ল্যাপটপ কিনুন: সাশ্রয়ী দামের সেরা ৫টি ল্যাপটপ

মাত্র কয়েক বছর আগেও আমরা আমাদের ভালোবাসার ডেস্কটপ কম্পিউটারের চেয়ে বাসার বাইরে বিভিন্ন জায়গায় ল্যাপটপ ব্যবহার করে তেমন একটা শান্তি পেতাম না, আবার পারফর্মেন্সের ব্যাপারে ঠিক ভরসাও করতে পারতাম না। তবে এখন সময় অনেক বদলে গেছে, আর উন্নত কনফিগারেশন ও ভালো মানের ল্যাপটপ আমাদের দৈনন্দিন ভারিক্কি কাজগুলোর উপর বেশ ভালো রকম দখল নিয়ে নিয়েছে। কিন্তু এত ভালো পারফর্মেন্স তো আর সব ল্যাপটপে পাওয়া যায় না, আর বেশির ভাগ ভালো ল্যাপটপের দামও অনেক বেশী হয়। তারপরও আমরা আজ বেছে বেছে এমন কিছু সাশ্রয়ী ল্যাপটপের তালিকা আপনাদের জন্য প্রস্তুত করেছি, যেগুলো তাদের দামের তুলনায় পারফর্মেন্স দেয় আশার চেয়ে একটু বেশিই!

ভিন্ন ভিন্ন ডিলার এবং বিক্রেতার উপর নির্ভর করে নিচে উল্লেখ করা সবগুলো ডিভাইসের দামে কিছুটা তারতম্য হতে পারে।
বাজেট ল্যাপটপের মধ্যে আমাদের সেরা পছন্দগুলো

এইচপি১৪-সিএম০০০১এইউ

এইচপি১৪-সিএম০০০১এইউ কিনুন

ল্যাপটপের ক্ষেত্রে এইচপি তুলনামূলক ব্যয়বহুলএকটি ব্র্যান্ড হিসেবে পরিচিত। কিন্তু তারপরও তারা মাঝে মাঝে কয়েকটি দারুণ সাশ্রয়ী ল্যাপটপ বাজারে নিয়ে আসে আর এই মডেলটি সেগুলোর মধ্যে একটি।

ল্যাপটপটির মূল স্পেসিফিকেশন হিসেবে এতে রয়েছে:

বিবরণ
প্রসেসরএএমডি ডূয়াল কোর ই২-৯০০০ই (১.৫ গিগাহার্জ বেইজ/মূল ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ ২ গিগাহার্জ পর্যন্ত চূড়ান্ত ফ্রিকোয়েন্সি, ১ মেগা বাইট ক্যাশ মেমোরি)
ডিসপ্লেকৌণিক ভাবে ১৪ ইঞ্চি এইচডি এসভিএ ব্রাইটভিউ ডব্লিউএলইডি ব্যাকলিট ডিসপ্লে (১৩৬৬ x ৭৬৮)
মেমোরি৪ জিবি ডিডিআর৪-১৮৬৬ এসডি র‍্যাম
স্টোরেজ৫০০ জিবি ৫৪০০ আরপিএম স্যাটা এইচডিডি
গ্রাফিক্সএএমডি রেডিওন ট্রেডমার্ক আর২ গ্রাফিক্স
অপারেটিং সিস্টেমঅরিজিনাল উইন্ডোজ ১০
ব্যাটারি৩ সেল, ৩১ ওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন
অডিওডুয়াল স্পিকার

বাংলাদেশে মাত্র ২৬, ৫০০ টাকা দামের একটা ল্যাপটপে এত ভালো স্পেসিফিকেশন আসলে চোখেই পড়ে না আজকাল! এর জুতসই ১৪ ইঞ্চি স্ক্রিনের জন্য ল্যাপটপটি কাজ এবং বিনোদন দুই ক্ষেত্রেই সমান সুবিধা দিতে পারে। এই ডিভাইসটির সামগ্রিক কর্মক্ষমতা ও কার্যকারিতার পেছনে সবচেয়ে বড় অবদান এর ডুয়াল কোর প্রসেসর এবং একটি করে ৪ জিবি র‍্যামের। এই ল্যাপটপটির আরো একটি বোনাস সুবিধা হচ্ছে যে এই মডেলের ল্যাপটপগুলোয় বেশির ভাগ সময়ই ল্যপটপটিতে উইন্ডোজ ১০ এর একটি অরিজিনাল ভার্সন ইনস্টল করা থাকে, যদিও সেটা নির্ভর করে আপনি কোন জায়গা থেকে ল্যাপটপটি কিনছেন তার মানের উপর।

এছাড়াও আপনার মনে যদি কোন রকম শঙ্কা থেকে থাকে তাহলে এইচপি ল্যাপটপ ও বাংলাদেশে এগুলো কেনা ঠিক কতটা যক্তিসঙ্গত বিষয়ক আমাদের প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। এতে করে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়ার আগে আপনার মনে এইচপি ল্যাপটপ সংক্রান্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে।

আসুস এক্স৫০৭এমএ

আসুস এক্স৫০৭এমএ কিনুন

তুলনামূলক সাশ্রয়ী দামে সেরা ও সর্বোচ্চ মানসম্পন্ন ল্যাপটপগুলোর মধ্যে বেশ কয়েকটি মডেল আসুসের তৈরি। তাদের ল্যাপটপগুলো মূলত তাদের স্লিম ও অনন্য আকর্ষণীয় ডিজাইনের জন্য বিখ্যাত। এছাড়াও তাদের ল্যাপটপগুলোতে রয়েছে এমন কিছু বাড়তি অ্যাড-অন ফিচার, যা শুধুমাত্র আসুস ব্যবহারকারীরাই পেয়ে থাকেন, যেমন- ব্যাটারি হেলথ চার্জিং সহ আরো কত কি।

আমাদের পছন্দের সেরা আসুস ল্যাপটপটির স্পেসিফিকেশন গুলো এবার দেখে নেয়া যাক:

বিবরণ
প্রসেসরইনটেল সেলেরন এন৪০০০ প্রসেসর (৪ মেগাবাইট ক্যাশ, ১.১০ গিগাহার্জ থেকে সর্বোচ্চ ২.৬ গিগাহার্জ)
ডিসপ্লে১৫.৬ ইঞ্চি (১৬:৯) এলইডি ব্যাকলিট এইচডি (১৩৬৬x৭৬৮) ৬০ হার্জ অ্যান্টি-গ্লেয়ার প্যানেল, সাথে ৪৫% এনটিএসসি
মেমোরি৪ জিবি ডিডিআর৪ ২৪০০ মেগাহার্জ এসডির‍্যাম
স্টোরেজ১ টেরাবাইট ৫৪০০ আরপিএম স্যাটা এইচডিডি
এম.২ এসএসডি স্লট
গ্রাফিক্সইনটেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০
অপারেটিং সিস্টেমউইন্ডোজ ১০
ব্যাটারি৩ সেল, ৩৩ ওয়াট ঘন্টা ব্যাটারি
অডিওবিল্ট-ইন স্টিরিও ২ ডব্লিউ স্পিকার এবং মাইক্রোফোন
আসুস সনিক মাস্টার প্রযুক্তি

এই ল্যাপটপটিতে রয়েছে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন এবং দুর্দান্ত মেটালিক গ্রে ফিনিশ সহ একটি দারুণ ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এতে দেয়া হয়েছে ইনটেল সেলেরন ডুয়াল কোর এন৪০০০ প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম। এই সব কিছু আপনারা পাচ্ছেন বাংলাদেশে মাত্র ২৫, ৫০০ টাকায়। দেশের টেক মার্কেটে অন্যান্য অনেক নামকরা ব্র্যান্ডের তুলনায় আসুস ল্যাপটপগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা এই কোম্পানি বিভিন্ন ধরনের ক্রেতাদের আলাদা আলাদা চাহিদার কথা মাথায় রেখে পণ্য তৈরি করে। আর সেজন্যই গ্রাহকদের মধ্যে তাদের সুনামও এত বেশী।

এসার অ্যাস্পায়ার এ৩১৫-৫১

এসার অ্যাস্পায়ার এ৩১৫-৫১ কিনুন

টেক মার্কেটের আরো একটি স্বনামধন্য ব্র্যান্ড হচ্ছে এসার। তাদের ল্যাপটপগুলো টেকসই গড়ন, স্থায়িত্ব এবং পারফর্মেন্সের জন্য বিখ্যাত।

এই মডেলটির মূল স্পেসিফিকেশনগুলো হলো:

