সহজেই বানাও ছোট একটা সাউন্ড এমপ্লিফায়ার!

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের ব্রেডবোর্ডেই একটা ১ ওয়াটের এমপ্লিফায়ার তৈরি করবো।

এমপ্লিফায়ার বানানো বেশ মজার! কেনার চেয়ে নিজে একটা বানিয়ে ব্যবহার করলে মজা পাওয়া যায় অনেক! এটি ব্রেডবোর্ডে বানাবো, তাই জিনিশটা পল্কা, সহজে ব্যবহার করা যাবে না। তাই চাইলে তুমি বোর্ডে ঝালাই করে নিতে পারো। ঝালাইয়ের ব্যপারে আজ বলবো না, এর জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো।

 এই এমপ্লিফায়ারটি বানাতে আমাদের এলএম৩৮৬ অপারেশনাল এমপ্লিফায়ার আইসি প্রয়োজন হবে। আমাদের আজকের বানানো এমপ্লিফায়ারটি খুব বেশি পাওয়ার আউটপুটে দিতে পারে না, তাই একে দিয়ে জোর করে বেসি আউটপুট পাওয়ার আশা না করাই ভালো। তবে কম পাওয়ারের এমপ্লিফায়ার তৈরি করতে হলে এইটা চেষ্টা করা যেতে পারে। আর যদি আমরা ইলেকট্রনিক্সে নতুন হই, তবে এমপ্লিফায়ার তৈরি শুরু করার আগে এটা দিয়ে শুরু করা উচিত। এটা লো পাওয়ার অ্যাম্প, তাই বেশি পাওয়ার আউটপুট নেবার নেস্টা করলে নয়েজ বা হাম তৈরি হবে। এছাড়া ফিল্টার না করা ডিসি ভোল্টেজ, গ্রাউন্ড লুপ, এসি ভোল্টেজ বা কম পাওয়ারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য নয়েজ তৈরি হতে পারে।
দেখে নিতে পারো ভিডিওটীতে কিভাবে আমি বানিয়েছি

কম্পোনেন্ট গুলো হলো,

  • LM386 Op Amp
  • 0.1uF Ceramic Capacitor (Code 104)
  • 1000uF Polar Capacitor
  • 100uF Polar Capacitor
  • 100k Ohm Potentiometer
  • 1-5 watts Speaker
  • 9 volts battery or power supply
  • 3.5 mm audio jack
  • wires

এখানে ডায়াগ্রাম দেয়া হলো,

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।