ফেসবুকে আসছে নতুন তিন ফিচার

amaderboi.comডেভেলপারদের কাছ থেকে প্রচুর ‘লাইক’ পাওয়ার আশা করছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এফ ৮ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তিনটি নতুন টুল উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ফিচারগুলো দিয়ে ডেভেলপাররা সহজে তাঁদের অ্যাপের মধ্যে গ্রাহকবান্ধব ফিচার যুক্ত করতে পারবে। ১৫ টি দেশের ৭০ জন ডেভেলপারকে দিয়ে পরীক্ষা চালিয়ে নতুন তিনটি টুল উন্মুক্ত করেছে ফেসবুক।
এ টুলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্ট কিট যা নতুন অ্যাপ ব্যবহারকারীকে তাঁর শুধু ফোন নম্বর বা ইমেইলে অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে দেবে। এতে ইন-অ্যাপ ফরম পূরণ বা ফেসবুকের পুরো নাম, পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
ফেসবুকের প্ল্যাটফর্ম প্রডাক্ট ব্যবস্থাপক এডি ও’নেইল ইউএসএ টুডেকে বলেন, ‘সাইন আপ প্রক্রিয়ার ঝামেলা এড়াতে চেয়েছি আমরা। ভারতের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন এই ফিচার ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়ায় ৩০ শতাংশ উন্নতি দেখেছে।’

কোট শেয়ারিং
ফেসবুকের ডেভেলপার প্ল্যাটফর্ম গ্রুপের প্রধান ডেব লিউ তাঁর কি নোট দেওয়ার সময় ফেসবুকের কোট শেয়ারিং ফিচারটির কথা বলেন। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তাঁর প্রিয় লেখাটির কোনো কপি-পেস্ট ছাড়াই হাইলাইট দেখতে পাবেন। ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
ফেসবুক সেভ বাটন নামের আরেকটি নতুন ফিচার উন্মুক্ত করেছে, যা ২০১৪ সালে সেভ অন ফেসবুক ফিচারটির মতোই ব্যবহারকারীকে তাঁর প্রিয় লেখা, পণ্য, ভিডিও ফেসবুক সেভ ফোল্ডারে সংরক্ষণ করার সুবিধা দেয়। ও’নেইল বলেন, উন্নত যোগাযোগের সুবিধার্থে এ ফিচার আনা হয়েছে।
ও’নেইল বলেছেন, নতুন সেভ বাটন ডেভেলপারদের নতুন গ্রাহক আকৃষ্ট করতে কাজে লাগবে। প্রতি মাসে ফেসবুকের মধ্যে ২৫ কোটি ব্যবহারকারী ফেসবুকের মধ্যে বিভিন্ন বিষয় সংরক্ষণ করে রাখে। অন্য অ্যাপের ক্ষেত্রেও এ সুবিধা যুক্ত করতে চাই।

আরো কিছু লেখাঃ
আউটসোর্সিং: শুরুটা যেভাবে এবং শুরু করার পর
আউটসোর্সিং: কাজ শিখবেন যেভাবে
আউটসোর্সিং: সফল হবেন যেভাবে
এডোবি ইলাস্ট্রেটর সিএস ৬
ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতে খড়ি

Level New

আমি মুসা বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন নতুন তথ্য নিয়ে টিউন করার জন্য ধন্যবাদ। ফেসবুকে ফ্রেন্ডলিষ্ট হাইড করে রাখার সিষ্টেমটা জানতে চায়।

    আপনার ফ্রেনড় লিস্টে গিয়ে উপরের দিকে find fd ের পাশে একটা কলমের মতো আছে নাম , ম্যানেজ । অখানে ক্লিক করে এডিট প্রাইভেসীতে গিয়ে অনলি মি করে দিন