আমার ৭ টা ফেসবুক অ্যাকাউন্ট গেলো জলে!!!

আমি ফেসবুক নামের জনপ্রিয় সামাজিক সংগঠন এ প্রথম অ্যাকাউন্ট খুলি ৩ বছর আগে।। সেই একটা অ্যাকাউন্ট দিয়া প্রায় আড়াই বছর ফেসবুক চালাই।। কোনো সমস্যাই হয় নাই এতদিন।। কিন্তু কিছুদিন আগে হঠাট আমি আমার অ্যাকাউন্ট এ ঢুকে দেখি চেকপয়েন্ট আসলো এবং বলল আমি নাকি ফেক আইডি ইউস করছি।। আমাকে বলা হল ট্যাগ করা ফ্রেন্ডদের ছবি ভেরিফাই করতে।। কয়েকবার ট্রাই করলাম কিন্তু পারলাম না।। ২০০০ ফ্রেন্ড ছিলো আমার এই অ্যাকাউন্ট এ।। খুব খারাপ লাগসিল।। আপনারাই তো বোঝেন এই রকম একটা অ্যাকাউন্ট যাওয়া মানে কত কষ্টের।। আমি ফেসবুক এ না ঢুকতে না পারলেও আমার ফোন এ মেসেজ আসত।। ফরগেট পাসওয়ার্ড এ গিয়া পাসওয়ার্ড পরিবর্তন করলাম, কন লাভ হয় নাই।। ভাবলাম কি আর করার আর একটা আইডি খুলি।। যেই ভাবা সেই কাজ ।। খুললাম আর একটা অ্যাকাউন্ট। ইনফরমেশন আগেরটাই দিলাম।। আবার কস্ট করে পরিচিত সব ফ্রেন্ডদের অ্যাড করলাম।। এবার একটা ফ্রেন্ড কে কনভারসাসন এ অ্যাড করতে গিয়া আবার সেই আগের অবস্তা।। কি করব খুললাম আবার আর একটা।।

এই ভাবে আরো কয়েকটা অ্যাকাউন্ট আমার জলে গেল।। ভাবলাম আমার প্রাইভেসি সিকিউর করলে হইতবা আর হবে না।। এইবার নিউ অ্যাকাউন্ট সবথেকে সিকিউর করলাম।।সব কিছু হাইড করলাম।। লগিং আপ্প্রভাল অন করলাম।। সেকিউর ব্রাউজিং অন করলাম।। তার পরে কয়দিন কনও প্রবলেম ছারাই অ্যাকাউন্ট চালালাম। আমার পরিক্ষা চলে আসলো। তবে আমার অ্যাকাউন্ট এ আমি যতক্ষণ থাখা সম্ভব ততক্ষণ থাকি।। আজও পরিক্ষা আছে ।। সকালে উঠে ফেসবুক এ লগিন করলাম। আধাঘণ্টা পর্যন্ত ফেসবুক চালালাম ।। কিন্তু একজন লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গিয়া আবার ভায়োলেসন !!! আবার সেই আগের মত ফ্রেন্ড ট্যাগ ভেরিফাই করতে বলে।। কিছুই ভাল লাগসে না।। কি যে করি।। গুগল এ সার্চ দিয়া ও সমাধান পাইলাম না। আবার আপনারাই বলেন আমি কি করব। পরিক্ষার সময় এ ও তাই পোস্ট টী করলাম.........।। পারলে হেল্প করেন...........................।। 😕   😕   😕   😕   😕   😕   😕

 

ও একটা ভাল কথা। ভাল একটা ব্লগ পাইলাম পারলে ঘুরে আসেন। আসা করি লোকসান হবে না।মন ভাল হইয়া যাবে। ব্লগ এ যেতে এইখানে ক্লিক করুন।

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্লিজ হেল্প করেন………।। কি করব বুজতে পারসি না!!!!

ভাই আপনার জন্য সত্যি দুঃখ হচ্ছে।
মূলত ফেক একাউন্টের আধিক্যের কারণেই ফেসবুক কর্তৃপক্ষকে এমন কঠিন পরীক্ষার ব্যাপারে চিন্তা করতে হয়েছে,যার পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার আপনি। 😐

    @Iron maiden: ভাই কি করব।। তাহলে কি আমি আর ফেসবুক চালাতে পারব না??? আর নিউ অ্যাকাউন্ট এ আমার নাম আর আগের ফ্রেন্ডদের অ্যাড করলেই তো আবার ভায়োলেসন।। চেনা ফ্রেন্ড দের অ্যাড না করলে ফেসবুক ছালানর মানে কি??

ফ্রেন্ড ট্যাগ ট্রাই করতে থাকেন! এক না একসময় হয়ে যাবে! আমার এমন হইছিল! আমি ট্যাগ করা ফ্রেন্ডদের সিলেক্ট করছি আর কাজ হয়ে গেছে! পরিচিত ফ্রেন্ড হইলে ট্যাগ ভেরিফাই করতে সমস্যা কই?

    লিমিট সেস হইয়া গেছে !!!!!@টেক মশাই: লিমিট সেস হইয়া গেছে !!!!!

