ফেসবুক স্ট্যাটাসে সকল বন্ধুদেরকে এক সেকেন্ডে একসাথে মেনশন করতে পারবেন??? ১০০% পারবেন! রয়েছে ব্লগার মারুফ…

আসলামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজ ব্লগার মারুফ আপনাদের জন্য নিয়ে এসেছে ফেসবুক ট্রিকস বিষয়ক এক মেগা পোস্ট ! কেউ এই ট্রিকস পেয়ে আনন্দিত হবেন, কেউ হবেন আশ্চর্য, আবার কেউবা পাবেন বিশাল পরিমাণ মজা। তবে এই ট্রিকস যদি আপনি আগে জেনে না থাকেন কিংবা পেয়ে না থাকেন তবে আপনি আশ্চর্য হবেন এটা ব্লগার মারুফের গ্যারান্টি। গুগলে অনেক সার্চ করে এই ট্রিকস বাংলায় খুঁজে পাইনি এই পোস্ট লেখা পর্যন্ত। হয়ত, থাকতেও পারে। তবে থেকে থাকলে তা আমার জানা নেই। আমি এই ট্রিকস অনলাইনে ঘেঁটে পেয়েছি। সেটাই ব্লগার মারুফের পাঠকদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ বাংলায়, এমনকি স্ক্রিনশট সহ!
ব্লগার মারুফ
এবার ট্রিকসটি সম্পর্কে একটু জানিয়ে দেই। আপনারা অনেকেই ফেসবুক স্ট্যাটাসে মেনশন করেন। কেমন হয় যদি ১ সেকেন্ডে আপনার সব ফেসবুক বন্ধুকে মেনশন করে দিন আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাসে (স্বয়ংক্রিয়) ?! আপনি প্রথম এই ট্রিকস ব্যবহার করলে আপনিতো আশ্চর্য হবেন তো হবেনই, আপনার বন্ধুরাও চমকে যাবে। এটি মূলত কিছু কোড দিয়ে ঘটনাটি ঘটানো হবে। এর জন্য আপনার প্রয়োজন হবে গুগল ক্রোম ব্রাউজার। সম্ভবত মজিলা ফায়ারফক্সে এই ট্রিকস কাজ করেনা। আমি চেষ্টা করে মজিলা ফায়ারফক্সে সফল হইনি। তাই মজিলা ফায়ারফক্সে এটি কাজ করবে কি না সেটা ব্লগার মারুফ গ্যারান্টি দিতে পারবেনা। আর একটা নোটিশ হল, এই ট্রিকস ব্যবহার করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে। অতিরিক্ত কিংবা বারবার ট্রিকসটি করলে ফেসবুক আপনাকে ব্লক করতে পারে, তবে আমি সঠিক জানিনা। এই ট্রিকস সবচেয়ে কার্যকরী হল ফেসবুক মার্কেটিং (সোশ্যাল মিডিয়া মার্কেটিং) করেন যারা। কারণ একটি পোস্টে আপনি এই ট্রিকস ব্যবহার করে সেই পোস্টে সকল বন্ধুর দৃষ্টি আনতে সক্ষম হবেন। তাহলে চলুন নিচের ধাপগুলো (স্ক্রিনশট) অনুসরণ করে চেষ্টা করুন ট্রিকসটি কাজে লাগানোরঃ
ধাপ ১ : গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুক লগিন করে একটি স্ট্যাটাস দিন। আর যদি পুরোনো কোন স্ট্যাটাসে মেনশন করতে চান। তবে এই ধাপ বাদ দিন।
ধাপ ২ : আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাসের সময় বা তারিখ দেখানোর লিংকটা ক্লিক করুন (নিচের ছবির মত)।
ব্লগার মারুফ
ধাপ ৩ : এবার আপনি আপনার স্ট্যাটাস আলাদাভাবে বের হবে। সেখানে ফাকা কোন জায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন চাপুন এবং অপশনগুলো থেকে Inspect Element ক্লিক করুন।
ব্লগার মারুফ
ধাপ ৪ : নিচের চিত্রের মত একটি অনেকগুলো কোডের বক্স পাবেন। সেখানে Console ট্যাবে ক্লিক করে কোডগুলো (এখানে ক্লিক করে কোড গুলো কপি করে নিন) কপি করে পেস্ট করুন এবং তৎক্ষণাৎ Enter চাপুন।
ব্লগার মারুফ
ধাপ ৫ : কোড পেস্ট করার পর দেখতে অনেকটা নিচের ছবির মত দেখতে পারবেনঃ
ব্লগার মারুফ
ধাপ ৬ : ১-৩ সেকেন্ড অপেক্ষা করুন। ব্যাস পেজটি রিফ্রেশ দিয়ে দেখুন মজার এই ট্রিকস। সাথে সাথে আরও দেখুন লাইক এবং কমেন্টের ঝড় !
ব্লগার মারুফ
লক্ষ্য করুনঃ Concole ট্যাবে ক্লিক করার পর বিভিন্ন Error দেখতে পেতে পারেন। তবুও চেষ্টা করে দেখেবন। আর না পারলে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আর এই পোস্ট দয়া করে কেউ কপি পেস্ট করে প্রকাশ করবেন না। এই পোস্ট ব্লগার মারুফের দ্বারা লিখিত। ধন্যবাদ...

ব্লগার মারুফ

[[ বিঃদ্রঃ পোস্টটি ২.২.১৪ তারিখে সর্বপ্রথম ব্লগার মারুফের ব্লগ

সাইটে প্রকাশিত এবং ব্লগার মারুফ দ্বারা লিখিত। ব্লগার

মারুফের ব্লগে ঘুরে আসতে বিনীত অনুরোধ রইল। ]]

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

code ta koi?

    @nobin24 ভাইঃ আমি খুবই দুঃখিত। আর আপনাকে ধন্যবাদ আমার ভুলট্যাঁ ধুরায় দেওয়ার জন্য। আমি আসলে ঠিকই কোডগুলো দিয়েছিলাম। কিন্তু নিজেও বুঝতে পারলাম না যে কোডগুলো গেল কই? পরে আপনার কমেন্ট পেয়ে চেক করে আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। আসলে টিটিতে সম্ভবত কনসোল কোডগুলো সাপোর্ট করবেনা। তাই পরে লিঙ্ক দিয়ে দিলাম। বিশ্বাস না হলে আপ্নিও কোডগুলো টেকটিউনে পোস্ট করে দেখতে পারেন, কোডগুলো টীটী নিচ্ছেনা ।

kaj hoi na brother

    @unicodebd.com ঃ আমি জানি, এটা করতে অনেকের কষ্ট হবে। তবে আমি টিউটোরিয়ালে সর্বোচ্চ চেস্টা করেছি বুঝিয়ে দিতে। আমার কথা অনেকের বিশ্বাস হবেনা কিংবা বুঝতে পারবেনা। তাই স্ক্রিনশটসহ দিয়েছি। তবে এখন বলুন আপনার কি সমস্যা? দেখি আপনাকে সাহায্য করতে পারি কিনা। – ব্লগার মারুফ