ফেসবুকে যে কাজগুলো করলে আপনি নিচ্চিত ব্লক হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক।

আধুনিক এই  যুগে ফেসবুকের বিকল্প নেই।

তবে আমরা যারা নতুন ফেসবুক ব্যবহার করি- সামান্য কিছু ভুলের কারনে

ফেসবুক আমাদেরকে ব্লক করে দেই।

এজন্য আমাদের ফেবু বাবহারের সময় একটু সচেতন হতে হবে।

যাহাতে ফেসবুক ব্লক হওয়া থেকে আমরা রক্ষা পায়।

এই নিয়ম গুলো মেনে চলুন-

  • ভুল তথ্য-

আপনার আকাউন্টে ভুল তথ্য দিলে আপনার আকাউন্ট টি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।

তাই নিজের নাম থেকে শুরু করে সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করুন।

  • অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো-

নতুন আকাউন্ট খুলে অনেকে অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। এটা আপনার ফেসবুক ব্লক হওয়ার মূল কারণ।

যারা আপনার পরিচিত  তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর চেষ্টা করুন। না হলে ৫০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে ভেরিফিকেশন করতে বলবে;

না পারলে ব্লক খাবেন।

  • অবৈধ ছবি আপলোড করলে-

যে ছবি দৃষ্টি কটু, এরকম ছবি আপনি আপলোড করলে ব্লক খাবেন নিচ্চিত।

  • ফটো ট্যাগ-

অপিরিচিত কোন বন্ধু আপনার অয়ালে ফটো ট্যাগ করতে চাইলে, আপনি করতে দিবেন না।

শুধুমাত্র পরিচিতদের ফটো ট্যাগ পারমিশন দিবেন।

না হলে ব্লক থেকে বাঁচতেও পারবেন না।

  • তাছাড়া খারাপ ভাষা ব্যবহার করলে, কেউ সেটা রিপোর্ট করলেও আপনি ব্লক হবেন।

  • তাছাড়া স্প্যামিং করলে, বন্ধুদের অতিরিক্ত ম্যাসেজ করলে, বাজে কথা বললে; 
  • কাউকে হুমকি দিলে আপনার আকাউন্ট ব্লক হতে পারে।

এজন্য যতদুর সম্ভব চেষ্টা করুন উপরের কাজ গুলো করা থেকে বিরত থাকতে।

এই লেখাটা পড়তে পারেন। 

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

Level 0

thx