার্জিং টাইম: ৮ ঘন্টা
  • লাইফ স্প্যান: ১০০০ চার্জ সাইকেল
  • দাম ২২৫০টাকা এর কাছাকাছি।

 

 

 

ফেরারী পাওয়ার ব্যাংক

  • স্মার্ট ডিভাইসের জন্য ৪৫০০ mAh পাওয়ার ব্যাংক
  • কালার: হোয়াইট, ব্ল্যাক
  • ক্যাপাসিটি: ৪৫০০ mAh
  • কমপ্যাটিবিলিটি: সকল স্মার্টফোন
  • দাম ১১০০ টাকা এর কাছাকাছি।

 

 

 

এসটার্ম মিনি পাওয়ার ব্যাংক

  • হাই কোয়ালিটি Astrum পাওয়ার ব্যাংক mAh-2600mah
  • ব্যাটারি: lithium-ion Samsung battery
  • আউটপুট ভোল্টেজ: 5V/1A
  • ইনপুট ভোল্টেজ: 5V 1A
  • ডাইমেনশন: 96 x 24 x 22mm
  • ওজন: 68g
  • দাম ১৬৭৫ টাকা এর কাছাকাছি

 

😆 সময় পেলে আমার ফেসবুক ফান পেইজে ঘুরে আসবেন 😆

ফেসবুকে আমাকে পেতে চাইলে  ক্লিক করুন

টিটির সাথে থাকুন এবং সবাইকে ধন্যবাদ

Level New

আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

10000 mAh এর power bank দিয়ে 2200 mAh এর মোবাইল কয় বার চার্জ করা যাবে?

Ekta kena dorkar “অরিজিনাল SAMSUNG পাওয়ার ব্যাংক” etai sobchay valo mone holo. Kothay paoya jabe original ta kew bolte paren. 🙂

w68 এ কি এভাবে চার্জ দেবার কোন ব্যাবস্তা আছে। থাকলে দয়া করে জানাবেন।

ey charger diye battery charge hte ki normal charger er mto same tym lagbe?

Level 2

suggestion please about this tune

https://www.techtunes.io/help-ask/tune-id/326565

head line er shate post er kono mill nei……….!!!!