DC ATX Power Supply নতুন সম্ভাবনা, তৈরীতে সাহায্য প্রয়োজন।

"বিসমিল্লাহির রাহমারনির রাহিম"

বুক ভরা আশা নিয়ে টেকটিউনসে একটা বিষয় শেয়ার করলাম। আশা করি এখানকার ইলেক্ট্রনিক্স মেধাবী টিউনার গনের কাছ থেকে সঠিক পরামর্শ / সহযোগিতা  পাবো।

আমার জানি ডেক্সটপ কম্পিউটার চালাতে ATX power supply ব্যবহৃত হয়।

এটি এসি ২২০ ভোল্টকে ট্রান্সফরমার মাধ্যমে ডিসি ১২, ৫ এবং ৩.৩ ভোল্টে পরিনত করে পিসি তে স্পালাই দেয়। তার মানে পিসি চালেতে মূলত ডিসি ১২, ৫ ও ৩.৩ ভোল্ট দরকার।

আমরা যখন বিদ্যুত চলে গেলে ইউপিএস দিয়ে পিসি চালায় তখন একটি ১২০০ ভিএ ইউপিএস ব্যাকআপ দেয় ২০ থেকে ২৫ মিনিট। অথচ এই ব্যাটিরি দিয়েই ৩০ মিনিটের উপরে ব্যাকআপ দেয়া সম্ভব।

আমারা জানি ইউপিএস ব্যাটারির ১২ ভোল্ট ডিসি কারেন্টকে ২২০ ভোল্ট এসি কারেন্টে পরিনত করে। পিসির পাওয়ার স্পলাই আবার সেই ২২০ ভোল্ট এসি কারেন্টকে ডিসি ১২, ৫ ও ৩.৩ ভোল্টে পরিনত করে। এই দুই কনভর্টারে প্রয় ২০% শক্তি নষ্ট হয়। (পিসির পাওয়ার স্পলাই এর পিছন দিয়ে গরম বাতাস আর ইউপিএস এর বড় বড় হিটসিং দেখলেই এটা অনুমান কার যায়)

আমরা যদি ব্যাটারির ১২ ভোল্ট কে কনর্ভাটিং বাদ দিয়ে ইউজ করতে পারি তাহলে বিদ্যুত অনেক সেভ হবে এবং আমাদের ব্যাটারি অনেকক্ষন ব্যাকআপ দিবে।

ভাবছেন অনেক কঠিন কাজ। আমি তো মনে করি অত কঠিন না। আর যারা ইলেক্ট্রনিক্স নিয়ে পড়াশুনা / কাজ করেন তাদের কাছে তো আরো সহজ হবার কথা।

চায়না অনেক আগেই বানিয়েছে। ইমপোর্ট করলে দাম পরবে ১৫০০ টাকার মত। কিন্তু আমি মনে করি আমাদের মেধাবীরা কম খরচে এর চেয়ে ভালো মানের ডিসি পাওয়ার স্পলাই বানেতে পারবে ইনশাআল্লাহ। নিচে কয়েকটা ছবি দিলাম। খুবই সিম্পল..

একটি এসি পাওয়ার স্পলাইয়ে যত ক্যাপাসিটর, আইসি ও রেষ্টেন্স লাগে ডিসি পাওয়ার স্পলায়ে তার অর্ধেক ও লাগে না। তাই দামও অর্ধেক হবার কথা।

আমি এতো কথা বললোও আসলে আমার ইলেক্ট্রনিক্স সম্পর্ক বিশেষ কোন ধারনা নাই। তাই এই বিষয়ে এক্সপার্ট ভাইদের মতামতের দিতে তাকিয়ে থাকলাম।

শুধু এই ২৪ পিনের জ্যাক টাই কঠিন এটা বানাতে পারলে বাকি ১২ ও ৫ ভোল্টের জ্যাক কোন ব্যাপরই না।

ধন্যবাদ সবাইকে!

