555 Timer IC: প্রোজেক্ট:: ১ :: “পিই” শব্দের অ্যালার্ম বানিয়ে ফেলি

আসসালামু আলাইকুম,

কেমন আছো সবাই? আমি এক ছাত্র, সকল বিষয়ের ছাত্র, বলার মতো আমার কিছুই নাই।

নতুনদের জন্য এই টিউনে নতুনদের স্বাগতম ও সালাম, পুরাতনদের তো অবশ্যই। লেখালেখিটা সবার জন্যই করতে চেষ্টা করি।

ভুল ত্রটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।

 

ইলেকট্রনিক্স নিয়ে আমার সাত বছর বয়স থেকে আগ্রহ, সেই থেকে বিভিন্ন সার্কিট ও সিস্টেম বানানোর চেস্টা করে যাচ্ছি।

 

এখন আমার ভুলবসত বানিয়ে ফেলা সার্কিটটি আপনাদের দিয়ে দেবো।

আমাদের অনেক কেই না না কাজে অ্যালার্ম তৈরি করে কাজ করতে হয়।

ভাগ্য ভাল থাকলে অনেকের বাযারে বিল্ট ইন অ্যালার্ম থাকে যেটা সুর তৈরি করে।

কিন্তু অনেকে যে এটা খুজে পান না সেটা আমি জানি, কারন আমি নিজেও এরকম বিল্ট ইন অ্যালার্ম পাই নি।

তাই আজকের এই শর্ট প্রোজেক্ট।

 

এটা বানানোর জন্য আপনাদের লাগবে,

  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম রিসিস্টর
  • ক্যাপাসিটর 2uF
  • ক্যাপাসিটর 4uF
  • সুইচ
  • স্পিকার বা বাযার

এখন ডায়াগ্রাম দেখো, আশা করি দেখলেই বুঝে ফেলবেন। না বুঝলে আমি আছি আপনার সাথে ফেসবুকে।

আমার ব্লগ

যদি কোনরুপ সমস্যা হয়, তবে টিউমেন্ট করবেন।

আমার ব্লগ

আর্জেন্ট যোগাযোগে ফেসবুক আছে আমার।

আমার অন্য সাইট জিআর+

আমার ফেসবুক পেজ 

আমার আর কিছু বলার নেই, তবু ও লিখতে হচ্ছে কারন দুই শত সব্দ না তৈরি করলে আমাকে টেকটিউনস টিউন পাবলিশ করতে দেবে না।

সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি,

আল্লাহ হাফেজ।

 

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Bhai Amar ekta happy birthday tone circuit ase .Ami eta diye calling bell banate chai with 3v power supply.ami kivabe banate pari? Help me pls.Also thanks for tune.

    আপনি যদি ডায়াগ্রাম আঁকতে পারেন তবে একে দেখাবেন?