আজকাল যার কাছে স্মার্টফোন আছে তার কাছে যে একটা ফেসবুক একাউন্ট আছে সেটা নিশ্চিত। ফেসবুকে ছবি, ভিডিও কিংবা নিজের ভাবনা-চিন্তা প্রকাশ করা একটা অনেক সহজ কাজ।
আজকের আর্টিকেলে আমরা দেখবো কিভাবে অনেক গুলো ফেসবুক টিউন একসাথে ডিলিট করবেন।
একসাথে অনেকগুলো ফেসবুক পোস্টগুলো ডিলিট করবেন যেভাবে (অ্যান্ড্রয়েড ও আইওএস)
ফেসবুক এর লেটেস্ট ভার্সন আপনাকে সুযোগ দেয় আপনার পোস্টগুলো তিনটা জিনিসের ভিত্তিতে ফিল্টার করার সুযোগ: ক্যাটাগরি, ডেট ও পিপল (Category, Date, People)। আপনি এই তিনটির যেটা ইচ্ছা সেটা ব্যবহার করে আপনার টাইমলাইনের সকল অপ্রয়োজনীয় টিউন খুঁজতে পারেন যেগুলো আপনি চান না আপনার প্রোফাইল পেজ এ থাকুক।
১. আপনার অ্যান্ড্রয়েড বা অ্যাপেল যেই ডিভাইস হোক না কেন সেটাতে ফেসবুক অ্যাপটি ওপেন করুন।

বিস্তারিত পড়ুন: BDTechTimes