ফেসবুক থেকে অ্যালবাম,ভিডিও ডাউনলোড করুন [Step By Step Guide]

আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে বন্ধুদের বা আপনার নিজের ট্যাগ করা ছবি,অ্যালবাম বা ভিডিও ডাউনলোড করতে হয়। পদ্ধতি কতটা সহজ তা আমি জানি না তবে আমি আপনাদের কাছে পদ্ধতিটি যত সহজে সম্ভব উপস্থাপন করব। আশা করি ভালো লাগবে।

অনেকে অনেক সফটওয়্যার,ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে থাকে এই কাজটি করার জন্য! আমি সফটওয়্যার ব্যবহারের পক্ষপাতী নই এক্ষেত্রে।আমি একটি ওয়েবসাইট ও এর অ্যাপ দিয়ে সাধারণত এই কাজটি করে থাকি। ঠিকাছে তাহলে শুরু করা যাক ।

১.প্রথমত ওয়েবসাইটটি হল - http://www.picknzip.com । ওয়েবসাইটটিতে ঢুকুন। নিচের ছবির মত কিছু আসবে। নিচের ছবি অনুসরণ করুন।

২. "Login" বাটনে ক্লিক করার পর নিচের  মত একটি পপ-আপ উইন্ডো আসবে। একাধিকবার অনুমতি চাইতে পারে। "Ok" বাটনে ক্লিক করুন! সমস্যা নেই।

৩. "Okay" তে ক্লিক করার পর এটি আপনাকে আরেকটি উইন্ডো তে নিয়ে যাবে। সেখানে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট সহ যাবতীয় যা দরকার লোড হবে। নিচের ছবির মত-

৪.এবার নিচের ছবির মত করে একজন ফ্রেন্ডকে সিলেক্ট করুন এবং লোড হতে দিন -

৫.আমি জিকো ভাইরে সিলেক্ট করলাম! এখন ডান পাশে তার অ্যালবাম,ভিডিও সব লোড হবে। লোড হবার পর অনেকটা  নিচের ছবি অনুসরণ করুন-

৬.আমি  জিকো কাকুর (:p) "Zics" নামক অ্যালবামটা ডাউনলোড করব। উপরের ছবি অনুসারে ছোট ডাউন এরো বাটনে ক্লিক করলে নিচের ছবির মত আসবে। আপনি .zip অথবা .pdf ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। আমি zip এ ডাউনলোড করে থাকি। নিচের ছবি দেখুন  -

 

৭.যেকোন একটিতে ক্লিক করলেই আর্কাইভ তৈরির প্রসেস শুরু হবে। নিচের ছবি দেখুন-

৮.আর্কাইভ হয়ে গেলে নিচের ছবির মত "Save" বাটনে ক্লিক করুন-

৯.এখন সেভ করুন। নিচের ছবি অনুসরণ করুন -

১০.ডাউনলোড অনেক দ্রুত হয়ে যাবে। ইন্টারনেট স্পীড এর সময় নির্ভরশীল। যাই হোক,ডাউনলোড হয়ে গেলে zip ফাইলটি Extract করতে হবে! pdf নামালে পিডিএফ ভিউয়ার দিয়েই দেখতে পারবেন। Extarct করতে 7zip অথবা Winrar ব্যবহার করতে পারেন। আমি 7zip ব্যবহার করি। সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাকগে, নিচের ছবি অনুসরণ করুন-

১১.কাজ শেষ! Extract করা ফোল্ডার ওপেন করলে অনেকটা নিচের মত দেখতে পাবেন -

এখন ইদানীং দেখা যায় অনেক অ্যাপ নিজ থেকেই আপনার হয়ে পোস্ট করে! তাই আমি সাজেস্ট করব যেকোন অ্যাপ ব্যবহারের পর রিমুভ করতে! উদাহরণস্বরূপ আমি PicnZip অ্যাপটি কিভাবে আপনার প্রোফাইল থেকে রিমুভ করতে হবে তা দেখাব। এখানে বলার তেমন কিছু নেই। শুধু নিচের ছবিগুলো একের পর এক অনুসরণ করে যান! কাজ হয়ে যাবে -

কাজ হয়ে গেল। আশা করি কাজটি করতে পেরেছেন।

বিঃদ্রঃ ছবিগুলোর অনেক জায়গাতেই ব্লার করা হয়েছে শুধুমাত্র পরিচিতি রক্ষা ও জিকো ভাইয়ের হাত থেকে রক্ষার জন্য! আমি আসলে কে জানতে পারলে তিনি আমার লাল বাত্তি জ্বালায় দিবে :p

Level 0

আমি টেক মশাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ছিলাম,আছি,কয়দিন পর মইরা যামু :P


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apni kun soft diye screen shot nisen PLZ amake janan ………
am waiting
screen shot neyar dhoron ta oshadharon hoise