    @টেক মশাই: ওওওওও আমার অ্যাকাউন্ট ঠিক হইয়া গেছে।। ভাই আপনার কথা মত বারবার ট্রাই করসি হইয়া গেসে।। আপনারে পাইলে চুম্মা দিতাম।। থাক্সস।।

Level 0

আমার মনে হয় একই IP থেকে বারবার অ্যাকাউন্ট খোলার কারণে FB Verify চাচ্ছে (আমার ধারনা ঠিক নাও হতে পারে)

মুক্তির উপায় কি?????

Level 0

ফেসবুকে অপরিচিত কাউকে এডড করার কারনে আইডি ভেরিফাই করতে পারছেন না কেউ হয়ত রিপোর্ট করেছে ফেক আইডি হিসেবে।

    @Ismail: আরে ভাই ৬ টা অ্যাকাউন্ট সবগুলই কি রিপোর্ট দিছে??
    আর একটা কথা এই অ্যাকাউন্ট খুলে প্রথম এ লগিন করার সময়ই একবার সিকিউরিটি চাইছিল।।

আপনি এবার নিক নামে একাউন্ট খুলুন, প্রোফাইলের তথ্য গুলো আগের টা থেকে কিছু আলাদা রাখুন। যাদের ফেবু রিকু পাঠাবেন তারা যেন একসেপ্ট করে এই ব্যাপারটা খেয়ার রাখুন, একদিনে বেশি রিকু পাঠাবেন না।

    @মুহিব: ভাই এই অ্যাকাউন্ট টা ও নিক নেম এ খুলসিলাম( lolologist sheikh) পরে আবার বদলাইছি!!!

হোম থেকে পোস্ট টি সরানো হয় কেন বার বার@ এডমিন

Level 0

I always welcome this decision of Fb to kill the fake id. Because A Real person have only one id.
OR even two as maximum for professional purpose. But seven id is not good job at all.

The main intention of creating fake or multiple id is not good at all. May they are used for spamming or fake relation and promotion which are strictly prohibited in Facebook.

So I always accept this job (killing fake id by FB HQ) as a good attempt. Cause a genuine person should not have more than one id if he has no any bad intention.

    @newboy: আরে ভাই আমার তো একটাই আইডি ছিল । সেইটা বন্ধ করে দিলে আমি কি করব, আর একটা আইডি তো খোলাই লাগবে!!!

Level 0

bhai re amar o ek e obostha…. amakeo pic tag name bole…. ei niye 2 week hoye gelo…..
5 ta tag pic (3kore protibar) 2 to pari baki gulo pari na…

teki bhai ra helpan

    @chin2: যাক আমার দুঃখ আপনি তো বুঝলেন!!!!!

তথ্যগুলো একই রাখছিলেন ? তথ্যগুলোই বেশি জরূরী

aponar 3 bochor ager ID tar mail ar pass bolen ami recover kore dichchi
amar 5 ta acocount
ektay 300 frnd (eita just amar attio and first account)
ektay 3500 frnd eita for technolgy
ektay 4500+ this for hacking)
ektay 5000 follower 3000 ( this for blogging)
arekta khulsi but update korinaii ( eta for forex related)
first tay shib real but onno ektao real kichu nai……..
ha ha a ha
http://www.facebook.com/rizwanbinsulaiman
ekhane amake paben but kichui real nai …………….
amake dite paren teat kore dekhte pari ki kora jay aponar jonno

@Rizwan Bin Sulaiman: আমার একটা গেছে। একটু হেল্পান। [email protected]

তথ্যগুলো চেন্জ করে দেন 😀

Level 0

bay amer onak valo lagca apner→ der kota sona /

Level 0

Apni photo tag review on koren taile must photo identify theke basben.

Level 0

কেউ জদি আমার অ্যাকাউন্ট এর নামে ফেক রিপোর্ট দেয় আমি লগ ইন করতে পারছিনা আমাকে বলে ফটো আইডেন্টিটি এর ছবি দিতে তাহলে ভেরিফাই করে দিবে মোবাইল দিয়ে ভেরিফাই করতে পারছি না মেসেজ আসে না এই বাপারে কি করার আছে একটু জানাবেন । আর আমি নিদৃষ্ট করে কাঊকে ব্লক করতে পারছিনা আমাকে মেসেজ দিয়েই যাচ্ছে মানে নন ফ্রেন্ডরা জেন মেসেজ দিতে না পারে কি ভাবে ব্লক করবো একটু জানেবেন ।

Level 0

ন্যশেনাল আই.ডি. কার্ডের ছবি দিয়ে ফেসবুকে মেইল মারেন।আর অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো পরিহার করেন।এইটা ফেসবুক একটু কড়াকড়ি নেয়।

ফেন্ডলিস্টে ২০০০ ফ্রেন্ড ঠিকাছে বাট বাস্তব লাইফে কতজন বন্ধু আছে?

আমার দুই টা আইডি এইভাবে গেছে বলে ফটো দেখুন চিনুন আমার চেনা চেনা ফটো গুলো দেয় কিন্তু যার ফটো তার নাম নেই

আমার ও এই সমস্যা। আসলে আমরা যখন ফটো ট্যাগ করি তখন (বিশেষ করে পিসি তে) ফটোর এখানে সেখানে ট্যাগ করি । যার কারনে এই সমস্যা হয়।

Level 0

ami o eki somossay vugchi vi…………

Level 0

ভোটার আইডি স্ক্যান করে আপলোড করেন, আইডি ফেরত পাবেন…