Level New

আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ইলেক্ট্রনিক্স ভাই এরা একটু সারা দিয়েন।
কারন এটা করতে পারলে সোলার দিয়েও আমরা ডেক্সটপ চালাতে পারবো।
সবচেয়ে বড় কথা দেশের বিদ্যুৎ শক্তি কিছুটা হলেও সেভ করতে পারবো।
তাই দেশের কাথা চিন্তা করে আসেন ভাই চেষ্টা করি।

Level New

একবার শুনেছিলাম সোলারিক নামে একটি কম্পানি এই বিষয়ে চেষ্টা করছে।
তবে কেউ উদ্দ্যোগ নিলে আমি ইনভেস্ট করতে রাজি আছি।

Level New

কেউ যদি বানিয়ে দিতে পারেন , আমি ১০০০ পিস অর্ডার দিতে পারবো।

Level New

আরমান ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমি প্রায় দেড় বছর আগে এটা বানিয়েছলাম,তবে continuse চালাইনি, just sudhu পরিক্ষা চালিয়ে সফল হয়েছিলাম,পরে আর কাজ করা হয়ে ওঠেনি। আজ আপনার মুখে প্রথম এটা শুনে অবাক হলাম তাই লগিন করলাম বলার জন্য। আমি ইলেচক্ট্রনিক্স নিয়া পড়িনা। শখের জন্য নিজে চেষ্টা করি। আমার skype id: warufh
contact korar kono way din please(jody chan tobe)

    Level New

    রিপন ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
    আমিও আপনার সাথে যোগাযোগ করতে চাই।
    আমার ছোট খাটো কম্পিউটার ব্যাবসা আছে।
    আমার ফোন ০১৯৯-১৭০-৯৪৯৫
    ভাই আসেন কথা বলি…

    Level New

    রিপন ভাই এর সাথে কথা বলে ভালো লাগলো। একটা নতুন আইডিয়া পেলাম।
    AC power supply এর ভিতরে যেখানে ট্রান্সফরমা থেকে ১২ ভোল্ট আউট হয়েছে
    সেখানে ব্যাটারি থেকে ১২ ভোল্ট ইন করে দেখি কি হয়।
    তারপর সমস্যা যেটা সামনে আসবে সেটা সল্ভ করার চেষ্টা করবো
    বাকিটা আল্লাহ ভরসা

Level New

sorry arman vai,oporer coment e akta kotha vule gesi bolte ta holo, ami baniye apnar kase bikri korbo e jonno jogajog korte bolini. apni banate chesta korsen kina?chesta kore thakle kotha bolbo bt bikri korar jonno noy karon interest bosoto koresilam, bussiness korar moto dokkhota try korini

    Level New

    শখের বশে করেছিলেন ভালো কথা। এই ভাবেই অনেক বড় আবিস্কারের জন্ম হয়েছে।
    আমরা কম্পিউটারের ছোট ছোট অনেক যন্ত্রাংশ নিজেরাই দেশে তৈরী করতে পারি।
    এই ভাবে আমাদের দেশও একদিন চায়নার চেয়ে এগিয়ে যাবে।

    এটা কম খরচে বানাতে পারলে আমরা বিদ্যুৎ এর অনেকাংশ অপচয়ই ঠেকাতে পারবো
    আর আমাদের ইউপিএস এর ব্যাকআপ ও অনেক বেড়ে যাবে।
    কারন এলইডি মনিটর সহজেই ব্যাটারি দিয়ে চালানো যায়, এখন শুধু পিসিটা চালাতে পারলেই হলো!

      Level New

      আর একটি কথা আপনি যেটা বানিয়েছিলেন সেটা কি এখনও আছে।
      আমাদের সাথে একটু শেয়ার করুন, হয়তো অন্য কেউ সেটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

      আমরা একটি প্রযুক্তি স্বনির্ভর বাংলাদেশের সপ্ন দেখি………

ভাল পোষ্ট

Level New

সেন্টু ভাই , রুবেল ভাই এরা যদি এগিয়ে আসতো একটা ব্যবস্থা হতো।
ভাই আপনার কোথায় ?

ভাই আমি ইলেকট্রনিক্সের ছাএ.. আপনার আইডিয়া দেখেছি.. আমি এটা নিয়ে কিছু করতে চাই… অাইডিয়া টা নিয়ে কাজ করবো..তবে কোন চূড়ান্ত ফল পেলে আপনার সাথে যোগাযোগ করবো…….

    Level New

    ঠিক আছে ভাই। কোন ইনফরমেশন লাগলে আমাকে জানায়েন ।
    ১২০ ওয়াটের একটা চায়না থেকে আনিয়েছি। কিন্তু পিসি চালাতে
    কমপক্ষে ২০০ ওয়াট দরকার।