যাদের আইডি ফেসবুক ভুলবশত ডিজেবল করে দিয়েছে তারা দেখুন

বিসল্লাহির রাহমানির রাহিম।

আমি মেহেদী আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। যাদের আইডি ডিজ্যাবল হইছে তারা ভালো নাই তাই না? তবে ভয় নেই আমি দেখিয়ে দিচ্ছি কি ভাবে কি করতে হবে।

ফেইজবুক বেশ কিছু দিন হলো ফেইক আইডি নিধন করতে গিয়ে অনেক রিয়েল আইডিও ডিজ্যাবল করে দিয়েছে। অনেকেই এন আইডি কার্ড সাবমিট করেছেন কিন্তু কাজ হয় নাই। দয়া করে তারা এই নিয়ম টা ফলো করবেন। আশা করি উপকার পাবেন।

তাহলে চলুন কাজ শুরু করা যাক। এখানে ক্লিক করেন  এর পর যে বক্স টা আসবেন সেখানে পূরণ করুন।


মনে রাখবেন সব কিছুই যেন ফেইজবুক আইডির সাথে মিল থাকে সব কিছু মিল না থাকলেও জন্ম তারিখ এবং নামটা খুব গুরুত্বপূর্ণ

  • অবশ্যই আপনার নামট যেন ফেইজবুক আইডির সাথে মিল থাকে
  • বয়সটাও মিল থাকা জরুরি

আপনি যদি সব কাজ ঠিক ঠাক এবং সঠিক প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আইডি ৭২ ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন ইনশাহ আল্লাহ্‌

আজকের মত আসি দেখা হবে পরবর্তি কোনো টিউনে। আমি মেহেদী। খোদা হাফিয

বিঃদ্রঃ কেউ যদি না পারেন কাজ করতে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন।
ইউটিউব লিংক এইখানে ক্লিক করুন
তো আশা করি উপকার পাবেন। আজ আসি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম

ফেসবুকে আমি 
টুইটারে  আমি 
গুগল প্লাসে আমি

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।