কম খরচের অ্যান্ড্রয়েড ফেসবুক অ্যাপ পাবলিশ করলো ফেসবুক।

 ইন্টারনেটে কম ডেটা খরচ করবে এবার এমন সুবিধার অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে সামাজিক  যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। এর ফলে সাধারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা  স্মার্টফোনেই ফেসবুক ভালোভাবে ব্যবহার করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। মাত্র ২৫২  কিলোবাইটের এ অ্যাপটি যেমন ফোনে অনেক কম জায়গা নেবে, তেমনি অ্যান্ড্রয়েড-চালিত কম  দামি কিংবা কম সুবিধার ফোনেও সহজেই চলবে। ইন্টারনেটের ডেটা খরচও অনেক কম হবে বলে  জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ফেসবুক লাইট’ নামের এ অ্যাপটি দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কেই  চলবে। উন্নত দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের কোনো দেশে এ অ্যাপটি পাওয়া যাবে  না। অ্যাপটি মূলত বাংলাদেশ, ভিয়েতনাম, নাইজেরিয়া, নেপাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলঙ্কা ও  জিম্বাবুয়ের মতো দেশগুলোর কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। যেসব দেশে  অ্যাপটি পাওয়া যাবে না, সেসব দেশে গুগল প্লে স্টোরে অ্যাপটি দেখা যাবে না। তবে চাইলে যেকোনো  দেশের আগ্রহী ব্যক্তিরা অ্যাপটি ব্যবহারও করতে পারবেন। এ জন্য ফেসবুক কর্তৃপক্ষ অ্যাপটির  অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) উন্মুক্ত করে দিয়েছে। বিশেষ এ অ্যাপটির সাহায্যে কম ডেটা খরচের মাধ্যমে ফেসবুকের সব সুবিধাই পাওয়া যাবে। ছবি দেখা, ফেসবুক মেসেঞ্জার, স্ট্যাটাস হালনাগাদসহ অন্য সুবিধাগুলো সাধারণত কম্পিউটার কিংবা উন্নত স্মার্টফোনে যেভাবে ব্যবহার করা হয়, একইভাবে এই অ্যাপেও তা করা যাবে। ফেসবুকের গ্লোবাল কানেক্টিভিটি পরিচালক ক্রিস হুইসলার বলেন, ‘ফেসবুকের মূল অ্যাপটির আকার ২৫ মেগাবাইট এবং সে অ্যাপটি চালানোর জন্য উন্নত স্মার্টফোনের প্রয়োজন। আর তাই সহজে কম বৈশিষ্ট্যের স্মার্টফোনে ফেসবুক ব্যবহারের সুবিধা দিতেই নতুন এ অ্যাপটি চালু হয়েছে।’ ফেসবুক লাইট অ্যাপটি পাওয়া যাবে এই (আপডেটেড এবং ডিরেক্ট লিঙ্ক) ঠিকানায়। - তথ্যসূত্র প্রথম আলো নিউজ

আমি 

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eta jaba version er facebook app er moto kaj korbe mone hoy.

ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য

কমেন্টে স্টিকার সিস্টেম রাখলে ভালো হতো।

mia vi eta bangladeshi der jonno noi,apni jodi peye thaken to download kore amake thikana din,na hole techtunes e update din

Thanks for your information.

Good news

Thanks for your information.

bd r jonno na ata……onno kono link thaklea dan

Level 0

Jodi apk file er download link ta den, tobe khub valo hoy.

Level 0

Goooooood tune

Play store hota download hoina!