শুধু ফেসবুক পেজ নয়, আপনার ফেসবুক প্রোফাইল আইডিতেও করতে পারবেন শিডিউল পোস্ট

আসলামুয়ালাইকুম,
আজ আপনাদের জন্য পোস্ট করছি একটি বিশেষ ফেসবুক ট্রিকস নিয়ে। এর আগেও আপনাদের জন্য পোস্ট করেছিলাম আরও অনেক কার্যকরী ফেসবুক ট্রিকস। আশা করি এই ট্রিকসটি আপনাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ আজকের ট্রিকস আপনাদের অনেক উপকারে আসবে এটুকু গ্যারান্টি দিতে পারি। তবে যাই হোক, এখন আমরা মূল কথায় চলে আসি।
আপনারা নিশ্চই ইতিমধ্যে জেনেছেন যে, বেশ কিছুদিন আগে থেকে ফেসবুকে পেজগুলোতে "শিডিউল পোস্ট" নামে একটি বিশেষ আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে। যারা সাধারণত ফেসবুক পেজ পরিচালনা করেননা। তাদের অধিকাংশই এই শিডিউল পোস্ট নিয়ে বেশি কিছু জানেনা। তাদের জন্য একটু সাধারণ জানা কথাগুলো আবারো জেনে নেই। ফেসবুকে শিডিউল ফিচারের মাধ্যমে আপনি আজকে বা এখন কোন পোস্ট করলে তা আপনার দ্বারা নির্ধারিত নির্দিষ্ট দিনের সঠিক সময়ে স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক পোস্ট হবে। "শিডিউল পোস্ট" শব্দটি থেকেই অনেকে এটি সম্পর্কে বুঝে ফেলেছেন। আর অনেকে তো ফেসবুকে এই সুবিধা চালু হওয়ার দিন থেকেই তা জানেন। তবে আমি নবীনদের উদ্দেশে মূলত ব্লগ লিখি। তাই আবারো তাদের জন্য শিডিউল পোস্ট সম্পর্কে তা জানিয়ে দিলাম।
কিন্তু শিডিউল পোস্ট সুবিধা শুধু ফেসবুকের পেজগুলোতে পাওয়া যাবে এটা তো মেনে নিতে পারিনা আমরা সাধারণ ফেসবুকার। আর এজন্যই আপনাদের দুঃখ ঘুচাতে আমি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি এই বিশেষ ট্রিকস। আমি আপনাদের সাথে এমন একটি ফেসবুক অ্যাপসের কথা শেয়ার করব। যার মাধ্যমে আপনি ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল আইডিতেও শিডিউল পোস্ট দেয়ার স্বাদ পাবেন। রাত ১২ টা ১ মিনিটে আপনি নতুন বছরের শুভেচ্ছা জানাতে চান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে? কিন্তু ঘড়ি ধরে তো আপনি এই পোস্ট করতে গেলে অনেক কষ্ট করতে হবে। হয়ত আপনি ঠিক রাত ১২ টায় অনলাইনে বসতে পারলেননা। তখন আপনার এই কাজ করে দিবে এই অ্যাপসের শিডিউল পোস্ট। এরকম হাজারো ধরনের পরিস্থিতে আপনার পূর্বে নির্ধারিত করে দেওয়া সময়ে নির্দিষ্ট স্ট্যাটাস স্বয়ংক্রিয় পোস্ট করবে Post Corn নামের এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি।
কি কি সুবিধা থাকছে এই ফেসবুক অ্যাপ্লিকেশনেঃ
  •  একসাথে সর্বোচ্চ ১০ টি Pending Post সুবিধা।
  • ৫ টি আইডি পরিচালনার সুবিধা।
  • সঠিক সময়ে সঠিকভাবে পোস্ট পাবলিশ হওয়ার নিশ্চয়তা।
  • গুগল ক্রোম ব্রাউজারের জন্য রয়েছে টুলবাড়।
কিভাবে  আপনার ফেসবুক আইডিতে সক্রিয় করবেন এই ফিচারঃ
  • প্রথমে এখানে ক্লিক করে Post Corn এর অফিশিয়াল সাইটে ভিজিট করুন।
  • তারপর প্রথম পেজেই দেখতে পারবেন Sign Up or Sign In With Your Facebook Account নামের একটি বাটন। এখানে ক্লিক করে সাইন আপ অথবা সাইন ইন করুন ফেসবুক একাউন্টে।
  • তারপর এটি সক্রিয় হওয়ার পর আপনি নিয়মিত অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।

[[[ স্ক্রিনশটস সহ ধাপগুলো দেখতে এখানে ক্লিক করুন ]]]

[[[ আমার ব্লগে ঘুরে আসতে ভুলবেন না। আপনাদের ভালো লাগার মত কিছু পোস্ট করেছি ব্লগে। দেখে আসতে পারেন এখান থেকে ]]]

আশা করি ধাপগুলো সঠিকভাবে অনুসরন করে ট্রিক্সটি কাজে লাগাতে পারবেন। কাজে লাগানোর পর আমাকে ধন্যবাদ দিবেন। আর সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ ... - ব্লগার মারুফ

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

facebook. ID hack হবার সম্ভাবনা ১০০১%

    @স্বপন মাহমোদ ভাইঃ আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমি আমার পাঠকদের জন্য সর্বাধিক কার্যকরী টিপস দেওয়ার প্রান পন চেষ্টা করে থাকি। আপনাকে যে অ্যাপস এর নাম দিয়েছি এটা কি কারনে আপনার কাছে ফেক মনে হল তা বুঝলাম না। এই অ্যাপসের গ্লোবাল র‍্যাঙ্ক ১৪,২৮৯ এবং ব্রাজিলে ১,৫০৫। তাহলে ভালো সার্ভিস না দিলে কিংবা ফেক হলে তাহলে এতটা জনপ্রিয় হল ক্যামনে ? আর সব অ্যাপস যদি ফেক হয় তাহলে ফেসবুকে কোন অ্যাপসের ব্যবহার করা উচিত না। তাহলে আপনি ফেসবুকে বিভিন্ন রকম মজার মজার অ্যাপস ব্যবহার করেন কেন? হ্যাক হলে ওইসব অ্যাপস দ্বারা হ্যাক হওয়ার সম্ভাবনা ১০০০০০০০০০% কিন্তু এই ধরনের জনপ্রিয় অ্যাপস দ্বারা নয়। বুঝেচ্ছেন ভাইয়া? আশা করি বুঝেছেন।

Level 0

bar bar captcha cai. r8 captcha dileu abr captcha ase..

    @eng_aual ভাইঃ আপাতত আর চেষ্টা না করে পরে অন্য এক সময় সাইটটিতে ঢুকে আবার চেষ্টা করুন। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ আপনার সসস্যা জানানোর জন্য ।