বিবরণ
প্রসেসরইনটেল কোর আই৩-৬০০৬ইউ প্রসেসর (৩ মেগাবাইট ক্যাশ, ২.০ গিগাহার্জ)
ডিসপ্লে১৫.৬ ইঞ্চি এইচডি (১৩৬৬x৭৬৮) রেসল্যুশন
মেমোরি৪ জিবি ডিডিআর৪ র‍্যাম
স্টোরেজ১ টেরাবাইট এইচডিডি
গ্রাফিক্সইনটেল এইচডি গ্রাফিক্স ৬২০
অপারেটিং সিস্টেমউইন্ডোজ ১০
ব্যাটারি২ সেল ৪৮১০ এমএএইচ লিথিয়াম পলিমার, ব্যাটারি লাইফ ৬.৫ ঘন্টা
অডিওডুয়াল স্পিকার

আসার অ্যাস্পায়ার এ৩১৫-৫১ ল্যাপটপটিতে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চি স্ক্রিন, কোর আই৩ প্রসেসর সহ আরো অনেক কিছু, বাংলাদেশে ল্যাপটপটির দাম মাত্র ৩৩, ০০০ টাকা! এই ল্যাপটপটির আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে এর ইস্পাত নীল রঙ, যেটা আপনার ডিভাইসটিতে একটি অনন্য লুক নিয়ে আসবে। যেসব গ্রাহকরা এমন কোন ডিভাইস কিনতে চাইছেন যেটা দীর্ঘদিন টেকসই হবে, তাদের জন্য পারফেক্ট পছন্দ হবে এই ল্যাপটপটি।

ডেল ইন্সপায়রন এন৩৫৫২

ডেল ইন্সপায়রন এন৩৫৫২ কিনুন

এবার আমরা দেখবো আজকের দিনে মার্কেটের অন্যতম সেরা ল্যাপটপ  ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। টেক জগতে ডেল একটি উজ্জ্বল নাম হয়ে রয়েছে এবং এরা এমন সব ডিভাইস তৈরি করে চলেছে যেগুলো বিনিয়োগ করার জন্য সব সময় উপযুক্ত। ডেলের সংগ্রহ থেকে আমরা এমন একটি ল্যাপটপ বাছাই করেছি যার দাম সহনীয় পর্যায়ের মধ্যে কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে অবিশ্বাস্য রকম ভালো।

এর স্পেসিফিকেশন গুলো নিচে উল্লেখ করা হলো:

বিবরণ
প্রসেসরইনটেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর ৩৭০০ইউ ১.৬ গিগাহার্জ ২ মেগাবাইট ক্যাশ
মেমোরি৪ জিবি ডিডিআর৩ র‍্যাম
স্টোরেজ৫০০ জিবি ৫৪০০ আরপিএম স্যাটা
গ্রাফিক্সইনটেল এইচডি গ্রাফিক্স
ডিসপ্লে১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে
অডিওওয়েভস ম্যাক্স অডিও প্রো এর সাথে হাই ডেফিনিশন অডিও
১ টি কম্বো হেডফোন / মাইক্রোফোন জ্যাক
ব্যাটারি২ সেল ব্যাটারি, সাথে ৩.৫ ঘন্টার ব্যাকআপ
অপারেটিং সিস্টেমউইন্ডোজ
ম্যানুফেকচার ওয়ারেন্টি২ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি

এই মেশিনটিতে রয়েছে একটি কোয়াড কোর প্রসেসর এবং একটি ৪ জিবি র‍্যাম, অতএব মাল্টি টাস্কিং করার সময় আপনি পাবেন শুধুই স্পিড। এর ১৫.৬ ইঞ্চি স্ক্রিনে এলইডি ডিসপ্লে থাকার কারনে আপনার দেখার অভিজ্ঞতা হয়ে ওঠে এক কথায় অসাধারণ। এই ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য যেমন আদর্শ, তেমনটাই পেশাজীবী লোকদের জন্যও ভাল। আবার আলাদা দামী গেমিং ল্যাপটপের একটি সাশ্রয়ী ও কার্যকরী বিকল্প খুঁজছেন এমন গেমারদেরও পছন্দের একটি ডিভাইস হতে পারবে এই ল্যাপটপটি। এর পুরো দাম বাংলাদেশে সব মিলিয়ে মাত্র ২৭, ৭২০ টাকা!

