আপনার ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন। ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন সব কিছু।

ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন।

ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন ইত্যাদি সম্পূর্ণ নিয়ে নিন।

ফেসবুক আমাদের জীবনের ডায়েরী হয়ে গেছে।

সেই ডায়েরীকে একটু রিভিউ দিয়ে নিন। দেখে নিন আপনার এযাবৎ কালের ফেসবুক ইতিহাস। 🙂

কীভাবে-

  • প্রথমে আপনার ফেসবুকে লগইন করে সেটিং এ যান।
  • তারপর নিচের ছবির মতো Download a Copy তে ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন-

  • তারপর Start my archive এ ক্লিক করুন।

  • পুনরায় একটা উইন্ডো আসবে সেখানেও  Start my archive ক্লিক করুন।
  • তারপর যে উইন্ডো আসবে সেখানে ok করুন।
  • আপনার মেইল অ্যাড্রেসে দুটো মেইল পাবেন, প্রথম মেইলে ডাইনলোডের পর কি কি পাবেন সেই ইনফো নিয়ে একটা লিঙ্ক থাকবে, এটায় না ঢুকলেও চলবে। দ্বিতীয় মেইলে পাবেন আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক!
  • আপনাকে মেইলের দিকে একটু চোখ রাখবেন। কারণ ডাউনলোড লিঙ্ক নিয়ে যে মেইলটা আসবে, বেশি সময় পার হয়ে গেলে লিঙ্ক আর কাজ করবে না।

আবারও বলছি সাথে সাথে ডাউনলোড না করলে পরে কিন্তু ডাউনলোড লিঙ্ক কাজ করবে না। 

কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না। ব্লগিং নিয়ে টিপস পাবেন আমার এই ব্লগে

নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন।

ধন্যবাদ সবাইকে।  (by- http://www.itsardar.com) 🙂

কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয়তে রাখতে পারেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very nice….. thanks brother.

হুম আমিও একবার করসিলাম মেলা টাইম নিসিল ধন্যবাদ আপনাকে টিউনের জন্য

ভাল লাগল @ ধন্যবাদ

Level 0

bhi all records del korar kono way thakla plz koy janaban???

জানা ছিল ।
লিঙ্ক টা resume support করানোর কোন option আছে ?

Level 0

old message ja delete kore diachi….seigulo to ar ashe na 🙁

Level 0

na vai ashe na. apni try kore dekhechen?

Android দিয়ে কি করা যাবে?