ফেসবুকের প্রাইভেচি নিয়ে সবার মনে প্রশ্ন ছিল। এবার সমাধান দিতে ফেসবুক নিয়ে আসলো নতুন অপশন।

ফেসবুক এই যুগের অন্যতম যোগাযোগ মাধ্যম।

এই যোগাযোগ মাধ্যম নিয়ে সকল সমালোচনা ঠেকাতে একের পর এক নতুন সেবা চালু করছে ফেসবুক।

প্রাইভেচি নিয়ে এতোদিন কম সমালোচনা হয় নি এই ফেসবুক নিয়ে।

তারই সুবাদে তাঁরা এবার নিয়ে আসলো- প্রাইভেচি চেকার এবং গাইডলাইন।

কীভাবে দেখবেন-

  1. সকল প্রাইভেচি আপডেট পাবেন ফেসবুকের এই লিঙ্কে
  2. প্রাইভেচি হোম পেজ এখানে
  3. চেঞ্জ করতে পারবেন এখান থেকে

ভালোভাবে দেখলে ফেসবুক প্রাইভেচিতে প্রশ্ন থাকার কথা না।

আমার ব্লগ, শুধু আপডেট বাংলা ব্লগিং টিপস এই লিঙ্কে। আপডেট ফেসবুক পেজ, লাইক দিয়ে আপডেট থাকুন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যবহার উপযোগী একটি পোস্ট। ফেসবুক প্রেমীদের অবশ্যই কাজে দিবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

কীভাবে দেখব সেটা বুঝলাম বাট কি দেখব ?

    @নীলোৎপল বেদী: এটা নিয়ে আমি তথ্য সংগ্রহ করছি। ভালো ভাবে সব কিছু পেলে অন্য টিউনে বিস্তারিত জানাবো। ধন্যবাদ।

Privacy = প্রাইভেচি?
প্রাইভেসি?নাকি প্রাইভুচি?

ফেসবুক প্রেমীদের অবশ্যই কাজে দিবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

valo laglo.

প্রাইভেচি(!) হাহাহা।এটা প্রাইভেসি হবে ভাই।