ডেলের সংগ্রহে রয়েছে ব্যতিক্রমী ধরনের নানা রকম ল্যাপটপ, আর কিছু দিন পর পরই তারা নতুন নতুন ডিভাইস বের করেন। তাই হুট করে কিছু কিনে ফেলার আগে ২০১৯ সালে বাংলাদেশে ডেল ল্যাপটপের লেটেস্ট কিছু আকর্ষণীয় ল্যাপটপ সম্পর্কে জেনে নিন।

ওয়ালটন ডব্লিউপি১৪এ৪২বি

ওয়ালটন ডব্লিউপি১৪এ৪২বি কিনুন

নিজের দেশে উৎপাদিত পণ্য ব্যবহার করার মত অনুভব আর কোন কিছুতেই নেই। তাই আমরা বাজেটের মধ্যে থাকা ল্যাপটপের তালিকায় আমাদের দেশি কোম্পানি ওয়ালটনের একটি দারুণ অপশন রেখেছি।

ডিভাইসিটির মূল স্পেসিফিকেশন নিম্নরূপ:

বিবরণ
প্রসেসরইনটেল পেন্টিয়াম এন৪২০০ প্রসেসর

​(১৪ ন্যানোমিটার, ১.১ গিগাহার্জ, ২ মেগাবাইট স্মার্ট ক্যাশ)

মেমোরি৪ জিবি ডিডিআর৩এল র‍্যাম
স্টোরেজ১ টেরাবাইট এইচডিডি, ২.৫ ইঞ্চি, ৫৪০০ আরপিএম, ৭ মিমি
গ্রাফিক্সইনটেল এইচডি গ্রাফিক্স
ডিসপ্লে১৪.০ ইঞ্চি (৩৫.৫৬ সেমি) এইচডি (১৩৬৬X৭৬৮) ১৬:৯ প্যানেল, ৩.৬ মিমি
অডিওএইচডি অডিও, ডুয়াল স্পিকার
অপারেটিং সিস্টেমউইন্ডোজ
ব্যাটারি৩ সেলের স্মার্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, ২৪ ওয়াট ঘন্টা

এই ল্যাপটপটির ১৪ ইঞ্চি স্ক্রিন এবং সরু বডি চলমান অবস্থায় বহন ও ব্যবহার করার জন্য একেবারে পারফেক্ট। সামান্য ওজনের এর বডিটি সারাদিন ল্যাপটপ নিয়ে চলাফেরা করতে হয় এমন যেকোন শিক্ষার্থীর জন্য অনেক ভাল হবে। এই ল্যাপটপটিতে সুনিপুণ ভাবে ইংরেজি কীবোর্ডের পাশাপাশি বাংলা কীবোর্ডও রাখা হয়েছে, যা অন্যান্য ল্যাপটপের থেকে একে অনেকটাই আলাদা করে তোলে, আর এজন্য একে ব্যবহার করাও বেশ সহজ। বাংলাদেশে এই ল্যাপটপটির দাম মাত্র ২৬, ৫০০ টাকা! একেই বলে খরচের ষোল আনা উসুল করা।
তাহলে, কোনটি বেছে নেবেন?
আপনি যে ল্যাপটপই কেনার জন্য পছন্দ করুন না কেন, আশা করি আমাদের প্রতিবেদনটি বর্তমানে মার্কেটে ঠিক কেমন ল্যাপটপ পাওয়া যাচ্ছে তা সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছে। তার পরও যেকোন ল্যাপটপ কেনার আগে আরো কিছু জিনিস মাথায় রেখে তারপর সিদ্ধান্ত নেয়া উচিত, যেমন- সেটাকে কীভাবে ও কতটুকু ব্যবহার করবেন, মূলত কোন ধরনের কাজ ল্যাপটপে নিয়মিত করবেন এবং ডিভাইসটির থেকে কী পেতে চান ইত্যাদি। আরো একটু ভাল ভাবে ধারণা নেয়ার জন্য কীভাবে বাংলাদেশে আপনার বাজেটের মধ্যে সেরা ল্যাপটপটি কিনবেন সে ব্যাপারে আমাদের প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন এবং আরো ভাল ভাবে জেনে বুঝে নিতে পারেন। ল্যাপটপ কিনতে বা বাংলাদেশে ল্যাপটপের দাম যাচাই করতে অনুমোদন প্রাপ্ত শোরুম গুলোর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে দেখতে পারেন।

Level 2

আমি পূজন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেক ব্লগার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস