আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যার মূল্য ৫০০০ টাকা।
যারা ষ্টুডিও ব্যবসার সাথে জরিত তারা কেউ কেউ হয়ত নাম শুনেছেন বা কোথাও কাজ করতে দেখেছেন। সফটওয়্যারটি সংগ্রহ করতে চেয়ে ছিলেন কিন্তু দাম শুনে 'থ' হয়ে গেছেন। এই সফটওয়্যারটি মূলত ঢাকার পুরানা পল্টন ষ্টুডিও ব্যবসার সাথে জরিত দোকান গুলিতে পাওয়া যায়। আমিও সেখান থেকে সংগ্রহ করেছি। যারা গ্রাফিক্স ডিজাইন বা ছবি নিয়ে কাজ করে থাকেন তাদের কাছে প্রিয় একটি সফটওয়্যার Adobe Photoshop. আমিও অনেকদিন ধরে ফটোশপে কাজ করেছি। Adobe Photoshop শিখতে অনেক সময় লাগে এবং এতে কাজ করতে অনেক ঝামেলা। যারা গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে Photoshop না শিখেই গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। কিভাবে? আপনি CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে খুব সহজে যেকোন ধরনের ছবির কাজ করতে পারেন। CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে আপনি সাদা-কালো ছবিকে এক ক্লিকে সম্পূর্ন্ন রঙ্গিন করতে পারবেন। CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে ছবির মধে খুব সুন্দর কালার দিতে পারেন এবং খুব সহজে ঝামেলা ছাড়া এটি দিয়ে খুব দ্রুত ছবি করা যায়।
কোন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন করতে গেলে মাথার চুল নিয়ে ঝামেলা হয় যেমন বাতাসে কয়েক গোছা চুল উরছে ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন করার সময় কেটে ফেলতে হয় এতে ছবির ন্যাচারেলিটি নষ্ট হয় কিন্তু CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে খুব সহজে চুল না কেটে ব্যাকগ্রাউন্ড পরিবতর্ন করা যায়। পোশাক পাল্টানো যায়। ফ্রেম সেট করা যায়
এটা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ন হল ছবির রিটাচ করার জন্য
নিচে কিছু রিটাচ করা ছবি দেয়া হলঃ
Hardware Minimum Requirement:
*1 GHz Processor or better
*512 MB of RAM or higher
*Display adapter and monitor with resolution 800x600 or higher
*Hard disk with 100 MB free space.
সফটওয়্যারটির সাইজ প্রায় ৬৪৬ মেগাবাইট তাই কেথাও আপলোড করতে পারি নাই। যদি কারোও প্রয়জন হয় তা হলে আওয়াজ দিয়েন। Version-3
বিঃদ্রঃ- কুরিয়ার বিল আমাকে Flexi করে দিতে হবে। MOB-- 01712843837
আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
uploading এ সমস্যা হলে split করে নিতে পারেন।