পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে সহজভাবে আলোচনা

PFI – Power Factor Improvement, (PFI bangla) পি এফ আই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই লেখাটিতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে সহজভাবে আলোচনা করার চেষ্টা করবো।

ল্যাগিং, লিডিং, ইউনিটি এবং পাওয়ার ফ্যাক্টর নিয়ে জানতে এই লেখাটি পড়ুন

Power factor Correction বা Power Factor Improvement বলতে আমরা সহজে বুঝি কোন একটা সিস্টেমে Reactive পাওয়ার এর পরিমান কমিয়ে Active পাওয়ার এর পরিমান বাড়ানো। আমরা সাধারনত ক্যাপাসিটর ব্যাংক বা সিংক্রোনাস মোটর বা ফেজ এডভান্সার ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর Correction ও improve করে থাকি।

ইন্ডাস্ট্রিতে Capacitor Bank ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর Correction করা হয়। আমরা centrally ক্যাপাসিটর ব্যাঙ্ক ব্যবহার না করে প্রত্যেক লোডে ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। অথবা যে সব লোড লো পাওয়ার ফ্যাক্টর এর জন্য দায়ী সে সব লোড এর ব্যবহার কমিয়ে ও পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করতে পারি।
একটা কথা সবাই মনে রাখবেন, যদি কোন লোডে কয়েল কানেকশন থাকে তবে সেই লোড টা lagging এ চলছে। আর যদি কোন লোডে Capacitor কানেকশন থাকে তাহলে সেই লোড টা Leading তে চলছে।

যদি লোডগুলা অতিরিক্ত ল্যাগিং বা লিডিং এ চলে তাহলে কোন টাই ভাল হবে না, এতে বিদ্যুৎ বিল বেশি আসবে। মেশিন এর ক্ষতি হবে। কর্ম দক্ষতা কমে যাবে। যদি লোড ইউনিটিতে হয় তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে না আর মেশিনেরও ক্ষতি হবে না।

পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য যেসকল বিষয় আগে জেনে রাখতে হবেঃ

বর্তমান পাওয়ার ফ্যাক্টরের মান
লোড (KW)
সূত্র
ক্যালকুলেশন ১

ধরুন 1000 KVA লোডের একটা পাওয়ার প্ল্যান্ট এর পাওয়ার ফ্যাক্টর 0.6 এবং এটাকে 0.95 এ উন্নতি করতে হবে, তাহলে কত KVAR রেটিং এর ক্যাপাসিটি ব্যবহার করতে হবে?

উত্তরঃ

Initial পাওয়ার ফ্যাক্টর = 0.6

পাওয়ার ফ্যাক্টর উন্নতি করতে হবে = 0.95

লোড KVA তে = 1000

আমরা জানি,

Load In KW = (KVA * বর্তমান পাওয়ার ফ্যাক্টর) KW

= (1000 * 0.6) KW

=600 KW

নিচের চার্ট থেকে প্রয়োজনীয় পাওয়ার ফ্যাক্টর এর মান নিয়ে লোডকে (KW) গুন করলেই কত মানের ক্যাপাসিটর (KVAR) ইউজ করতে হবে সেটা বের করা যাবে।

আপনারা চাইলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট এর নোটটি নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন।

https://linkzf.ly/Pfi

Level 0

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস