ফেসবুক অ্যাপের ভিডিও Autoplay বন্ধ করুন

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন
Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আপনারা তো সকলেই ফেসবুক ব্যবহার করে থাকেন। কারো কারো কাছে তো আবার ফেসবুক মানেই ইন্টারনেট, ইন্টারনেট মানেই ফেসবুক। আপনাদের ফেসবুক ব্যবহারের সময় একটি সমস্যায় পড়তে হয়। সেটি হলো, ফেসবুক ভিডিও Autoplay সমস্যা।

আপনারা যখন ফেসবুক অ্যাপ এর ভেতরে ভিডিও ক্যাটাগরিতে চলে যান, তখন দেখতে পান যে ফেসবুকের ভিডিও গুলো অটোমেটিক play হচ্ছে, আপনি যখন ফেসবুক অ্যাপ এর ভেতরে থাকেন।

আপনারা যারা ওয়াইফাই অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি হয়তোবা তেমন প্রভাব ফেলবে না। তবে আপনারা যারা মোবাইল ডাটা ব্যবহার করে ফেসবুক ব্রাউজ করেন তাদের ক্ষেত্রে এটি হবে অনেকটাই বিরক্তিকর। কেননা এর ফলে আপনার মোবাইলের অনেক ডাটা খরচ হতে থাকে ফেসবুক ভিডিওর এই Autoplay হওয়ার কারণে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাপের ভিডিও Autoplay বন্ধ করবেন। জানতে হলে পুরো টিউনটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

১. এজন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপটিতে।

২. চলে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন Menu bar. আপনি এখানে ক্লিক করুন।

Facebook menu bar

৩. এরপর এখান থেকে Setting & privacy তে ক্লিক করুন।

Facebook setting & privacy

৪. এরপর চলে যান Setting এ।

Facebook setting

৫. এরপর আপনি উপর থেকে সবচেয়ে নিচে চলে আসুন। এরপর আপনি এখানে দেখতে পাবেন Media and Contacts. আপনি এখানে ক্লিক করুন।

Media and Contract

৬. এরপর নিচে পেয়ে যাবেন Autoplay. এখন আপনি এখানে চলে যাবেন।

Autoplay

৭. এরপর আপনাকে ফেসবুক ভিডিও Autoplay বন্ধ করার পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন On Mobile Data and Wi-Fi Connection. সিলেক্ট করা রয়েছে। যার ফলে কিন্তু Wifi এবং Mobile Data যেটিই ব্যবহার করুন না কেন আপনার ফেসবুকের ভিডিওগুলো Atomatic Play হচ্ছিল।

৮. এরপর আপনি যদি শুধুমাত্র Wifi এ কানেক্টেড থাকার সময় Autoplay চালু করতে চান তবে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করতে পারেন। আপনি যেহেতু Autoplay একদমই বন্ধ করবেন, সেজন্য আপনি নিচের Never Autoplay Videos সিলেক্ট করবেন।

Facebook autoplay off

৯. এরপর আপনি এটি সিলেক্ট করে দিন।

১০. এরপর আপনার কাজ শেষ। এখন আপনি back এ চলে যান।

Facebook autoplay off

এখন আপনি ফেসবুক অ্যাপের ভিডিও ক্যাটাগরিতে চলে গেলে দেখতে পাবেন যে, আপনার ভিডিও গুলো আর Atomatic play হচ্ছে না। এখন আপনি ফেসবুক ব্রাউজ করতে থাকুন নিশ্চিতে। এখন থেকে আপনার আর অতিরিক্ত ডাটা খরচ হবে না ফেসবুক ব্যবহার করতে।

বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশা করি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 332 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস