আপনার পিসিতে যেকোন ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান? সফটওয়্যার ছাড়াই সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড ট্রিক্স।

শুধু ইউটিউবে নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও দেখা যায় ভিডিও। নিউজ ফিডে চক্কর দিতে মাঝে মাঝেই চোখে পড়ে কিছু ভিডিও। মন চায় ডাউনলোড করতে। কারণ অনলাইনেই ভিডিও দেখার স্পিড আমাদের কপালে নেই। গত পোস্টে আমি দেখিয়েছিলাম ইউটিউব ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। আজ দেখাবো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। ফেসবুক ও ইউটিউব দুই প্লাটফর্মের ভিডিওই ডাউনলোড করার দু ধরনের পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো কোন সফটওয়্যার বা টুলসের মাধ্যমে। আর দ্বিতীয় পদ্ধতি হলো ম্যানুয়ালি কিছু ট্রিকস আছে। আজ শেয়ার করছি ফেসবুকের ভিডিও ডাউনলোডের ম্যানুয়াল ট্রিকস। অর্থাৎ সফটওয়্যার বা টুলসের সাহায্য ছাড়াই দেখাবো কিভাবে আপনার পিসিতে ডাউনলোড করবেন ফেসবুক ভিডিও। নিচের ধাপগুলো অনুসরণ করে ডাউনলোড করতে পারেন ফেসবুক ভিডিও খুব সহজেই।
  • প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন।
  • ভিডিওর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Link Address অপশনটি ক্লিক করুন।
  • এবার কপি করা লিংকটি ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করুন। দাড়ান! আগেই এন্টার করে ভিজিট করবেন না। লিংকটা দেখতে অনেকটা এরকম হবেঃ https://www.facebook.com/video/video.php?v=234997766607194
  • এখন লিংকটাতে  www এর পরিবর্তে m লিখুন। উপরের লিংকটার www পরিবর্তনের পরে দেখতে এমনটা হবেঃ https://m.facebook.com/video/video.php?v=234997766607194
  • এবার পরিবর্তিত লিংকটাতে ঢুকুন। দেখবেন ভিডিওটি মোবাইল ভার্সন আকারে বের হবে। আগের মতো এবারো ভিডিওর ডান পাশে মাউসের ডান বাটন ক্লিক করে Save Video As অপশন ক্লিক করুন।
  • ব্যাস, এবার যথারিতি নিয়মে ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
 এছাড়াও ফেসবুক ভিডিও ডাউনলোড করতে বিভিন্ন টুলস বা সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে অনেকেই সফটওয়্যারের বিরক্তিকর বিজ্ঞাপনের ঝামেলা পছন্দ করেন না। তাদের জন্য আজকের ট্রিকস। উপরে উল্লেখিত ধাপগুলো বুঝতে সমস্যা হলে দেখতে পারেন Facebook Video Download Tutorial With Screenshots । যাই হোক আশা করি বুঝতে কোন সমস্যা হবেনা। তারপরেও কোন সমস্যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ekhanei full tunw korbeen,

fb er private vedio download korbo kivabe ?

nice tune…. come on guruuuuuu

downvids use করি । যাই হোক থ্যাংকস । কাজে লাগল ।