ডেস্কটপ থেকে এক ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে আসুন

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

সাধারনত ফেসবুকে যেতে হলে আমাদের কে ডেস্কটপ, প্রোগ্রাম অথবা টেস্কবার থেকে ইন্টারনেট ব্রাউজার বের করে তারপর তা ওপেন করতে হয়।

পরবর্তীতে এটি ওপেন হলে এড্রেস বারে ফেসবুকের url টি টাইপ করতে হয়। অনেকেই বুকমার্কের মাধ্যমে ওপেন করে থাকেন।

আমি আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস্ শেয়ার করব। সেটি হল আপনারা ডেস্কটপ থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে যেতে পারবেন।

শুনতে অবাক লাগলেও এটি আসলে একটি সহজ কাজ যা একটু বুদ্ধি খাটালে আপনি হয়তো নিজেই করতে পারবেন কোন সাহায্যে ছাড়াই। কেননা এটি একটি শর্টকাট জাতীয় টিপস্।

যাইহোক, কথা না বাড়িয়ে কাজের প্রসঙ্গে আসা যাক।

নিম্নে এই প্রসেস টি বর্ণিত হল-

প্রথমে ডেস্কটপ থেকে Right button এ ক্লিক করুন। তারপর New তে গিয়ে Shortcut সিলেক্ট করুন।

এবার Create Shortcut নামে ডেস্কটপে একটি উইন্ডো দেখতে পাবেন।

এখন উইন্ডোটির খালিঘরে ফেসবুকের url টি লিখে দিন। ফেসবুকের url টি হল-

http://www.facebook.com

তারপর next এ ক্লিক করুন।

এবার খালিঘরে টাইটেল- “Facebook” লিখে দিন। তারপর finish এ ক্লিক করুন।

ডেস্কটপে নিম্নের চিত্রের ন্যায় একটি আইকন দেখতে পাবেন।

এবার আসুন সেটিকে ফেসবুকের ন্যায় একটি আইকন দিয়ে দিই।

এবারে আমরা উক্ত আইকনটির উপর কার্সর রেখে Right button এ ক্লিক করব এবং সেখান থেকে properties সিলেক্ট করব।

এরপর ডেস্কটপে আমরা নিম্নের চিত্রের ন্যায় একটি উইন্ডো দেখতে পাব।

এবার সেখান থেকে change icon এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত আরেকটি উইন্ডো দেখতে পাবেন।

এরপর সেখান থেকে চিত্রে দেখানো আইকন টি খুজে বের করুন এবং সেটিকে সিলেক্ট করুন। অবেশেষে ok তে ক্লিক করুন।

সাথেসাথে আইকনটি কে নিম্নের ন্যায় দেখতে পাবেন।

ব্যাস হয়ে গেল একটি পুরো প্রসেস টি।

উল্লেখ্য যে, আমি শুধুমাত্র এখানে ডেস্কটপের Shortcut অপশনস এর একটি উদাহরন দেখিয়েছি মাত্র। আপনি চাইলে Shortcut অপশনস টির মাধ্যমে এমন অনেক কিছুই করতে পারেন যা অনেকেই ধারণা করতে পারবে না।

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Thanks for sharing.

    @Ridwan Ahmad: আপনাকেও ধন্যবাদ।

    @প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন): কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ক্রোম অ্যাপ লাঞ্চার থাকতে এইটা করার দরকার কি?

    @ফ্রীওয়্যার পাগলা: যাদের নেই তাদের দরকার হতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

খুব ভালো

    @Radha: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

এই লিংঙ্কের https://app.box.com/s/bm9njwoez6u2j48vu1jz পিডিএফ ডাওনলোড করে পড়তে পারছিনা, পিডিএফ এর ভাষা গুলো বোঝা যাচ্ছে না। সমাধান দিন।

Level New

ডেস্কটপে ফেসবুকের icon টাও আনা যাবে । এই লিঙ্ক http://www.iconarchive.com/show/purple-glossy-social-icons-by-graphics-vibe/facebook-icon.html গিয়ে ICO রূপে পছন্দের ফেসবুক আইকন টা ডাউনলোড করে নিন । তারপর change আইকন এ গিয়ে browse করে file টা দেখিয়ে দিয়ে ডেস্কটপে ফেসবুক আইকন টাও আনতে পারবেন

Level New

athoba google image theke facebook icon download kore seta image converter diye seta ICO te convert koreo korte parben

খুব ভালো লাগল। চালিয়ে যান।

    @surojit sardar: মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।