ফেসবুকে সাবমিট করুন অাপনার কাস্টম ফ্রেম

বন্ধুর সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। টেকটিউনস এর সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা অাজকে অনেক দিন পর অামি অাররো একটি নতুন টিউন লিখছি। নানা সমস্যায় ব্যাস্ত থাকায় এতদিন কোন টিউন করতে পারিনি। এখন থেকে অাবারো রেগুলার টিউন করতে পারো বলে অাশাবাদি।
অামার আজকের অালোচনার বিষয় কিভাবে আপনার তৈরি ফেসবুকের প্রোফাইল ফ্রেম ফেসবুক অথোরিটির কাছে সাবমিট করবেন এবং অ্যাপ্রুব করাবেন। অামরা অাগের টিউনে জেনেছি কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক প্রোফাইলের জন্য ফ্রেম তৈরি করতে পারবেন।

→↓ অাগের টিউন ↓←

কাজের কথায় অাসি, ফেসবুকের প্রোফাইলের জন্য png ফ্রেম তৈরির পর অাপনাকে সেটা তাদের অথোরিটির রিভিউয়ের জন্য পাঠাতে হবে। অথোরিটি রিভিও করলে তবেই সবাই এই ফ্রেমটা প্রোফাইলে যুক্ত করতে পারবেন

যেভাবে ফ্রেমটি পাঠাবেন:

১. web.facebook.com/fbcameraeffects/home এই লিংকে যান
২. Create New এ ক্লিক করুন
৩. উপরে ডান কোনায় Upload Art এ ক্লিক করুন
৪. অাগে তৈরি করা png ফাইলটি সিলেক্ট করে next এ ক্লিক করুন
৫. একটা ফর্ম অাসবে সেখানে ফ্রেমটির নাম দিন
৬. নিচে Owner info তে অাপনার অাইডি কিংবা পেজ সিলেক্ট করুন
৭. Keyword লিখা বক্সে Keyword দিন যাতে আপনার ফ্রেম মানুষ সার্চ করে খুজে পায়
৮. এবার অাপনার ফ্রেমটি রিভিউ এর জন্য সাবমিট করুন

↓→ এখন অাপনাকে ৭ দিন অপেক্ষা করতে হবে ফ্রেমটি অ্যাকটিব হওয়ার জন্য। কোন কোন ক্ষেত্র ভালো এবং গ্লোবাল বিষয়ের ফ্রেম হলে ২-৩ দিনেই অ্যাপ্রোব হয়ে যায়।

→ সবকিছু না বুঝলে নিচের ভিডিওটি দেখতে পারেন

→↓ টিউন ভালো লাগলে থাম্বস আপ দিবেন
→↓ সমস্যা হলে টিউমেন্ট করবেন
→↓ বন্ধুদের সাথে শেয়ার করবেন
→↓ ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবসক্রাইব করবেন

→↓ নতুন কিছু জানতে চাইলে টিউমেন্ট করে জানাবেন

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস