জানি এবার আপনিও বলবেন-আরো আগে কেন পাইনি তোমায় ঘুমন্ত মেগাটিউন

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

tinkerbell

আসসালামুআলাইকুম!সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘুমন্ত জাহাঙ্গীরের টিউনিং পেইজে। সম্প্রতি হয়ে যাওয়া টেকটিউনস জরিপে সফটওয়্যার বিভাগ জয়লাভ করে। আর আমার আজকের এই টিউনটি সফটওয়্যার প্রেমীদের জন্যই। আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও কনভার্টার শেয়ার করবো যা পেয়ে আপনি আজই আপনার কম্পিউটার থেকে বাতিল বাক্সে ফেলে দেবেন অন্যসব ভিডিও কনভার্টার।

অবশ্য ইদানিং টেকটিউনসে ভিডিও কনভার্টার নিয়ে বেশ কয়েকটি টিউন হয়েছে তবুও কনভার্টার নিয়ে টিউন করার কারণ হলো অন্যসব কনভার্টার থেকে এর আলাদা কিছু অসাধারণ ফিচার যা আপনাকে বিমোহিত করবে বলে আমার ধারণা। তো আসুন কনভার্টারটির সাথে পরিচিত হয়ে নিই.

iwisoft free Video Converter
1

এবার আসুন এর অ -সাধারণ কিছু ফিচার সম্পর্কে জানি:

১. সকল প্রকার কনভার্ট সুবিধা:

এটি দিয়ে আপনি প্রায় সব ধরনের অডিও, ভিডিও গান প্রায় সকল প্রকার ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। 2 চিত্রের লাল কালি দিয়ে চিহ্নিত ট্যাবে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সকল ফরম্যাটে গান কনভার্ট করতে পারবেন

২. ভিডিও Crop করতে পারবেন:

এটি দিয়ে আপনি ইচ্ছামতো ভিডিও Crop করতে পারবেন অর্থ্যাৎ আপনি চাইলে ভিডিও থেকে কোম্পানীর লোগো, সাবটাইটেল ইত্যাদি বাদ দিতে পারবেন এবং ভিডিওতে জুম করতে পারবেন.

3

স্কিনশট দেখে বুঝতে চেষ্টা করুন

৩. বিভিন্ন Effect এর ব্যবহার:

আপনি চাইলে এটি দিয়ে ভিডিওতে বিভিন্ন ইফেক্টও ব্যবহার করতে পারেন.

4 চিত্রের লাল কালি দ্বারা চিহ্নিত ট্যাবে আপনি Effect অপশনটি পাবেন। এখানে আপনি বিভিন্ন ইফেক্ট ব্যবহার ছাড়াও ভিডি Brightness ও Contrast adjust করতে পারবেন। স্কিনশট দেখে বুঝতে চেষ্টা করুন।

৪. ভিডিও কাটার সুবিধা:

এটি দিয়ে আপনি ভিডিও কিংবা ডিভিডি থেকে আপনার প্রয়োজন কাটতে পারবেন খুব সহজে।
5
চিত্রের লাল কালি দ্বারা চিহ্নিত ট্যাবে আপনি Trim অপশনটি পাবেন। এখানে আপনি Start time ও End time এ নির্দিষ্ট সময় বসিয়ে ভিডিও থেকে আপনার প্রয়োজনীয় অংশ কাটতে পারবেন। স্কিনশটে দেখুন কিভাবে ভিডিও থেকে প্রয়োজনীয় অংশ কাটা হয়েছে।

৫. ভিডিওতে লোগো বা পিকচার যোগ করার সুবিধা:

এটি দ্বারা আপনি চাইলে ভিডিতে লোগো কিংবা আপনার নিজের ফটো এড করতে পারেন।
6
চিত্রের লাল কালি দ্বারা চিহ্নিত ট্যাবে আপনি Logo অপশনটি পাবেন। এখানে Browse ট্যাবে ক্লিক করে আপনার প্রয়োজনীয় লোগো বা ছবিটি সিলেক্ট করুন। এরপর মাউস দিয়ে টেনে ছবিটি ভিডিওর সুবিধামত জায়গায় বসিয়ে দিন।

৬. ভিডিওতে সাবটাইটেল বা লেখা যোগ করার সুবিধা:

আপনি চাইলে এটি দিয়ে ভিডিওতে সাবটাইটেল বা আপনার ইচ্ছা অনুযায়ী যেকোন লেখা যোগ করতে পারেন।
7
চিত্রের লাল কালি দ্বারা চিহ্নিত ট্যাবে আপনি Text অপশনটি পাবেন। এখানে খালি ঘরে আপনি যে লেখাটি ভিডিওতে এড করতে চান তা লিখে দিন। ফন্ট কালার, সাইজ ইত্যাদি সম্পাদনা করতে Style বাটনে ক্লিক করুন। এটি দিয়ে আপনি বাংলাতেও লিখতে পারেন। সেজন্য ফন্ট এ গিয়ে SutonnyMj ফন্ট সিলেক্ট করুন।

৭.অডিও-ভিডিও গানের সাউন্ড ৪০০% পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা:

এই কনভার্টারের অন্যতম ফিচার হচ্ছে এটি। যা সচরাচর অন্যান্য কনভার্টারে দেখা যায় না। এটি দ্বারা অডিও -ভিডিওর সাউন্ড কোয়ালিটি আপনি ৪০০% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন যা অবাক হওয়ার মত.
8
প্রোপাইল সিলেক্ট করার পর মেইন উইন্ডোর সেটিংস ট্যাবে ক্লিক করে আপনি ইচ্ছামতো আউটপুট প্রোপাইল ইডিট করতে পারবেন। আর এখানে চিত্রের লাল কালি দ্বারা চিহ্নিত ট্যাবে ক্লিক করে আপনি আউটপুট অডিও-ভিডিও গানের সাউন্ড কোয়ালিটি ১০০%-৪০০% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। আর হ্যাঁ যাদের চায়না মোবাইল আছে তারা মোবাইলে চালানোর জন্য ভালো মানের Mp4 গানের জন্য উপরের চিত্রে দেয়া আমার প্রোপাইল সেটিংসটি ফলো করতে পারেন।

যাহোক এতক্ষন আপনাদেরকে সামান্য ব্যাপারটি অবুঝ শিশুর মতো অযথা বকবক করে বোঝানোর চেষ্টা করলাম এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি টেকটিউনসে যারা আশাকরি আমার চেয়েও আরো ভালভাবে তারা কনভার্টারটির খুটিনাটি বের করে নিবে।

ফাহিম রেজা বাধঁন ভাই কিছুদিন আগে এধরনের একটি সফট নিয়ে টিউন করেছিলো তবে তার দেয়া সফটিতে বেশ কিছু ফিচার ছিলো না যেমন একই সাথে ভিডিওতে ছবি বা লেখা যোগ করা যেত না, সাইন্ড কোয়ালিটি বাড়ানোর ফিচার ছিল না। তবুও যদি এটি নিয়ে আগে টিউন হয়ে থাকে তবে আমি টিউনটি ডিলেট করে দেবো।
সবশেষে বলতে চাই যারা ভালো একটি ভিডিও কনভার্টার খুঁজতে খুঁজতে এতদিনে ক্লান্ত হয়ে গেছেন তাদের সম্ভবত খোঁজাখুঁজিঁর দিনশেষ। তারা এবার নিশ্চয় বলবে -আরো আগে কেন পাইনি তোমায়!



332bifs.jpg

মন চাইলে আমার কনভার্ট করা MP4 ফরম্যাটের সাম্প্রতিক সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও গান ডাউনলোড করতে পারেন
332bifs.jpg

টিউনটি আপনাদের ভালো লাগলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আপনাদের
- ঘুমন্ত জাহাঙ্গীর

টিউনটি পড়ার জন্য সবাইকে জানাই-
cool cow

একনজরে আমার অন্য টিউনগুলো.

Level New

আমি ঘুমন্ত জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 390 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আছি আপনার কাছাকাছি.......... ই-মেইল:[email protected] ফেইসবুক:www.facebook.com/Gumanta jahangir


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম………..ভালইতো মনে হচ্ছে । অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য ।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার টিউনে মন্তব্য করার জন্য………..
    আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা যদি পাই পাশে…
    ডানা মেলে উড়বো তবে মুক্ত ঐ আকাশে…..

    Level 0

    @ ঘুমন্ত জাহাঙ্গীর [ঘুমন্ত অবস্থায় উড়তে যাবেন না যেন।]

    msmbd ভাই ঘুমন্ত অবস্থায় উড়লেও সমস্যা নেই আরে আপনি সাথে আছেন না!!!!!!!!!!!!????????

    Level 0

    Khub valo akti tune korechen vai a jonno apnake asongko thanks vai

    Jonaedmia ভাই আপনাকেও ধন্যবাদ!!

কনভার্টার টি তো কাজেরই মনেহচ্ছে।

Level 0

ঘুমন্ত জাহাঙ্গীর ,
ভাই এরকম জিনিসই খুজছিলাম। এই সন্দুর টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশাকরি আগামীতে এই ধরনের আরো অনেক টিউন নিয়ে হাজির হবেন।

আমার খুব পছন্দ হয়েছে এই কনভার্টারটি। এটা দিয়ে তো অডিও কনভার্টাট করা যাবে নাকি।

    শুধুমাত্র অডিও নয় আপনি সব ধরনের অডিও -ভিডিও ফাইলই আপনি এটি দ্বারা কনভার্ট করতে পারবেন!! ধন্যবাদ আপনাকে………..

Level 0

অনেকদিন পর আজকে কমেন্টস করলাম। আসলে সবাই যেইসব টিউন করে কমেন্ট করতে মন চায় না। জটিল টিউন। সফটওয়ার টা কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

শুধু কাজের নয় বলতে হবে মহা কাজের (কপি+পেষ্ট)
অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই

অনেক অনেক ধন্যবাদ ভাই।

জটিল কামের জিনিস। 🙂

ঘুমন্ত জাহাঙ্গীর। প্লিজ হীনমন্যতায় ভুগবেন না। আপনার লেখার ধরন অনেক সুন্দর। এবং আপনার জ্ঞানের পরিধিও অনেক বেশী। দয়া করে সব সময় এরকম জ্ঞান গহ্বর এবং কাজের টিউন করবেন। অনেক ভালো লেগেছে সেই সাথে কাজেও। ভালো থাকবেন। ধন্যবাদ।

    সব সময় ভাল কিছু করার চেষ্টা করি…………….জানিনা তা কতটুকু সার্থক হয়………………সফটটি আপনার কাজে লাগবে জেনে ভালো লাগছে ………আপনাকে ও ধন্যবাদ!!

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন এই শুভ কামনায়

ইইইইইইইইয়াহুহুহুহুহুহুহুহুহুহু

Many Many X 1000000 Thanks.
aj 5 din holo ami erokom ekta jinis i khujchhilam.
Thanks again.

The webpage cannot be found

ভাই আমি আসলেই বলব “আগে কেন পইনি তোমায়”। অসাধারণ…….

    প্রথম যখন আমি এটি পাই তখন আমিও আফসোস করে বলে ছিলাম- আরো আগে কেন পাইনি তোমায়!!!!!

ঘুমীয়ে থাকা অবস্থায় কোথায় যে এ গুলো পান।ধন্যবাদ টিউন এর জন্য।

    এটাই তো ঘুমন্ত জাহাঙ্গীরের ঘুমিয়ে থাকার মূল রহস্য……………হা:…..হা:…….ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ খব ইইইইইইইই ……।ভাল একটি টিউন করার জন্য……………..ভাল থাকবেন

Level 0

সুন্দর হয়েছে এবং সফয়াও ভাল মনে হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আরে নুরজাহান আপু যে……….আমার টিউনে আপনার কমেন্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে!!!

Level 0

সুন্দর হয়েছে এবং সফটাও ভাল মনে হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আরে নুরজাহান আপু যে……….আমার টিউনে আপনার কমেন্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে!!!

আমারত ধারনা আপনার এবং স্বাধীন ভাইয়ের মধ্যে বিশাল প্রতিভা লুকিয়ে আছে যা একদিন আমাদের মত তুচ্ছ টিউনারদের অস্তিত্ত্ব বিলীন করে দিবে।

    প্রথমে প্রবাসী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এজন্য যে আপনার মত বড় মাপের একজন টিউনার এই ক্ষুদে টিউনারের টিউনে কমেন্টস করছে দেখে…………আপনার কথার প্রসংঙ্গে বলতে হয় স্বাধীন ভাই সত্যিই একটা জ্বলন্ত প্রতিভা আর আমার সম্পর্কে আপনি খুব বেশি বাড়িয়ে বলেছেন……..আর হ্যাঁ আপনার নি:স্বার্থ ভাবে করা অবদানই আপনার অস্তিত্ব বহন করবে চিরকাল তা কারো পক্ষেই বিলীন করা সম্ভব নয়………….কারণ ভালোবাসার জয় চিরদিনই হয়……….আপনাকে যে টেকটিউনসের সবাই বড় বেশি ভালোবাসে তা আর নতুন করে আমাকে বলতে হবে না………আপনার টিউনে অসংখ্য কমেন্টসই তার প্রমাণ বহন করে আর আপনিও টেকটিউনসকে বড় বেশি ভালবাসেন তা আপনার এই কমেন্ট দেখেই স্পষ্ট বোঝা যায়…………ভালো থাকবেন সবসময়!!!

খুব ভাল টিউন। সফটওয়্যারটাও অনেক কাজের। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই, ডাউনলোড করতে গেলে মিডিয়াফায়ারে পাসওয়ার্ড চাচ্ছে।

ভিডিও কনভার্টারটা কেমন তা বলতে পারবনা তবে দেখে মনে হচ্ছে ভালই হবে তাছাড়া আপনি যখন বলছেন ব্যবহার করেই বলছেন,কিন্তু টিউন সম্মন্ধে যদি বলতে হয় তা হলে বলব খুবই ভাল এবং মান সম্মত টিউন আপনার কাছে থেকে আরো বেশী বেশী টিউন আশা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।ভিডিও কনভার্টারটা রেখে দিলাম সময় মত কাজে লাগাব।

    আতাউর রহমান ভাই আপনি সবার টিউনেই টিউনের ভালো-মন্দ দিক নিয়ে কমেন্ট করে থাকেন……….যা আপনার চমৎকার ব্যক্তিত্বরই প্রকাশ ঘটায়। আপনাকে ধন্যবাদ আপনার
    এ অসাধারণ ব্যক্তিত্বের জন্য……………আশাকরি সফটি আপনার ভালো লাগবে………ভালো থাকবেন সবসময়!!

খুব ভাল একটি সফট। সব থেকে টিউনটিতে ভাল লেগেছে কাজগুলো বিস্তারিত বুঝিয়ে দেয়া। যেন টিউটোরিয়াল গাইড।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    চেষ্টা করেছি টিউনটি সহজভাবে উপস্থাপন করতে…….. জানিনা কতটুকু পেরেছি। চেস্টায় সাইদ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এ অধমের টিউনে মন্তব্য করার জন্য!!………ভালো থাকবেন সবসময়!!

Level 3

পাসওয়ার্ড চাচ্ছ। পাসওয়ার্ড কোথায় পাব?????

৭ তারিখের টিউন আর ৮ তারিখে পাসওয়ার্ড রিমুভ করলেন, জাহাঙ্গীর ভাই ! আমি আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করতে না পেরে শেষে এখান থেকে ডাউনলোড করেছি। ইনষ্টলও করেছি। এ সফটওয়্যারের একটি দূর্বলতা হচ্ছে এটি ফ্লাশ ফাইল কনভার্ট করতে পারে না।

    আসলে সত্যি বলতে কি কিছুক্ষণ আগে আমার মিডিয়াফায়ারে অন্য একটি পুরনো ফাইলে পাসওয়ার্ড দিতে ভুলে এই ফাইলে পাসওয়ার্ড দিয়ে ফেলি…….আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পাসওয়ার্ড রিমোভ করা হয়েছে………নিশ্চিন্তে ডাউনলোড করতে পারেন…….
    সর্বশেষ হিসাব মতে আমার এখন পর্যন্ত আমার টিউনটি পড়েছেন ১,১২০ জন ভিজিটর আর আমার দেয়া লিংক থেকে সফটি ডাউনলোড করেছেন
    ৩০০ জন আর কনভার্ট করা ভিডিও গানটি ডাউনলোড করেছেন ৮৮ জন……..সত্যিই আপনাদের এত সাড়া পাবো তা আমি কল্পনাও করিনি……

ভাইয়া আমি http://www.mediafire.com/?y2rm0u2jwnc এই সাইটে ডাউনলোড করতে পারছিনা দয়া করে আমাকে কি অন্য সাইট দেোয়া যাবে ?

ধন্যবাদ।এ ধরনের software খুজছিলাম windows 7 এর জন্য।

    আপনাকেও ধন্যবাদ……….সার্চ করে দেখুন উইন্ডোজ ৭ এর ভারসন পেতেও পারেন……….

ভাই “দূর্দান্ত,ফাটাফাটী,চাবুক” টিউন দিয়েছেন।আপ্নাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবোনা।আমি সদস্য ছিলাম না শুধু আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য সদস্য হতেই হোলো…।।

    সত্যিই ভাই আপনার কমেন্ট দেখে এখন মনে হচ্ছে আমার টিউন করা সার্থক হয়েছে…………আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেবল আমার টিউনে কমেন্ট করার জন্য সদস্য হয়েছেন জেনে……আশাকরি আগামীতে আপনার কাছ থেকে আরো চমৎকার টিউন পাবো!!!

অসাধারণ! জেগে উঠুন ঘুমন্ত জাহাঙ্গীর। এমন টিউনের জন্য ধন্যবাদ। আরো ভালো টিউন চাই।

so nice soft, many many thanks for it

Level 0

ভাইয়া, খুব সুন্দর টিউন , আপনাকে ধন্যবাদ। আপনি ঘুমিয়ে থাকবেন না, আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার কোথায় যাব, তাড়াতাড়ি জেগে উঠুন। আরো সুন্দর টিউন লিখুন। শুভ কামনা ।

    কে বললো আমি ঘুমিয়ে আছি……………….আরে ভাই নাম দিয়ে কি বা আসে যায়……কাজেই হলো আসল কথা কাজেই পরিচয়!!
    ধন্যবাদ………ভালো থাকবেন সবসময়!!

Level 0

টিউন টা এতদিন পর কি ভাবে স্টিক হল বুঝলাম না

নির্বাচিত অভিনন্দন!
খুব সুন্দর লিখেছেন।
আপনার আরো টিউন চাই।
ধন্যবাদ।

    হাসান ভাই সুন্দর লিখেছি কিনা জানি না তবে নির্বাচিত হওয়ায় আপনার অভিনন্দন পেয়ে খুব ভালো লাগছে……………. সব সময় চেষ্টা করি আপনার মত ভাল টিউন করার কিন্তু
    র্দূভাগ্য আপনার ধারেকাছেও ঘেষতে পারি না………..আপনার বেবি মেকার কি আমার বাচ্চা দেবে না?
    আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টর জন্য!!

ফেভারিটে গেল। দরকারমত কাজে লাগানো যাবে।

    ধন্যবাদ রনি ভাই……আপনাদের কমেন্ট দেখে সত্যিই ভালো কিছু করার অনুপ্রেরণা জাগে!!

খুব ভাল টিউন , ধন্যবাদ

VIDEO STUDIO 10 PLUS থাকলে এর থেকে আরও বেশি কাজ করা যায়, যে কোন ফরমেট এ কনর্ভাট ও করা যায়

    VIDEO STUDIO 10 PLUS দিয়ে আপনি একটি গান এডিট করতে যে সময় লাগবে সে সময়ে এই কনর্ভাটার দিয়ে ২০ টি গান এডিট করা যাবে………আর ওটা আপনার মত
    জ্ঞানীগুণী ছাড়া আমার মত যারা র্নিবোধ আছে তাদের পক্ষে ব্যবহার করা খুবই কঠিন!!
    ধন্যবাদ আপনাকে…………..

Level 0

ঘুমন্ত জাহাঙ্গীর ভাই, আপনাকে ধন্যবাদ …।

আসলেই তো! আগে কেন দেখলাম না!!! 🙂

Level 0

ঘুমন্ত জাহাঙ্গীরভাই
ডাউনলোড করলাম আশকরি অনেক কাজের।

ধন্যবাদ ভাই।আপ নাদের মত বড় ভাই থাক তে আমাদের কোন চিন্তাই নাই।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    আপনাদের মত ছোট ভাইদের নিয়ে আমাদের কিন্তু অনেক চিন্তা………………!!!! হা:………হা:……….
    ধন্যবাদ…………….

আমার টার চেয়ে এটা অনেক সুন্দর জিনিস জাহাঙ্গীর ভাই !!

    আমি তো আরো টেনশনে ছিলাম আপনার টার সাথে মিলে গেল কিনা …………….তবে আপনার দেয় সফটাও কিন্তু খুব কাজের আমি ডাউনলোড করেছি
    ভালো থাকবেন সবসময় আর নিয়মিত আপনার টিউন চাই!!

ভাই সবই ঠিক আছে কিন্তু softwer টি open করলে automatic internet page mana online a চলে যায়।একটু সমাধান দিবেন।pls

    ভাই কোম্পানী সফটি সম্পূর্ণ ফ্রী ব্যবহারের সুযোগ দিচ্ছে………….আর তাই তাদের লাভ হিসেবে তারা সফটি ওপেন করলে শুধুমাত্র তাদের হোমপেজে নিয়ে যায়…
    এতে তো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়!! ধন্যবাদ আপনাকে…….

Level 0

চালিয়ে যান ভাই দয়া করে বলবেন কি এটি টিভি মোবাইলে সাপোট করবে কিনা একটু বললে খুবই উপকার হত

    হুমমম………ভাই অবশ্যই করবে টিভি মোবাইলের জন্য প্রোপাইল অপশন থেকে ফরম্যাট সিলেক্ট করে নিন…………………ধন্যবাদ!!

ভাল লাগলো!!!!!!!!!!!!!

Level 0

সুন্দর একটি টিউন ও ভালো একটি কনভারটার এর জন্য ধন্যবাদ,

ঘুমন্ত জাহাঙ্গীর ভাই অসাধারণ একটি টিউন উপহার দিয়ে জাগিয়ে দিলেন সবাই কে। ধন্যবাদ আপনাকে।
তবে মোবাইলের ষ্মার্টমুভি প্লেয়ারে কোন ভিডিও চালাতে হলে কোন ফর‌্ম্যাটে কনভার্ট করতে হবে? যানালে খুশি হতাম।

    আপনি স্মার্টমুভি প্লেয়ারে চালানোর জন্য প্রোপাইল থেকে AVi ফরম্যাট সিলেক্ট করুন আর আমার দেয়া প্রোপাইল সেটিংসটি ফলো করুন…………..ধন্যবাদ আপনাকে!!

ঘুমন্ত জাহঙ্গীর ভাই। ডাইনলোড করার পুর্বে একটা কমেন্ট করেছিলাম। ডাউনলোড করে ব্যবহার করে আবারো কমেন্ট করতে বাধ্য হলাম। আসলে অসাধরণ একটি কনভার্টর পেলাম। আবারো ধন্যবাদ আপনাকে। গলা ছেড়ে গাইতে ইচ্ছা করছে ‍ এত দিন কোথায় ছিলে ———————-।

    গান ভাই গলা ছেড়ে গান তবে একটু আস্তে গান যাতে বাচেঁ ময়মরুব্বির কান…………হা:…………হা:……….

Level 0

কোথায় ছিলেন আপনি এতদিন? ধন্যবাদ দিলে তো আপনাকে ছোট করা হয়

    ভাই বাড়ীতে ছিলাম………..সত্যি বলছি আর অন্য কোথাও যাইনি!! ঠিক বলেছেন ভাই সবাই ধন্যবাদ দিয়ে আমাকে একবারে ছোট করে ফেলেছে তাছাড়া এমনিতে আমি খাটো…..!!
    তবে আপনাকে ধন্যবাদ দেবো না দেবো টেংকিউ!!!!

প্রথমে ধন্যবাদ জানাই টেকটিউনস কর্তৃপক্ষকে আমার টিউনিং জীবনের ৩য় টিউনটিকেই নির্বাচিত টিউন হিসেবে মনোনিত করার জন্য। আমি চেয়েছিলাম কিভাবে মোবাইলের উপযোগী ভিডিও গান কনর্ভাট করা য়ায় এবং তার সাথে আরো অন্যান্য ফিচার যোগ করা যায় তা সহজ ভাবে সবাইকে বুঝিয়ে দিতে………..টিউনটি নির্বাচিত হওয়ায় আমি মনে করি আমার প্রচেষ্টা কিছুটা হলেও সার্থক হয়েছে।

টিউনটি করে সবার এতটা সাড়া পাবো তা আমি কল্পনাও করিনি। সর্বশেষ হিসাব মতে টিউনটি ভিজিট করেছেন ৩,৪৩০ জন ভিজিটর, মিডিয়াফায়ার লিংক থেকে কনর্ভাটারটি ডাউনলোড করেছেন ১,৩২৬ জন , আর
আমার কনর্ভাট করা শাকিরার ওয়াকা ওয়াকা পানটি ডাউনলোড করেছেন ৩৪৩ জন !!!
সত্যিই আপনাদের এমন সাড়া আমাকে অনুপ্রাণিত করেছে আরেকটি জটিল মেগা টিউন করার জন্য……………সবাইকে অসংখ্য ধন্যবাদ!!

টেকটিউনসে আপনাকে নতুন মনে হচ্ছে………..আশাকরি নিয়মিত আপনাকে টেকটিউনসে দেখতে পাবো। ধন্যবাদ মন্তব্যের জন্য……
তবে লিংকে কি দেথতে বললেন ঠিক বুঝলাম না!!

এই কনর্ভাটারটি আরেকটি গুন হলো….গানের চারপাশে থাকে কালো অংশটুকু সহজেই কেটে ফেলা যায়। এছাড়াও এর আগে অনেক কনর্ভাটার ব্যবহার করেছি এর মত দ্রুত কোন কনর্ভাটারই কনর্ভাট করতে পারে নি.. এবং ব্যবহার করলে পিসি তেমন একটা স্লো হয় না।

অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে দুর্দান্ত একটা কনর্ভাটার দেওয়ার জন্য। আর একটা কথা কেন জানি এই টিউনসে কমেন্ট করতে গেলেই কোন কোন কাজ বেধে কমেন্ট করা হচ্ছিল না। এমনকি এখনই আবার বিদ্যুৎ চলে গেল। 🙁

Level 0

nice post……….. ami onek help peyachi………..

ভাই, কমেন্ট করতে বাধ্য করলেন। এখনো চালিয়ে দেখি নাই, দেখে তার পর বলব বাকি কথা। অসাধারন হবে বলেই বিশ্বাস। আর ভাই, একজন ভাই যে বললেন এটা অপেন করলে ওয়েব সাইটে ঢুকে যায়, আচ্ছা তখন যদি আমার নেট-এ কানেক্ট অবস্থায় না থাকি, ইউস করতে পারব ত? নাকি ইউস করতে নেট লাগবেই?
আবারো ধন্যবাদ!!!!

একই অঙ্গে এত রুপ । ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করতে চাই না। এই রকম আর জটিল কালেকশন নিয়ে আবার টিউন করুন এই শুভকামনায় !!

ঘুমন্ত জাহাঙ্গীর >>>
Thanks ভাই, এটি আমার অনেক দরকার ছিল…
Latest Version 1.2 এর জন্য নিচের Link-এ Click করুন…
http://download.easy-video-converter.com/videoconverter.exe
Size: 8.7 MB

~ !

ভাই এনিমেটেড g.i.f দিলেতো g.i.f টা তো নড়াচড়া করেনা।।??!!

    @জেরি: জিফ ফাইল পিকচার হিসেবে ইমর্পোট করা যাবে কিন্তু সেটা নড়াচড়া করবে না……………………..ধন্যবাদ জেরী!!

ধন্যবাদ

অসাধারণ একটা টিউন। ভাই বেশীদিন ঘুমিয়ে থাইকেন না । তাইলে আবার আমরা অনেক কিছু মিস করবো।।।।

জাহাঙ্গীর ভাই আপনার সফ্টওয়ার টা ইনষ্টল করতে গিয়ে আরো একটা জিনিস জানলাম।
আপনি চট্টগ্রামের!!!!!
ভাই আমি চট্টগ্রামের।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসাধারণ, জটিল এবং মজার। ভাল থাকবেন সবসময়

কাজের জিনিস। ধন্যবাদ শেয়ার করার জন্য।

tx vailll….kaje lag lo….

কাজের জিনিস। ধন্যবাদ

আমি খুজতেছিলাম এই রকম একটা স……।।ধন্যবাদ

Level 0

আমি কোন টিউনার নই।একজন সাধারণ পাঠক “পরজীবি” যারা শুধু নিতেই জানে দিতে জানেনা।আপনাদের মত জ্ঞানী-মহাজ্ঞানীদের লেখা পড়ে মন্তব্য করার মত দুঃসাহস আমার নেই, তাই বলে কি ধন্যবাদ টাও দিতে পারবনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Tune ti valo hoiche. Prothome akta bepar deikh khub valo lagche je apni protita comments er reply korchen kintu niche asar sathe sathe montay kharap o laglo je apni porer comments gular r reply korenni…

এটা কি Trim করার সময় ভিডিওটি কনভার্ট করে (সাইজ বাড়িয়ে বা কমিয়ে কোয়ালিটি বাড়ায় বা কমায়???) নাকি আমার আগের ভিডিও এর ফরমেট ও কোয়ালিটি ঠিক রাখে.

Level 0

খুবই কােজর soft। আমি প্রায় ৫-৬ মাস ধরে ব্যবহার করছি। converter এর মধে্য এটা সবচেয়ে প্রিয়।

বেশ কাজের সফ্টোয়ার , আপনাকে অনেক ধন্যবাদ।

youtube video convert korte parbo ke?

অসাধারণ একটি সফট অনেক দিন ধরেই খুজছিলাম। সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর। এ গাছেই সব ফল আহ!! প্রিয়তে

Level 0

আরো আগে কেন পাইনি তোমায়!!!
ভাই, কতটা যে উপকারী এবং কাজের জিনিস দিছেন, তা বলে বুঝাতে পারবো না। মাথা পুরা আওলা হইয়া গেছিলো ‌একটা কনর্ভাটার খুঁজে। অনেক দরকারী জিনিস।
আমার পুরা কাজ হলে আপনাকে আবার ধন্যবাদ দিয়ে যাবো।

Level 0

thanks for this post!!!!

Level 0

jotil laglo baia

Level 0

অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনটির । আমি এরকম একটা চাইতেছিলাম

অসাধারন

Level 2

খুব সুন্দর সফটওয়্যার!!!

Level 0

জব্বর জিনিস !!! awesome হইসে ..কঠিন পোস্ট, এক্কেবারে তুলনাহীন

Level 0

thanks for sooooooooooooooooo……..nice tunse.

REALLY
jotil legeche

আপনাকে অনেকদিন টেকটিউন-এ দেখি না।আপনার লেখার ভঙ্গি মানসম্মত অথচ ক্যান লিখছেন না,জানি না।লেখাপড়ার সাথে সাথে মুরব্বীদের অনুমতি নিয়ে লেখার অভ্যেসটা চালু রাখুন। ভাল থাকুন।

Level 0

vai apnar vitor to onek protiva!!!!!!!!!!!!!!

many thanks bro

Level 0

valoi monay hoysa try kora dekhbo kisu kora jay kinah

বাহ বাহ, খুব সুন্দর সফটঃ)

আপনি জানলেন কেমনে ?

Thank you vai !!!!
onek valo akta converter

Level 0

হাঁ, ঠিকই বলেছেন…… না দেখলে হয়তো মিস করতে হতো……… ঠিক যেন, আমরা চোখ খোলা রেখে না ঘুমিয়ে আছি……..নতুন কিছু শিখতে পারলাম এই পোষ্ট থেকে…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……

Onek onek dhonnobad Vhai

মনে হই ভালই হবে……।।

no comment. ami বাকরুদ্ধ। এমন টিউন আরো চাই………।।

Level 0

dudz. xilisoft converter ultimate to er cheyeo valo………………

    Level 0

    @r4z:আমি আপনার সাথে একমত

Level 0

একমত

অনেক সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
free graphics template ডাউনলোড করতে এখানে ক্লিক করুন